মেয়েদের বিশ্বকাপে পাল্টে যেতে পারে বাংলাদেশের ম্যাচের ভেন্যু
Published: 8th, August 2025 GMT
আগামী ৩০ সেপ্টেম্বর ভারতে শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। তবে এরই মধ্যে বিশ্বকাপের চারটি ম্যাচের ভেন্যু বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের সূচিতেও।
বিশ্বকাপের সূচি অনুযায়ী, ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে ভারতের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ নারী দলের। এ ছাড়া বেঙ্গালুরুতে রয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনাল ম্যাচও (যদি পাকিস্তান ফাইনালে না ওঠে)।
পাকিস্তান ফাইনালে উঠলে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে ফাইনাল। পাকিস্তানের বাকি ম্যাচগুলোও হবে সেখানে।
বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে, ২ অক্টোবর। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ২০ অক্টোবরের ম্যাচও কলম্বোতে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাকি ৫টি ম্যাচ বাংলাদেশ খেলবে ভারতে, যার সর্বশেষটি বেঙ্গালুরুতে।
বেঙ্গালুরুতে আইপিএল শিরোপা উদ্যাপন।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ওমানে ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
ওমানে নির্মাণ কাজ করার সময় ছাদ থেকে পড়ে মারা জিয়াউদ্দিন মোল্লা (৩৮) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে দেশটির সরকারি নিজওয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জিয়াউদ্দিন মোল্লা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের সুরুজ মিয়ার ছেলে। প্রায় তিন বছর আগে ওমানে গিয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেন তিনি।
নিহতের ভাতিজা শিবলু মিয়া জানান, গত ১৫ সেপ্টেম্বর কাজ করার সময় দোতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যান।
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘‘জিয়া উদ্দিনের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। লাশ দেশে ফিরিয়ে আনাসহ পরিবারের প্রয়োজনে আমরা পাশে থাকব।’’
ঢাকা/মামুন/রাজীব