জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষাকেন্দ্রে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে নিচের ১২টি ভাষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। এটি ছয় মাস ও পাঁচ মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স। ভর্তির আবেদন ফরম বিতরণ চলছে, জমার শেষ তারিখ ১৭ জুলাই।

১২টি সার্টিফিকেট কোর্স—

১. কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ (লিসেনিং, স্পিকিং, রিডিং ও রাইটিং)—৬ মাস (৭০ ঘণ্টা ক্লাস)

২.

ইংলিশ ফর প্রফেশনাল পারপাস—৬ মাস (৭০ ঘণ্টা ক্লাস)

৩. সার্টিফিকেট কোর্স ইন জাপানিজ—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

৪. সার্টিফিকেট কোর্স ইন ফ্রেঞ্চ—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

৫. সার্টিফিকেট কোর্স ইন জার্মান—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

৬. সার্টিফিকেট কোর্স ইন চায়নিজ—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

৭. সার্টিফিকেট কোর্স ইন স্প্যানিশ—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

৮. সার্টিফিকেট কোর্স ইন কোরিয়ান—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

৯. সার্টিফিকেট কোর্স ইন সংস্কৃত—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

১০. সার্টিফিকেট কোর্স ইন অ্যারাবিক—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

১১. সার্টিফিকেট কোর্স ইন পারসিয়ান—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

১২. সার্টিফিকেট কোর্স ইন মালয়—৫ মাস (৬০ ঘণ্টা ক্লাস)

আরও পড়ুনপাস করা সব শিক্ষার্থী ভর্তি হলেও খালি থাকবে ১৩ লাখ আসন ৯ ঘণ্টা আগে

ভর্তির যোগ্যতা—

সব শিক্ষার্থীকে এইচএসসি পাস হতে হবে। প্রতিটি কোর্সে ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তির বিস্তারিত ফি—

অভ্যন্তরীণ শিক্ষার্থীদের জন্য এককালীন ফি ৩ হাজার ২০০ টাকা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অভ্যন্তরীণ শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবেন। বহিরাগত ছাত্রছাত্রীর জন্য এককালীন ফি ৫ হাজার ২০০ টাকা।

আরও পড়ুনআইডিবি দেবে ৭২০ ঘণ্টার প্রশিক্ষণ, মাসিক হাতখরচের অর্থও মিলবে০৯ জুলাই ২০২৫

ভর্তির প্রক্রিয়া—

আবেদনপত্র ছাত্র–শিক্ষক কেন্দ্র ভবনে অবস্থিত ভাষা শিক্ষাকেন্দ্রের অফিসে সকাল ১০টা থেকে বেলা ২.৩০ পর্যন্ত জমা দেওয়া যাবে। ভর্তির আবেদন ফরমের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, এসএসসি বা সমমানের সার্টিফিকেট বা প্রশংসাপত্র এবং এইচএসসি পাসের নম্বরপত্রের প্রত্যয়িত কপি জমা দিতে হবে।

ভর্তির বিস্তারিত তথ্য—

১. ভর্তির আবেদন জমার শেষ তারিখ: ১৭ জুলাই ২০২৫

২. ক্লাস শুরুর তারিখ: ভর্তি শেষ হলে জানানো হবে

৩. ক্লাসের নিয়ম: প্রতিটি কোর্সের ক্লাস সপ্তাহে দুই দিন। বেলা ৩টা থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট।

আরও পড়ুনবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রস্তাব, অনুদান তিন লাখ টাকা১ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স র ট ফ ক ট ক র স ইন ব শ বব দ য ভর ত র

এছাড়াও পড়ুন:

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার জগৎবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকার পচাভান্ডার (পচাকাটা) সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত সবুজ মিয়া (৩০) পচাভান্ডার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তাঁর লাশ বিএসএফের সদস্যরা নিয়ে গেছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান জানিয়েছে বিজিবি।

এ সম্পর্কে লালমনিরহাট ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুজাহিদ মাসুম বলেন, বিভিন্ন সূত্র থেকে তিনি জানতে পরেছেন, সবুজ মিয়ার লাশ ভারতের পশ্চিমবঙ্গের মাথাভাঙ্গা থানা থেকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে তিনটার দিকে পাটগ্রামের শমসেরনগর এলাকার পচাকাটা সীমান্তের ৮৬৪ ও ৮৬৫ নম্বর মূল সীমানা পিলারের মাঝামাঝি ভারতের ভেতরে বিএসএফের গুলিতে সবুজ মিয়া নিহত হন। তিনিসহ কয়েকজন গরু আনার জন্য ওই সীমান্তের কাছাকাছি শূন্যরেখায় প্রবেশ করেন। এ সময় ভারতের ১৫৬ চেনাকাটা ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া নিহত হন। অন্যরা সেখান থেকে পালিয়ে যান। পরে বিএসএফের সদস্যরা সবুজের লাশ নিয়ে যান।

সম্পর্কিত নিবন্ধ

  • ছবির গল্পে এআইইউবি, ফারইস্ট ও জাহাঙ্গীরনগরের জয়
  • শেষ বিকেলে নুর উদ্দিনের দারুণ গোলে শেষ আটে জাহাঙ্গীরনগর
  • প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা- বাংলাদেশ ও বিশ্বপরিচয় : পাটকে সোনালি আঁশ বলে
  • জাহাঙ্গীরনগরে প্রজাপতি মেলা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চার আবাসিক হলের নাম পরিবর্তন
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের শেষ ৫ ডিসেম্বর, আবেদন ১১ ধাপে
  • পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • সিজানের হ্যাটট্রিকে গ্রুপ ফাইনালে জাহাঙ্গীরনগর
  • শিল্পের দূষণে ডুবছে সাভার ও ধামরাইয়ের কৃষিজমি
  • দিনভর আনন্দ উৎসবে ‘সোনার মানুষ’ হওয়ার প্রত্যয়