বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমানের হাত ধরে এ দেশে টেক্সটাইল সেক্টর, গার্মেন্টস স্থাপিত হয়েছে। বাংলাদেশে যখন দুর্ভিক্ষ দেখা দেয় তখন জিয়াউর রহমান ক্ষমতায় আসেন এবং দুর্ভিক্ষ থেকে এদেশের মানুষকে রক্ষ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন।

সোমবার আইইবি সদর দপ্তরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তার (জিয়াউর রহমান) চিন্তায় ছিল কোন কোন সেক্টরে কাজ করলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি শিল্প খাতগুলোকে চিহ্নিত করেছিলেন। সে কারণেই আজ গার্মেন্টস শিল্প, টেক্সটাইল, জনশক্তি রপ্তানি থেকে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে।

আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম এতে সভাপতিত্ব করেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোস্তফা-ই-জামান সেলিমের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে আরও অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.

রফিকুল ইসলাম, এ্যাবের সদস্য সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, প্রকৌশলী মো. সাঈদুর রহমান, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী জুলহাজ উদ্দিন, আইটিটি’র আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারস ফোরামের সভাপতি এটিএম সামসু উদ্দিন খান, আইইবির ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) এটিএম তানভির-উল হাসান তমাল, আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানীসহ অনেকে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ র রহম ন

এছাড়াও পড়ুন:

হাসপাতালে ফরিদা পারভীন

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনকে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই শিল্পী। ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিন দিন আগে শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ফরিদা পারভীন। শুরুতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়ার পর গতকাল তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে। 

গাজী আবদুল হাকিম বলেন, “সার্বিকভাবে তার অবস্থা খুব একটা ভালো না। গত কয়েক মাসে তিনবার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত নানা সমস্যায় ভুগছে। শরীর এখন প্রচণ্ড দুর্বল। উঠে দাঁড়ানোর মতো শক্তি পায় না। হাঁটতেও পারে না। সবাই তার জন্য দোয়া করবেন।” 

আরো পড়ুন:

এন্ড্রু কিশোরের মতো শিল্পী যুগে যুগে আসে না: সাবিনা ইয়াসমিন

সংগীতশিল্পী জীনাত রেহানা মারা গেছেন

১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন। 

ফরিদা পারভীনকে বলা হয় লালন কন্যা৷ লালন ফকিরের গান গেয়ে দেশে-বিদেশে খ্যাতি পেয়েছেন৷ ক্ল‌্যাসিক ও আধুনিক গানেও নন্দিত তিনি। ১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক অর্জন করেন। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই শিল্পী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ