প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি, পদ ১১৫, আবেদন শেষ কাল
Published: 11th, January 2025 GMT
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে (এলডিডিপি) জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল রোববার। এই প্রকল্পে ১৬তম গ্রেডে ১১৫ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: ড্রাইভারপদসংখ্যা: ১১৫
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা, দিকনির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে। পূর্ণ প্রতিবেদন, সময়সূচি ও গাড়ির লগবই পূরণ করার সক্ষমতা থাকতে হবে। বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে। কোনো সরকারি/বেসরকারি/ আধা সরকারি/স্বায়ত্তশাসিত/বৃহৎশিল্প/বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালনাসহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে (ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লিখিত প্রতিষ্ঠানের কর্মকাল অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য হবে)। ব্যক্তিগত গাড়িচালক হিসেবে দাখিল করা অভিজ্ঞতার সনদ গ্রহণযোগ্য নয়।
বয়স: ১২ জানুয়ারি ২০২৫ তারিখে ১৮ থেকে ৪৫ বছর।
বেতন: সাকল্যে মাসিক বেতন ৩০,০০০ টাকা।
আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে আবারও বড় নিয়োগ, পদ ৫৬১২৫ ডিসেম্বর ২০২৪আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট বা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদন ফরমটি এ–ফোর সাইজের কাগজে টাইপ করা হতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সব শিক্ষাগত যোগ্যতার সনদ/প্রশংসাপত্র সত্যায়িত কপি (মার্কশিট গ্রহণযোগ্য নয়); অভিজ্ঞতার সনদের মূল কপি; সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি; প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি; প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ; প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ; প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হালনাগাদ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি সংযুক্ত করে কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। ১০ টাকার ডাকটিকিটসংবলিত যোগাযোগ ঠিকানাসহ (স্পষ্টাক্ষরে প্রেরক ও প্রাপকের নাম) ফেরত খাম পাঠাতে হবে। খামের ওপর স্পষ্টাক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর (ভবন-২, ৭ম তলা), কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা।
আবেদনের শেষ সময়: ১২ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
আরও পড়ুনমেঘনা পেট্রোলিয়ামে বড় নিয়োগ, পদ ১৪৭০২ জানুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জের তারুণ্যর উৎসব ২০২৫ উদযাপন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারুণ্যর উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্যর ভাবনায় আগামীর বাংলাদেশ "শীর্ষক" কর্মশালা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলা অডিটোরামে এ কর্মশালা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার ১২টি উচ্চ বিদ্যালয় ও ৬টি কলেজের শিক্ষার্থীরা বিতর্ক, চিত্রাংকন ও দেয়ালিকা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
এছাড়াও দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান পর্যায়ক্রমে বিজয়ী হয় রুপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ, হাজির নুর উদ্দিন উচ্চ বিদ্যালয়, সহিতুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও অনির্বাণ স্পেশাল চাইল্ড কেয়ার এন্ড রিহেভিলেশন সেন্টারের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপজেলা ডেভেলপমেন্ট কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুর রহমান সাহেল, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফারজানা ফিরোজ, পল্লী সরকারি ব্যাংক ব্যবস্থাপক শিখা আহমেদ, আইসিটি অফিসার সানজিদা রাফিন প্রমুখ।