চুয়াডাঙ্গায় সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
Published: 8th, August 2025 GMT
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়েছে ভারতে পাচারকালে সাড়ে ৩ কোটি টাকার বেশি দামের ২১টি স্বর্ণের বারসহ আবিদ মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আবিদ মিয়া জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে ৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার হায়দার আলী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজিবি জানিয়েছে, ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন যে, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারতে স্বর্ণ পাচার করবে। তার নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার নম্বর ৭৫/৩-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা পৌর এলাকার ইশ্বরচন্দ্রপুর গ্রামের রাস্তার ওপর অবস্থান নেয়। বেলা আনুমানিক ১২টা ২০ মিনিটে বিজিবির দলটি একটি মোটরসাইকেলে করে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে। তাদেরকে থামার জন্য সংকেত দেওয়া হলে একজন মোটরসাইকেল চালিয়ে পালিয়ে পায়। আবিদ মিয়া সোনার বারসহ মোটরসাইকেল থেকে নেমে পাশের একটি ছোট পুকুরে ঝাঁপ দেয়। বিজিবির সদস্যরা পানিতে নেমে আবিদ মিয়াকে আটক করে। এ সময় সে তার কাছে থাকা একটি প্যাকেট সদৃশ বস্তু পুকুরে ফেলে দেয়। বিজিবি তার দেহ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট জব্দ করে। পরে বিজিবির সদস্যরা পুকুর থেকে চোরাকারবারির ফেলে দেওয়া অপর প্যাকেটটিও উদ্ধার করে। দুটি প্যাকেট থেকে ২১টি স্বর্ণের বার জব্দ করা হয়। এছাড়াও আটক ব্যক্তির ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং নগদ ২০২ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৪৪৯ গ্রাম। এগুলোর দাম আনুমানিক ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা।
আরো পড়ুন:
রাঙামাটির জুড়াছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক
ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
এ ঘটনায় বিজিবির নায়েক জাহাঙ্গীর আলম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছেন। জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
ঢাকা/মামুন/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স বর ণ র ব র
এছাড়াও পড়ুন:
এলাকার নামেই সিনেমা—আবেগে ভাসলেন পাইকগাছার মানুষ
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে সিনেমা ‘দেলুপি’র জমজমাট প্রিমিয়ার প্রদর্শনী। বুধবার বিকেলে শুরু হওয়া এই আয়োজনে স্কুলমাঠ যেন পরিণত হয় এক উৎসবে।
বুধবার প্রিমিয়ার হলেও সিনেমা হলে ‘দেলুপি’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। সারা দেশে মুক্তি পাবে ১৪ নভেম্বর। প্রিমিয়ার প্রদর্শনী ঘিরে স্থানীয় মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বিকেল থেকেই মাঠে ভিড় করেন শত শত দর্শক। অনেকের হাতে সিনেমার পোস্টার, কেউ–বা পরিবার–বন্ধুদের সঙ্গে অপেক্ষায় পর্দা ওঠার। চারপাশে তখন উৎসবের আবহ, আনন্দের কোলাহল। সিনেমা শেষে দর্শকদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস। নিজেদের জীবনের গল্প বড় পর্দায় দেখে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
দেলুটি গ্রামের বাসিন্দা শামীমা আক্তার বলেন, ‘আমাদের এলাকার নামেই সিনেমা—এটা ভাবতেই গর্ব লাগে। গল্পটা এত বাস্তব, যেন আমাদের জীবনেরই কথা বলা হয়েছে।’ স্থানীয় ৫ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য বদিয়ার রহমান বলেন, ‘ভাঙন ছিল আমাদের জীবনের অংশ। সেই কষ্টই এ সিনেমায় উঠে এসেছে। “দেলুপি” শুধু আমাদের গল্প নয়, অন্য উপকূলের অনেক মানুষের গল্পও বটে। আশা করি এই সিনেমা আমাদের দুর্দশার কথা আরও দূরে পৌঁছে দেবে।’
বুধবার প্রিমিয়ার হলেও সিনেমা হলে ‘দেলুপি’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার