রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’-এর গ্র্যান্ড ফিনালে আজ। সেরা ছয় পারফর্মার নিয়ে গ্র্যান্ড ফিনালের এই আয়োজন দীপ্ত টিভি প্রচার করবে আজ রাত ১০টায়। এ ছাড়া দর্শক পুরো অনুষ্ঠানটি দেখতে পাবেন দীপ্ত প্লে ও দীপ্ত ডিজিটালের অন্যান্য মাধ্যমে। চূড়ান্ত পর্বের জমকালো এ আয়োজনে থাকছে সেরা ছয় প্রতিযোগীর নাচ, কমেডি স্কিট এবং সন্ধির সংগীতায়োজনে মেসাপ গানের পরিবেশনা। সেখানে পারফর্ম করবেন কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক সন্ধি, সভ্যতা ও কর্নিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন এই রিয়েলিটি শোর সম্মানিত জুরি নন্দিত অভিনেতা তারিক আনাম খান, নির্মাতা শিহাব শাহীন এবং মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তারা বিজয়ীদের নাম ঘোষণার পাশাপাশি তাদের হাতে তুলে দেবেন আকর্ষণীয় সব পুরস্কার। 
সুপারস্টার হওয়ার পথে সেরা প্রতিযোগীদের সুযোগ
দীপ্ত স্টার হান্টের বিজয়ীরা পাবেন বড় পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ। কাজী মিডিয়া লিমিটেড বিজয়ীদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে, যেখানে তারা নিয়মিতভাবে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজের সুযোগ পাবেন।
দীপ্ত স্টার হান্টের গ্র্যান্ড ফিনালের আয়োজনের সঞ্চালনা করছেন রাফসান সাবাব এবং ইসমাত জেরিন চৈতি। নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন সাইফুর রহমান সুজন। পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত

ভারত-পাকিস্তান বিরোধের জেরে এবার স্থগিতই হয়ে গেল পিএসএল। এর আগে গতকাল পিএসএলের একটি ম্যাচ স্থগিত করার পর টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের বাকি থাকা ৮ ম্যাচ আর হচ্ছেই না। নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয়, পিএসএল স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। এর আগে পাকিস্তান-ভারত রাজনৈতিক উত্তেজনার জেরে এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয় ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল।

পিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতির অবনতি ঘটেছে। ভারতে থেকে ছোড়া ৭৮টি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে এবং ভূমি থেকে ভূমিতে আঘাত হানার ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে।’

পিসিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের এই বেপরোয়া আগ্রাসন এমন একপর্যায়ে পৌঁছেছে, যেখানে পুরো জাতির দৃষ্টি ও আবেগ এখন দেশের সাহসী সশস্ত্র বাহিনীর দিকে, যারা নির্ভীকভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় লড়ছেন। পিসিবি এবং খেলোয়াড়রা শহীদ পরিবারের সদস্যদের এবং জাতির সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে।’

বিবৃতিতে পিএসএলের সঙ্গে জড়িত সকল পার্টনার, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়, ব্রডকাস্টার, স্পন্সর এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়েছে পিসিবি। খুব দ্রুতই খেলাধুলা আবার মানুষের মুখে হাসি ফোটাবে এমন আশ্বাসও দেয়া হয়েছে। বিদেশি খেলোয়াড়দের তাদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেয়ার ব্যাপারেও সংকল্পের কথা জানিয়েছে পিসিবি।
 
পিএসএলে বাংলাদেশ থেকে খেলতে গিয়েছিলেন নাহিদ রানা এবং রিশাদ হোসেন। এছাড়া নাহিদ-রিশাদদের খেলা কভার করতে সেখানে ছিলেন ২ জন বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকও। তাদের সবাইকে একসঙ্গে দেশে ফিরিয়ে আনা হচ্ছে আজ। পাকিস্তান থেকে দুবাই হয়ে দেশে ফিরছেন তারা।

সম্পর্কিত নিবন্ধ