রোহিত শর্মা মুম্বাইর রঞ্জি ট্রফির দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। শুভমান গিলও পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির পরের রাউন্ড খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আজ বুধবার (১৫ জানুয়ারি, ২০২৫) জানা গেল ঋষভ পন্তও রঞ্জি ট্রফিতে খেলবেন। তিনি ইতোমধ্যে দিল্লিকে জানিয়ে দিয়েছেন যে, রঞ্জি ট্রফিতে খেলতে তিনি উন্মুক্ত। শিগগিরই তিনি রাজকোটে দলের সঙ্গে যোগ দিবেন। ২৩ জানুয়ারি সৌরাষ্ট্রের বিপক্ষে খেলবে দিল্লি। পন্ত সবশেষ ২০১৭-২০১৮ মৌসুমে খেলেছিলেন রঞ্জি ট্রফিতে।

পন্তের খেলার আগ্রহ প্রকাশ করার বিষয়ে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অশোক শর্মা বলেছেন, ‘‘হ্যাঁ, পন্ত খেলার আগ্রহের কথা জানিয়েছে। সে খেলার জন্য প্রস্তুত। রাজকোটে দলের সঙ্গে সরাসরি যোগ দিবে সে।’’

রোহিত-গিল-পন্ত রঞ্জিতে ফেরার আগ্রহ দেখালেও বিরাট কোহলির বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যদিও ক্রিকেটবোদ্ধারা রোহিত ও কোহলিকে বলেছিলেন ঘরোয়া ক্রিকেট খেলতে। কোহলি ২০১২ সালের পর আর কখনো খেলেননি রঞ্জি ট্রফিতে।

আরো পড়ুন:

চেক বাউন্সের পর রাজশাহীর অনুশীলন বাতিল

আইসিসির মাসসেরা বুমরাহ

কোহলির বিষয়ে অশোক বলেছেন, ‘‘কোহলির বিষয়ে বলতে গেলে, আমরা চাচ্ছিলাম সে খেলুক। কিন্তু তার পক্ষ থেকে কোনো সাড়া পাইনি এখনও। যেহেতু হরষিৎ রানা ইংল্যান্ডের বিপক্ষের টি-টোয়েন্টি সিরিজের দলে আছে, সেহেতু তাকে পাওয়া যাবে না।’’

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক হল ক হল র

এছাড়াও পড়ুন:

জাপানে ইতিহাসে গড়ে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তাকাইচি

সানায়ে তাকাইচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এই নারী প্রার্থী নিম্ন ও উচ্চ—দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তিনি নিম্নকক্ষে ২৩৭ ভোট ও উচ্চকক্ষে ১২৫ ভোট পেয়েছেন।

জাপানের ‘আয়রন লেডি’ হিসেবে পরিচিত তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী এবং তাঁর মতোই দৃঢ় রক্ষণশীল ভাবধারার রাজনীতিক হিসেবে পরিচিত।

জাপানে রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনও সীমিত। তাই, এই জয়কে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

গত পাঁচ বছরের মধ্যে তাকাইচি জাপানের চতুর্থ প্রধানমন্ত্রী। তিনি এমন এক সময় ক্ষমতায় এলেন, যখন এলডিপি দল রাজনৈতিক কেলেঙ্কারিতে জর্জরিত। তাদের জনসমর্থনও বেশ কমে যাচ্ছে।

ঠিক এমন এক সময়ে তাকাইচির জয় গুরুত্বপূর্ণ। কারণ, জাপান এখনও লিঙ্গসমতার ক্ষেত্রে অনেক পিছিয়ে।

তবে তরুণ জাপানি নারীদের অনেকেই বিবিসিকে বলেছেন, তাঁরা নিশ্চিত নন যে রক্ষণশীল তাকাইচি নারীর অধিকারকে এগিয়ে নেবেন কি না। তাঁদের একজন বলেন, তাঁর রাজনৈতিক মতাদর্শ খুঁজে দেখলে দেখা যায়, তিনি বরং পুরুষতান্ত্রিক ব্যবস্থাকেই টিকিয়ে রাখতে চান।

আরও পড়ুননতুন জোট সরকার গঠনের পথে জাপান, প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি১৯ অক্টোবর ২০২৫

চলতি মাসের শুরুতে তাকাইচি ক্ষমতাসীন দল এলডিপির নেতা নির্বাচিত হন। তবে তাঁর নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে পড়লে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার প্রচেষ্টা ভেস্তে যায়। এর পর থেকে এলডিপি নতুন রাজনৈতিক জোট গঠনের চেষ্টা চালিয়ে আসছে, যা তাকাইচির প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনাকে আবারও জোরদার করে তুলেছে। এলডিপি তাকাইচিকে জোট গঠনের দায়িত্ব দিয়েছে।

অবশেষে আজ মঙ্গলবার ভোটাভুটিতে তাকাইচি জাপানের দুই কক্ষে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনসানায়ে তাকাইচির পুলসিরাত পার হওয়া এবং কোন জাপানের স্বপ্ন তিনি দেখছেন১৭ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জাপানে ইতিহাসে গড়ে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তাকাইচি