‘আমাদের দেশের মানুষ আর্সেনিকে মারা যায়। দূষিত পানি ও ভেজাল খাদ্য খেয়ে মারা যায়। আমরা একটা দূষণের মধ্যে বাস করছি। বাংলাদেশকে সুন্দর রাখতে হলে একে বদ্বীপের মতোই রাখতে হবে। সেটা করতে গেলে আমাদের নদীকে রক্ষা করতে হবে।’

আজ শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে অলাভজনক সংস্থা ওয়াটার্স কিপার্স আয়োজিত ‘পিএফএএস পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ’ নামের এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

পিএফএস (পার-ও পলিফ্লুরোঅ্যালকাইল) হলো মানুষ ও পরিবেশের জন্য বিষাক্ত একটি রাসায়নিক। মানুষের দেহে ও পরিবেশে এটার ভয়াবহতার কারণে এটাকে ‘ফরএভার পলিউশন’ বা চিরস্থায়ী দূষণও বলা হয়। বাংলাদেশের টেক্সটাইল ও চামড়াশিল্প থেকে এ দূষণ নদী ও পরিবেশে ছড়াচ্ছে। পোশাকশিল্পে আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক তৈরিতে পিএফএস ব্যবহার করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ‘পৃথিবীর আর্থসামাজিক ও রাজনৈতিক কাঠামোর সফলতা পরিবেশ ধ্বংসের ওপর দাঁড়িয়ে আছে। যেমন আমরা ভূপৃষ্ঠের পানি রক্ষা করতে পারিনি। এখনো করছি না। শিল্পায়নের কারণে ভূপৃষ্ঠের পানি আমরা নষ্ট করে ফেলেছি।’

বাংলাদেশকে পৃথিবীর অন্যতম সুন্দর দেশ হিসেবে দেখতে চাইলে নদীগুলোকে রক্ষার বিকল্প নেই বলে জানান সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

পোশাকশিল্পের খাতকে বাংলাদেশের ‘ব্লু আইড বয়’ মন্তব্য করে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ‘গার্মেন্টসকে সুনীতির মধ্যে আনতে গেলে মালিকেরা উৎপাদন খরচের কথা বলবেন। যারা শ্রমিকদের পাঁচ টাকা বাড়তি দেয় না, তারা আমাদের নদী রক্ষা করবে বলে মনে হয় না।’

নদী রক্ষা কমিশনে কাজ করার স্মৃতি স্মরণ করে শারমীন এস মুরশিদ বলেন, ‘আমাদের সময়ে নদী রক্ষা নিয়ে কিছু মৌলিক গবেষণাভিত্তিক ভালো কাজ করেছিলাম। প্রতিটি জেলার নদীর কোনটার কী অবস্থা সেটি তুলে ধরেছিলাম। কারা দখলদার, কারা দূষণকারী, সেগুলো উল্লেখ করেছিলাম। সে বই এখন শেলফের মধ্যে পড়ে থাকে। কাজে লাগানো হয় না।’

সমাজকল্যাণ উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ দরিদ্র নয়; কিন্তু অব্যবস্থাপনার দেশ। এটি এমন একটি দেশ, যেখানে রাষ্ট্রীয় ভান্ডার শূন্য করে ফেললেও তাকে দুর্নীতি বলা যায় না। অথচ রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতি রাষ্ট্রদ্রোহের শামিল।

শারমীন এস মুরশিদ বলেন, একটি নির্বাচনের মাধ্যমে দেশকে রাজনীতি ও গণতন্ত্রে ফিরিয়ে নিতে হবে।

রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার পরামর্শ দেন উপদেষ্টা শারমীন মুরশিদ। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যদি তারা ভাবে, যেভাবে তারা চলে এসেছে, সেভাবে চলবে। প্লিজ, ডোন্ট মেক মিসটেক। ৩০ হাজার মানুষ পঙ্গু, ১ হাজার ৫০০ ছেলেমেয়ে মারা গেছে। এটাকে মুছে দেওয়া যাবে না।’

উপদেষ্টা শারমীন পিএফএসের দূষণ নিয়ে সমন্বিত নীতি প্রণয়ন করার বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের মুখ্য সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘জনস্বাস্থ্যের বিষয়টিকে একটি চিকিৎসা–সংক্রান্ত বিষয়ে পরিণত করা হয়েছে। দূষণের উৎস, বর্জ্যের উৎস কোথায়, সেটি অজানা কিছু নয়। সেসব জায়গায় সরকারের ম্যাকানিজম নিশ্চয়ই আছে। তবে সেটা যে কার্যকর না, তা বোধগম্য। আমাদের বড় আকারের পরিকল্পনা দরকার। কোথায় শিল্প হবে, কোথায় কৃষি হবে, কোথায় জনবসতি হবে সেটা ঠিক করতে হবে।’

অনুষ্ঠানে ‘ডেলিগেশন অব ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশ’-এর প্রোগ্রাম ম্যানেজার হুবার্ট ব্লুম বলেন, পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক উন্নতির মধ্যে বাংলাদেশ ভারসাম্য রাখতে পারেনি। শিল্পের উন্নয়ন পিএফএসের দূষণ বাড়িয়ে দিয়েছে। এটি বৈশ্বিক একটি সমস্যা, যার জন্য আন্তর্জাতিক পদক্ষেপ দরকার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়াটার্স কিপার্সের বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন র জন ত আম দ র পর ব শ

এছাড়াও পড়ুন:

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স

রাজধানী ঢাকায় অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসাপ্রার্থী বাংলাদেশি আবেদনকারীদের উন্নত সেবা দেওয়ার জন্য আবেদন কেন্দ্রটি চালু করা হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুলশান অ্যাভিনিউয়ের র‌্যাংগস জেড স্কয়ারে এ কেন্দ্র গত মঙ্গলবার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

আবেদনকারীরা বুধবার থেকে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটের মাধ্যমে আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এ কেন্দ্রে তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসদুপুই বলেন, এ উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশিদের ভ্রমণের সুবিধা আর দক্ষতা বাড়ানো।

রাষ্ট্রদূত আরও বলেন, এর ফলে দৈনিক আবেদন জমা পড়ার সংখ্যা বাড়বে, অ্যাপয়েন্টমেন্ট পেতে অপেক্ষার সময় কমবে, অর্থ প্রদানের বিকল্পগুলো আধুনিকীকরণ হবে এবং একটি বিশেষায়িত কেন্দ্রের মাধ্যমে আবেদনকারীদের অভিজ্ঞতা আরও উন্নত হবে।

ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ভিসা প্রক্রিয়া করার কাজে ফরাসি সরকারের সঙ্গে কাজ করছে। বর্তমানে ২৯টি দেশে ফ্রান্সের জন্য ৭০টি ভিসা কেন্দ্র পরিচালনা করছে তারা।

ভিএফএস গ্লোবাল জানিয়েছে, তাদের ভূমিকা কেবল আবেদনপত্র সংগ্রহ, প্রয়োজনীয় নথিপত্র ও বায়োমেট্রিক তালিকাভুক্তির মতো প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

শেনজেন ব্যবস্থার আওতায় ভিসাসংক্রান্ত সিদ্ধান্ত, অনুমোদন ও প্রত্যাখ্যান করা ফরাসি দূতাবাসের এখতিয়ারভুক্ত।

নতুন এ আবেদন কেন্দ্রটি রবি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন https://visa.vfsglobal.com/bgd/en/fra এই ঠিকানায়।

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স