দীর্ঘ এক যুগ পর দেশের নিট গার্মেন্টস মালিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫–২৭ সাল পর্যন্ত আগামী দুই বছর মেয়াদে পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার সকাল ৯টায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

রাজধানী ঢাকার বাংলামোটর ও নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএর নিজস্ব ভবনের দুটি কেন্দ্রে এই নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এর আগে ২০১২ সালে সংগঠনটির পরিচালনা পর্ষদ নির্বাচনে এমন আনুষ্ঠানিকভাবে ভোটের আয়োজন হয়।

বিকেএমইএর এবারের নির্বাচনে ৫৭২ ভোটারের মধ্যে নারায়ণগঞ্জে ২৭২ জন, ঢাকায় ২২৪ ও চট্টগ্রামে ৭৬ জন রয়েছেন। ভোটাররা তাঁদের সুবিধামতো ঢাকা ও নারায়ণগঞ্জে যেকোনো কেন্দ্রে ভোট প্রদান করতে পারবেন।

এবারের নির্বাচনে ৩৫টি পরিচালক পদে ৩৮ প্রার্থী হলেও তাঁদের মধ্যে ৩৫ জন একই প্যানেলে রয়েছেন। প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছেন বিকেএমইএর বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম। তাঁর নেতৃত্বে গত দুই দিন আগে আনুষ্ঠানিকভাবে ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স। এই প্যানেলের বাইরে স্বতন্ত্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। তাঁরা হলেন বিজিএমইএর সাবেক পরিচালক ও ইয়াং ফোর এভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব চৌধুরী, জাহিন নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.

জামাল উদ্দিন মিয়া এবং জেএস স্টাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। ভোটে নির্বাচিত ৩৫ জনের মধ্য থেকে পরবর্তী সময়ে বিকেএমইএর সভাপতি, নির্বাহী সভাপতি, সাতজন সহসভাপতিসহ ৯ জন পরিচালক নির্বাচিত হবেন।

প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেল লিডার মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, নির্বাচনে বিজয়ী হলে নতুন পরিচালনা পর্ষদ দেশের নিট রপ্তানি খাতের প্রতিবন্ধকতা দূর করতে যা যা করণীয়, তা–ই করবে। বিগত দিনে তাঁর কর্মকাণ্ডের প্রতি সম্মান দেখিয়ে ব্যবসায়ীরা এবার প্যানেলের বিরুদ্ধে কেউ প্যানেল দেননি। এ কারণে ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। নিট ব্যবসায়ীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে বলে জানান তিনি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ক এমইএর ব যবস

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার  

আড়াইহাজারে মো. কবির হোসেন (৪৯) নামে আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. কবির হোসেন আড়াইহাজার উপজেলার লক্ষীপুরা গ্রামের মৃত আ. করিম ও সাহিদা বেগমের ছেলে। 

বৃহস্পতিবার ভোর রাত আড়াইটার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার কবির হোসেনের বিরুদ্ধে নরসিংদী, ফরিদপুর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁও থানায় ডাকাতি ও অন্যান্য অপরাধ সংক্রান্ত মোট ১৩টি মামলা বিচারাধীন রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • দেশে অনেক ছোট ছোট শামীম ওসমানের জন্ম হচ্ছে: আনু মুহাম্মদ
  • সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা
  • সাংবাদিক তুহিনকে হত্যা : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা
  • রূপগঞ্জে যে কারণে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ
  • সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
  • গাজীপুরে সাংবাদিক হত্যায় যুব ফেডারেশনের তীব্র নিন্দা ও বিচার দাবি
  • “গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকান্ডে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ”
  • নারায়ণগঞ্জ সংবাদপত্র বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
  • শহীদ শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি
  • আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার