সাভারে বাবাকে ছুরি মেরে হত্যা করে ৯৯৯–এ ফোন দিলেন মেয়ে : পুলিশ
Published: 8th, May 2025 GMT
ঢাকার সাভারে মেয়ের বিরুদ্ধে বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ভোরে ভাড়া বাসা থেকে ওই তরুণীকে (২৩) আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মেয়েটি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে বাবাকে হত্যার কথা জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণী বলেছেন, তিনি বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। সেই মামলা তুলে নিতে চাপ ও বাগ্বিতণ্ডায় ক্ষুব্ধ হয়ে বাবাকে হত্যা করেছেন।
এ সম্পর্কে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার ও তরুণীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
আটক তরুণীর বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স ৫৭ বছর। তরুণীর মা তাঁর তৃতীয় স্ত্রী ছিলেন। পাঁচ বছর বয়সে তরুণীর মা মারা যান। ২০১৯ সাল থেকে বাবা তাঁকে বিভিন্ন সময় ধর্ষণ করেন। ২০২৩ সালে তরুণী বাবার বিরুদ্ধে নাটোরে আদালতে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। এরপর বিভিন্ন সময়ে মেয়েকে মামলা তুলে নিতে চাপ দেন বাবা। একপর্যায়ে মেয়ের বিরুদ্ধে চুরির মামলাও করেন। পরে সাভারে ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন ওই বাবা। চলতি বছরের শুরুর দিকে ওই বাসায় আসেন মেয়েটি। এর পর থেকে মেয়েকে মামলা তুলে নিতে বিভিন্ন সময়ে চাপ দিতে থাকেন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। গতকাল বুধবার রাতে মেয়েটি খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাওয়ান। ভোররাত চারটার দিকে শরীরের বিভিন্ন স্থানে ছুরি মেরে বাবাকে হত্যা করেন তিনি।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির ফ্ল্যাটের তিনটি কক্ষের একটি সাবলেট দেওয়া। অন্য দুটি কক্ষে মেয়ে ও বাবা থাকেন। অনলাইনে কাপড় বিক্রি করতেন তিনি। হত্যার আগে সাবলেট দেওয়া কক্ষটির দরজার বাইরে থেকে তালা দিয়েছিলেন মেয়েটি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পিএসসি সংস্কারে সোমবারের মধ্যে রোডম্যাপ দাবি
পিএসসি সংস্কারের লক্ষ্যে আট দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিএসসি সংস্কার আন্দোলন। এ সময় আগামী সোমবারের (১২ মে) মধ্যে পিএসসি সংস্কার আন্দোলনের দাবিগুলোর ভিত্তিতে রোডম্যাপ চেয়েছেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি লাইব্রেরির সামনে থেকে কলা ভবন হয়ে টিএসসি ঘুরে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীরা ‘এই মুহূর্তে দরকার, পিএসসি সংস্কার’, ‘দালালি না সংস্কার, সংস্কার সংস্কার’, ‘তারুণ্যের অঙ্গিকার, পিএসসি সংস্কার’ ইত্যাদি স্লোগান দেন।
আরো পড়ুন:
পিএসসি সংস্কারসহ জবি শিক্ষার্থীদের ১০ দাবি
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
বিক্ষোভ সমাবেশ পিএসসি সংস্কার আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিন ইয়ামিন মোল্লা বলেন, “আমাদের আকাঙ্ক্ষা ছিল ২৪ এর গণঅভ্যুত্থানের পরে পিএসসি সংস্কার হয়ে যাবে। কিন্তু আজো আমরা সংস্কারের আলোর মুখ দেখতে পাইনি। আজ আমাদের পিএসসি সংস্কারের জন্য রাজপথ নেমে আসতে হচ্ছে।”
তিনি বলেন, “গত ১৭ এপ্রিল পিএসসির চেয়ারম্যানসহ সরকারের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে অনশনরত ও আন্দোলনকারী পরীক্ষার্থীদের প্রধান দাবি ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছিল। আমাদের আশ্বস্ত করা হয়েছিল, ছাত্রদের সঙ্গে কথা বলে একটি সংস্কার কমিশন গঠন করা হবে, যেখানে আট দফা দাবিগুলো সমাধান করা হবে। এর জন্য বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। আশ্বাস দেওয়ার আটদিন পেরিয়ে গেলেও প্রশ্ন ফাঁসে জড়িতদের বিচার নিশ্চিত করা হয়নি। এমনকি বিগত সিন্ডিকেটের উৎখাতও সম্ভব করা যায়নি।”
তিনি আরও বলেন, “আমরা প্রাক যাচাই প্রক্রিয়ার সমাধান চাই। প্রাক যাচাইয়ের মাধ্যমে হয়রানিমূলক প্রক্রিয়ার সমাধান চাই। আমাদের অতিদ্রুত ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ প্রদান করতে হবে।”
ঢাকা/সৌরভ/মেহেদী