নওগাঁর ধামইরহাট ও সাপাহার উপজেলার সীমান্ত দিয়ে শিশু ও নারীসহ ১৮ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (৮ আগস্ট) ভোরে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ওই ১৮ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ধামইরহাট উপজেলার কালুপাড়া এলাকায় সীমান্ত পিলার ২৭১/১-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতআনা গ্রামের একটি আমবাগান থেকে বিএসএফের ঠেলে চার যুবক, সাত নারী ও তিন শিশুকে আটক করে বিজিবি। অন্যদিকে, সাপাহারের বামুন পাড়া সীমান্ত দিয়ে দুই শিশু ও দুই নারীকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। সকালে বিজিবি তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরো পড়ুন:
চুয়াডাঙ্গায় সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
রাঙামাটির জুড়াছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক
ঢাকা/সাজু/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ ব এসএফ
এছাড়াও পড়ুন:
রাঙামাটির জুড়াছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক
রাঙামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে মন চন্দ্র চাকমা (২২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ((৭ আগস্ট) সকালে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) বগাখালী বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মন চন্দ্র চাকমাকে আটক করে।
আটক মন চন্দ্র চাকমা ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার বাসিন্দা এবং চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আরো পড়ুন:
ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ছবি তুলতে গিয়ে সীমান্ত অতিক্রম, দুই কিশোরকে ফেরত দিল বিএসএফ
কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শংকর/রাজীব