নিজের নামই বদলে ফেললেন এই অভিনেত্রী
Published: 7th, August 2025 GMT
সালমান খান প্রযোজিত ‘লাভযাত্রী’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন ওয়ারিনা হুসেইন। তারপর কার্যত অন্তরালে চলে যান। অভিনেত্রী ফিরছেন; তবে তাঁর চেয়েও বড় কথা, নিজের নামই বদলে ফেলেছেন তিনি। কিন্তু কেন? জেনে নেওয়া যাক ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে
‘লাভযাত্রী’ সিনেমাটি বক্স অফিসে সফল না হলেও ভাইজানের বোনজামাই আয়ুশ শর্মার বিপরীতে ওয়ারিনার উপস্থিতি ছিল আলোচনায়। কিন্তু এরপর তিনি যেন হঠাৎ করেই আড়ালে চলে যান। ইনস্টাগ্রাম থেকে নিজেকে সরিয়ে নেন, পর্দাতেও অনুপস্থিত থাকেন দীর্ঘ সময়।
অবশেষে আবারও আলোচনায় এলেন ওয়ারিনা—তবে ভিন্ন নামে। ইনস্টাগ্রামে নিজের নাম বদলানোর কথা জানিয়ে একটি পোস্ট করেন তিনি। নতুন নাম ‘হীরা ওয়ারিনা’। সেই পোস্টে তিনি লেখেন, ‘আমি এখন থেকে হীরা ওয়ারিনা। এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে সংখ্যাতত্ত্ব আর আত্মিক দিকনির্দেশনা থেকে। যাঁরা পাশে ছিলেন, তাঁদের ভালোবাসা ভাষায় প্রকাশ করার নয়।’
ওয়ারিনা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে আকিজ সিরামিকসের নতুন শোরুম
দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস রাজশাহীতে নতুন এক্সক্লুসিভ শোরুম চালু করেছে। আজ সোমবার মহানগরের রানীবাজারের মুন্সিডাঙ্গা মোড়ে মেসার্স রাজ্জাক স্যানিটারি অ্যান্ড টাইলসে এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মো. শাহরিয়ার জামান এবং শোরুমটির স্বত্বাধিকারী মো. সোহেল রানাসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
শোরুমটিতে প্রদর্শিত হয়েছে আধুনিক ডিজাইনের টাইলস এবং সর্বশেষ প্রোডাক্ট লাইনআপ। আকর্ষণীয় ফার্নিচার ও উন্নত ডিসপ্লে ব্যবস্থার মাধ্যমে সাজানো হয়েছে শোরুমটি, যা গ্রাহকদের দেবে এক ভিন্ন অভিজ্ঞতা।
পরপর ছয়বার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং দুবার ‘সুপারব্র্যান্ডস’ অ্যাওয়ার্ড অর্জনকারী আকিজ সিরামিকস ‘প্রমিজ অব পারফেকশনে’র প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের টাইলস ব্র্যান্ডটির সারা দেশে ১৫০টির বেশি এক্সক্লুসিভ শোরুম রয়েছে।