পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার একটি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১১ জন নারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৮ আগস্ট) ভোরে উপজেলার দেবনগড় ইউনিয়নের শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আমজোয়ানী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তারা সবাই বাংলাদেশি।

৫৬ বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুটি দল অভিযানে নামে। সীমান্ত পিলার ৭৪২/১-এস থেকে প্রায় ৬০০ গজ ভেতর থেকে ১১ নারীকে আটক করা হয়। তারা যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার বাসিন্দা।

আরো পড়ুন:

নওগাঁয় ১৮ জনকে ঠেলে দিল বিএসএফ

চুয়াডাঙ্গায় সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একাধিক দালালের মাধ্যমে মোট ১ লাখ ৬৫ হাজার টাকার বিনিময়ে তারা সীমান্তে আসেন। আটকদের কাছ থেকে নগদ ৭০০ টাকা জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হবে।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সীমান্তজুড়ে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে।

ঢাকা/নাঈম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে চুরি হওয়া ৩০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাটের চিতলমারীতে একটি জুয়েলারি দোকান থেকে চুরি হওয়া ৩০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার আড়ুয়াবরনী গ্রামের এমাদুল খানের বাড়ি থেকে এসব স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘‘গত ৪ আগস্ট রাতে উপজেলার সদর বাজারের নিউ মন্ডল জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। দোকানের সিন্ধুক কেটে ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনায় দোকান মালিক তাপস মন্ডল অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন।’’

আরো পড়ুন:

শিবচরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

চবি শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলা, প্রধান ফটকে তালা

তিনি আরো বলেন, ‘‘তদন্তে নেমে পুলিশ একই বাজারের চা দোকানি এমাদুল খানকে আটক করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, স্বর্ণ ব্যবসায়ী সজল বসু ও লোহা ব্যবসায়ী শুভ্র বসুকে আটক এবং চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এই তিনজনকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’’

ঢাকা/শহিদুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ