দীর্ঘ এক যুগ পর দেশের নিট গার্মেন্টস মালিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫–২৭ সাল পর্যন্ত আগামী দুই বছর মেয়াদে পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার সকাল ৯টায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
রাজধানী ঢাকার বাংলামোটর ও নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএর নিজস্ব ভবনের দুটি কেন্দ্রে এই নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এর আগে ২০১২ সালে সংগঠনটির পরিচালনা পর্ষদ নির্বাচনে এমন আনুষ্ঠানিকভাবে ভোটের আয়োজন হয়।
বিকেএমইএর এবারের নির্বাচনে ৫৭২ ভোটারের মধ্যে নারায়ণগঞ্জে ২৭২ জন, ঢাকায় ২২৪ ও চট্টগ্রামে ৭৬ জন রয়েছেন। ভোটাররা তাঁদের সুবিধামতো ঢাকা ও নারায়ণগঞ্জে যেকোনো কেন্দ্রে ভোট প্রদান করতে পারবেন।
এবারের নির্বাচনে ৩৫টি পরিচালক পদে ৩৮ প্রার্থী হলেও তাঁদের মধ্যে ৩৫ জন একই প্যানেলে রয়েছেন। প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন বিকেএমইএর বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম। তাঁর নেতৃত্বে গত দুই দিন আগে আনুষ্ঠানিকভাবে ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স। এই প্যানেলের বাইরে স্বতন্ত্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। তাঁরা হলেন বিজিএমইএর সাবেক পরিচালক ও ইয়াং ফোর এভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব চৌধুরী, জাহিন নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.
প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেল লিডার মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, নির্বাচনে বিজয়ী হলে নতুন পরিচালনা পর্ষদ দেশের নিট রপ্তানি খাতের প্রতিবন্ধকতা দূর করতে যা যা করণীয়, তা–ই করবে। বিগত দিনে তাঁর কর্মকাণ্ডের প্রতি সম্মান দেখিয়ে ব্যবসায়ীরা এবার প্যানেলের বিরুদ্ধে কেউ প্যানেল দেননি। এ কারণে ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। নিট ব্যবসায়ীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে বলে জানান তিনি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কাশিমপুর মহিলা কারাগারে আইভী
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে।
শুক্রবার (৯ মে) দুপুর ২টার দিকে তাকে কারাগারে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।
আরো পড়ুন: আইভী কারাগারে
আরো পড়ুন:
আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে ১০ দিনের আল্টিমেটাম
৯ মাস পর আবু সাঈদ হত্যা মামলা করল বেরোবি প্রশাসন
জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বলেন, “আজ দুপুর ২টার দিকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এর বাইরে আপাতত কিছু বলতে পারছি না। শুধু আমাদের কারাগারে আনা হয়েছে এটুকুই বলতে পারছি। আমাদের কিছু প্রসেসিং আছে, সেই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”
আজ শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে পোশাক শ্রমিক মিনারুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সকাল ১০টার দিকে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক।
ঢাকা/রেজাউল/মাসুদ