নিজের নামই বদলে ফেললেন এই অভিনেত্রী
Published: 7th, August 2025 GMT
সালমান খান প্রযোজিত ‘লাভযাত্রী’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন ওয়ারিনা হুসেইন। তারপর কার্যত অন্তরালে চলে যান। অভিনেত্রী ফিরছেন; তবে তাঁর চেয়েও বড় কথা, নিজের নামই বদলে ফেলেছেন তিনি। কিন্তু কেন? জেনে নেওয়া যাক ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে
‘লাভযাত্রী’ সিনেমাটি বক্স অফিসে সফল না হলেও ভাইজানের বোনজামাই আয়ুশ শর্মার বিপরীতে ওয়ারিনার উপস্থিতি ছিল আলোচনায়। কিন্তু এরপর তিনি যেন হঠাৎ করেই আড়ালে চলে যান। ইনস্টাগ্রাম থেকে নিজেকে সরিয়ে নেন, পর্দাতেও অনুপস্থিত থাকেন দীর্ঘ সময়।
অবশেষে আবারও আলোচনায় এলেন ওয়ারিনা—তবে ভিন্ন নামে। ইনস্টাগ্রামে নিজের নাম বদলানোর কথা জানিয়ে একটি পোস্ট করেন তিনি। নতুন নাম ‘হীরা ওয়ারিনা’। সেই পোস্টে তিনি লেখেন, ‘আমি এখন থেকে হীরা ওয়ারিনা। এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে সংখ্যাতত্ত্ব আর আত্মিক দিকনির্দেশনা থেকে। যাঁরা পাশে ছিলেন, তাঁদের ভালোবাসা ভাষায় প্রকাশ করার নয়।’
ওয়ারিনা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বন্দরে রোটর স্পিলিং মিলে অগ্নিকাণ্ড
বন্দরে আরমান আহমেদ রোটর স্পিলিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহুর্তের মধ্য আগুন চারদিকে ছড়িয়ে পরলে স্পিলিং মিলের তুলা ও মেশিনারিসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গিয়ে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে।
তবে এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সোয়া ১১টায় বন্দর থানার পৃর্ব লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিস জানিয়েছে, এলাকাবাসী মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমাদের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।