রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। আজ রোববার বিকেল ৩টায় রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ। এর আগে শুক্রবার ৪০ ডিগ্রি এবং শনিবার সর্বোচ্চ ৪০.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

নগরীর বাসিন্দারা জানান, তীব্র তাপদাহে মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে চরম দুর্ভাগ। বাইরে বের হলেই আগুনের মতো তাপ লাগছে চোখে মুখে। এতে চোখমুখ পুড়ে যাওয়ার অনুভূতি হচ্ছে। গরমে ট্যাপের পানিও উত্তপ্ত হয়ে উঠছে। একটু স্বস্তির জন্য মানুষ ও পশু-পাখি গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, ৪০ ডিগ্রি তাপমাত্রা উঠলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। ৪২ ডিগ্রিদে উঠলে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

নগরীর বাসিন্দারা আরও জানান, তীব্র তাপদাহের কারণে চরম কষ্ট হচ্ছে। খেটে খাওয়া মানুষ গরমে পরিশ্রম করতে পারছেন না। বাইরে বের হয়েই ক্লান্ত হয়ে পড়ছেন। প্রচণ্ড গরমের কারণে শহরের রাস্তাঘাট দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে।  রাস্তাঘাট ফাঁকা থাকায় রিকশা চালকরা যাত্রী পাচ্ছেন না।

রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী তারেক আজিজ সমকালকে বলেন, ‘তাপমাত্রা সবজায়গাতেই বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়বে। বৃষ্টি হলেই কেবল তাপমাত্রা কমবে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত ব র গরম

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ