গাজীপুর নগরে চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সন্ধ্যায় এই হামলার সময় গাড়িতে থাকা হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।

গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

শাহিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। আমরা কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

এদিকে এনসিপির আরেক মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’

নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরের এক পুলিশ কর্মকর্তা জানান, হাসনাত আব্দুল্লাহর বর্তমানে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় আইইউটির ভেতরে নিরাপদে আছেন। তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রামে ট্রাকচাপায় ওষুধ ব্যবসায়ী নিহত

কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের চাপায় আতিকুর রহমান (৪০) নামের এক ওষুধ ব্যবসয়ী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে উলিপুর পৌর শহরের কাজীর চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আতিকুর রহমান রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা এলাকার আব্দুল রহমান বাবলুর ছেলে। তিনি উলিপু‌রের বি‌ভিন্ন বাজা‌রে পাইকা‌রি ওষুধ সরবরাহ কর‌তেন।

আরো পড়ুন:

চাঁদপুরে পিকআপ চাপায় ২ বন্ধু নিহত

এবার নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, শিশু নিহত

বৃহস্পতিবার রাত ৮টার দি‌কে উলিপুর পৌরসভার বাকরেরহাট বাজার থেকে মোটরসাইকেলে করে ধনিরাম এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন আতিকুর রহমান। এ সময় চিলমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে সামনে থেকে ধাক্কা দিলে ট্রাকের নিচে পড়ে যান তি‌নি। গুরুতর আহত অবস্থায় তাকে উলিপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেওয়া হ‌লে চি‌কিৎসক রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার ক‌রেন। রাত সা‌ড়ে ১১টার দি‌কে মারা যান তি‌নি।

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব জানিয়েছেন, আতিকুর রহমান নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

ঢাকা/বাদশাহ্/রফিক

সম্পর্কিত নিবন্ধ