বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমানের হাত ধরে এ দেশে টেক্সটাইল সেক্টর, গার্মেন্টস স্থাপিত হয়েছে। বাংলাদেশে যখন দুর্ভিক্ষ দেখা দেয় তখন জিয়াউর রহমান ক্ষমতায় আসেন এবং দুর্ভিক্ষ থেকে এদেশের মানুষকে রক্ষ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন।

সোমবার আইইবি সদর দপ্তরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তার (জিয়াউর রহমান) চিন্তায় ছিল কোন কোন সেক্টরে কাজ করলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি শিল্প খাতগুলোকে চিহ্নিত করেছিলেন। সে কারণেই আজ গার্মেন্টস শিল্প, টেক্সটাইল, জনশক্তি রপ্তানি থেকে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে।

আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম এতে সভাপতিত্ব করেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোস্তফা-ই-জামান সেলিমের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে আরও অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.

রফিকুল ইসলাম, এ্যাবের সদস্য সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, প্রকৌশলী মো. সাঈদুর রহমান, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী জুলহাজ উদ্দিন, আইটিটি’র আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারস ফোরামের সভাপতি এটিএম সামসু উদ্দিন খান, আইইবির ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) এটিএম তানভির-উল হাসান তমাল, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানীসহ অনেকে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ র রহম ন

এছাড়াও পড়ুন:

গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকায় তাঁর বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তবে কে বা কারা এটি করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগও কেউ করেনি। তাঁরা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছেন।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আমল মাসঊদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। তবে ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘ফ্যাসিবাদী অপশক্তির জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কোনো রক্তচক্ষুর ভয়ংকর হুমকি অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারেনি। তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখাতে পারেনি। কিন্তু আজ আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে কাপুরুষের দল! এরা কারা? এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।’

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান ফেসবুকে লিখেছেন, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভেবেছিলাম বাড়ির গেটে কিংবা গেটের বাইরে। কিন্তু গিয়ে দেখলাম একেবারে বাড়িতে হামলা হয়েছে। গতকালই ওনার অসুস্থ বাবা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসেছেন। জানি না শেষ কবে একজন শিক্ষকের বাড়িতে রাতের আঁধারে এভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা শঙ্কিত, স্তম্ভিত।’

এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এ সমাবেশের আয়োজন চলছে।

সম্পর্কিত নিবন্ধ