আজ ভারতের শেয়ারবাজারে সূচকের উত্থান–পতন
Published: 8th, May 2025 GMT
গতকাল বুধবার সূচক বৃদ্ধির পর আজ বৃহস্পতিবার সকালে ভারতের শেয়ার সূচক ওঠানামা করছে। এই প্রতিবেদন লেখার সময় অবশ্য ভারতের বাজারের প্রধান সূচক সেনসেক্সের কিছুটা পতন হয়েছে। আজ সকালে সূচকটির কিছুটা উত্থান হয়েছিল, এরপর আবার তা পড়ে যায়। এই সময় পর্যন্ত এ সূচকের মান কমেছে ৬ দশমিক ৯৭ পয়েন্ট। সামগ্রিকভাবে বিনিয়োগকারীরা সতর্ক।
ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, ভারতের বাজারে আরেক প্রধান সূচক নিফটির কিছুটা পতন হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিফটির পতন হয়েছে ১৮ পয়েন্ট। ২৪ হাজার ৩৯৬ পয়েন্টে নেমে এসেছে সূচকটি। অন্যদিকে সেনসেক্সের মান ছিল ৮০ হাজার ৭৩৯।
গতকাল সেনসেক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে ৮০ হাজার ৭৪৬ পয়েন্টে উঠেছে। নিফটি সূচক বেড়েছে ৩৪ দশমিক ৮০ পয়েন্ট। সেই সঙ্গে নিফটি মিডক্যাপ ১০০ ও নিফটি স্মলক্যাপ ১ দশমিক ৫০ শতাংশ করে বেড়েছে। এদিন প্রতিরক্ষা কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে। মঙ্গলবারও দুই দেশের মধ্যকার যুদ্ধের আবহে ভারতে শেয়ার সূচক পড়ে গিয়েছিল।
ধারণা করা হচ্ছিল, গতকাল ভারতের শেয়ারবাজারে বড় পতন হবে। কিন্তু ভারত-যুক্তরাজ্য মুক্তবাণিজ্য চুক্তির বিষয়ে ঐকমত্য, কয়েক দিন ধরে ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিসহ একাধিক কারণে গতকাল শেষমেশ ভারতের শেয়ার সূচকের উত্থান হয়।
আজ ভারতের শেয়ারবাজারে জেনসল ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ারের দাম কমেছে ৫ শতাংশ; টাটা কেমিক্যালসের বেড়েছে ২ শতাংশ ও ভোল্টাসের ৩ শতাংশ। ডাবরের দাম কমেছে ৪ শতাংশ।
এ ছাড়া আজ সকালে এশিয়ার বাজারে হ্যাং সেংয় সূচকের পতন হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ; জাপানের টোপিক্সের পতন হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ; ইউরোস্টক্স ফিউচার্সের উত্থান হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ ও এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্সের উত্থান হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ।
এদিকে মার্কিন-চীন বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে, এই খবরে আজ সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫১ সেন্ট বেড়ে ৬১ দশমিক ৬৩ ডলারে উঠেছে। ডব্লিউটিও ক্রুডের দাম বেড়েছে ৫৭ সেন্ট, উঠেছে ব্যারেলপ্রতি ৫৮ দশমিক ৬৪ ডলারে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ন য দশম ক ন হয় ছ গতক ল
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন।
বিস্তারিত আসছে...
ঢাকা/রায়হান/ইভা