জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু ও বিশ্ববিদ্যালয় আইন সংস্কার করে জকসু নির্বাচন দেওয়ার দাবিতে গণভোট কর্মসূচি শুরু করেছে শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

গণভোটে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছে দুইটি প্রশ্ন রাখা হয়েছে। প্রথমত, তারা কি শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চান? দ্বিতীয়ত, তারা কি বিশ্ববিদ্যালয় আইন সংস্কার করে জকসু নির্বাচন চান?

আরো পড়ুন:

সেমিনারে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণের সুযোগ পেলেন জবি শিক্ষার্থী

‘শিশুদের সঠিক শিক্ষা দিলে দেশ ভবিষ্যতে ভালোর দিকে আগাবে’

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, “সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে আয়োজিত গণভোটে অংশগ্রহণ করেছি। শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা এখন সময়ের দাবি। অনেকেই মেস বা বাসাভাড়া দিতে হিমশিম খায়। পাশাপাশি, জকসু নির্বাচন না থাকায় শিক্ষার্থীদের মতামত নীতিনির্ধারণে প্রতিফলিত হচ্ছে না। তাই এই দুই দাবি বাস্তবায়ন জরুরি।”

জবি শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, “আসন্ন বাজেটে আবাসন ভাতা বরাদ্দ ও বিশ্ববিদ্যালয় আইন সংস্কার করে জকসু নির্বাচনের দাবিতে আমরা এই সাত দিনব্যাপী গণভোট কর্মসূচি শুরু করেছি। শিক্ষার্থীদের সাড়া ইতিবাচক, তাদের মতামত ক্লাস ক্যাম্পেইনের মাধ্যমে সংগ্রহ করে প্রশাসনের সামনে তুলে ধরা হবে। এটি চলমান আন্দোলনেরই একটি অংশ।”

শাখা ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসিভ বলেন, “দাবিগুলো জনপ্রিয় করে তোলা ও ভবিষ্যৎ আন্দোলনের জনমত গঠনই এই গণভোটের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে এক সপ্তাহ ধরে। আগামী ১৮ মে আলোচনা সভায় ফলাফল ঘোষণা করা হবে।”

ঢাকা/লিমন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত র ফ রন ট র গণভ ট

এছাড়াও পড়ুন:

নেত্রকোণায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

নেত্রকোণার আটপাড়ায় সোহাগ চৌধুরী (৪৫) নামে এক চালককে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সুখাইর ইউনিয়নের বাউসা হাওরে হত্যাকাণ্ডটি ঘটে। সোহাগ মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। 

বুধবার (১৯ নভেম্বর) আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

পিঁড়ির আঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

‘আউট’ লিখে ভিডিও দেওয়া ছাত্রদল কর্মীকে আসামি করে মামলা 

নিহত সোহাগ জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর গ্রামের মৃত মতিউর রহমান চৌধুরীর ছেলে। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে স্ত্রী-সন্তানসহ ছয় সদস্যের সংসার চালাতেন সোহাগ। মঙ্গলবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। রাতে মদন থেকে যাত্রী নিয়ে মোহনগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি। আটপাড়া উপজেলার বাউসা হাওরে তাকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

আটপাড়া থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, “লাশ উদ্ধার করে আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে।”

 

ঢাকা/ইবাদ/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ