রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ ৪০.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, চরম দুর্ভোগ
Published: 11th, May 2025 GMT
রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। আজ রোববার বিকেল ৩টায় রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ। এর আগে শুক্রবার ৪০ ডিগ্রি এবং শনিবার সর্বোচ্চ ৪০.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
নগরীর বাসিন্দারা জানান, তীব্র তাপদাহে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে চরম দুর্ভাগ। বাইরে বের হলেই আগুনের মতো তাপ লাগছে চোখে মুখে। এতে চোখমুখ পুড়ে যাওয়ার অনুভূতি হচ্ছে। গরমে ট্যাপের পানিও উত্তপ্ত হয়ে উঠছে। একটু স্বস্তির জন্য মানুষ ও পশু-পাখি গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছে।
আবহাওয়া অফিস বলছে, ৪০ ডিগ্রি তাপমাত্রা উঠলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। ৪২ ডিগ্রিদে উঠলে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
নগরীর বাসিন্দারা আরও জানান, তীব্র তাপদাহের কারণে চরম কষ্ট হচ্ছে। খেটে খাওয়া মানুষ গরমে পরিশ্রম করতে পারছেন না। বাইরে বের হয়েই ক্লান্ত হয়ে পড়ছেন। প্রচণ্ড গরমের কারণে শহরের রাস্তাঘাট দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে। রাস্তাঘাট ফাঁকা থাকায় রিকশা চালকরা যাত্রী পাচ্ছেন না।
রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী তারেক আজিজ সমকালকে বলেন, ‘তাপমাত্রা সবজায়গাতেই বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়বে। বৃষ্টি হলেই কেবল তাপমাত্রা কমবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ত ব র গরম
এছাড়াও পড়ুন:
যুদ্ধ নয়, অজ্ঞতাই নতুন প্রজন্মকে শেষ করবে: কঙ্গনা
কাউকে কিছু বলার হলে দু’বার ভাবেন না। বরাবরই ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রনৌত। নিজের মতামত স্পষ্টভাবে জানান। সোশাল মিডিয়ায় এবার আগামী প্রজন্মের ‘দুরবস্থা’ নিয়ে মুখ খুললেন বলিউড কুইন।
সম্প্রতি কঙ্গনা সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও রি-পোস্ট করেন। তাতে দেখা গেছে বেশ কয়েকজন কিশোরীর মাঝে দাঁড়িয়ে সঞ্চালিকা প্রশ্ন করছেন। তিনি জিজ্ঞাসা করেন, আমাদের দেশের রাষ্ট্রপতির নাম কী? একজন উত্তরে বলছে, ‘আমি ভুল গিয়েছি।’
আবার আরেকজনের অবস্থা আরও ভয়ংকর। সে বলছে, ‘এখন বোধহয় কোনও পুরুষ রাষ্ট্রপতি রয়েছেন।’ এরপর সঞ্চালিকা আর বেশি কিছু বলেননি। ভিডিওটি দেখে রেগে আগুন কঙ্গনা।
সোশাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘যুদ্ধ নয়, অজ্ঞতাই আমাদের পরবর্তী প্রজন্মকে শেষ করবে।’
বলে রাখা ভালো, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের হামলায় প্রাণ হারান ২৬ জন। এই ঘটনার পালটা অপারেশন সিঁদুর ভারতের। প্রত্যাঘাতে পাকিস্তানেরও ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার সংবাদ সম্মেলন করে ক্ষয়ক্ষতির খতিয়ান দিয়েছে ভারতীয় সেনা। যদিও বর্তমানে অস্ত্রবিরতি চলছে।