পাসওয়ার্ডবিহীন লগইন প্রযুক্তি ‘পাসকি’ ব্যবহার সহজ করতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। ‘অটোমেটিক্যালি ক্রিয়েট আ পাসকি টু সাইন ইন ফাস্টার’ নামের নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে লগইনের সময় পাসওয়ার্ড ছাড়াই সরাসরি পাসকির মাধ্যমে প্রবেশ করতে পারবেন। গুগল প্লে সার্ভিসের সর্বশেষ বেটা সংস্করণে (সংস্করণ ২৫.

১৯.৩১) নতুন এই সুবিধা শনাক্ত করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি।

অ্যান্ড্রয়েড অথরিটির তথ্যমতে, গুগলের নতুন এই সুবিধা চালু হলে ওয়েবসাইটে লগইনের সময় গুগল পাসওয়ার্ড ম্যানেজার নিজে থেকেই ব্যবহারকারীর অনুমতি নিয়ে পাসওয়ার্ডকে পাসকিতে রূপান্তর করে দেবে। যেসব ওয়েবসাইট ও অ্যাপ পাসকি সমর্থিত, কেবল সেগুলোতেই সুবিধাটি কাজ করবে। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছে গুগল।

আরও পড়ুনগুগল অ্যাকাউন্টের জন্য পাসকি তৈরি করবেন যেভাবে০৪ ফেব্রুয়ারি ২০২৪

একবার পাসওয়ার্ড থেকে পাসকিতে রূপান্তর হয়ে গেলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের আঙুলের ছাপ ও চেহারার মাধ্যমে বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করতে পারবেন। এর ফলে পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা যেমন কমবে, তেমনি অ্যাকাউন্টের নিরাপত্তাও বাড়বে। তবে যাঁরা এখনো প্রচলিত পাসওয়ার্ড ব্যবস্থায় স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাঁরা সুবিধাটি বন্ধ রাখতে পারবেন।

পাসকি ব্যবস্থাকে ব্যবহারবান্ধব করতে নতুন আরেকটি সুবিধা আনতে কাজ করছে গুগল। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে নিজের পাসকি অন্য কোনো অ্যাকাউন্টে এক্সপোর্ট বা ইমপোর্ট করতে পারবেন। এতে এক অ্যাকাউন্ট থেকে আরেকটিতে স্থানান্তর কিংবা পাসওয়ার্ড ম্যানেজার পরিবর্তন আরও সহজ হবে।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য ক উন ট ব যবহ র প রব ন প সওয

এছাড়াও পড়ুন:

পাসওয়ার্ড থেকে পাসকিতে স্বয়ংক্রিয় রূপান্তর–সুবিধা চালু করছে গুগল

পাসওয়ার্ডবিহীন লগইন প্রযুক্তি ‘পাসকি’ ব্যবহার সহজ করতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। ‘অটোমেটিক্যালি ক্রিয়েট আ পাসকি টু সাইন ইন ফাস্টার’ নামের নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে লগইনের সময় পাসওয়ার্ড ছাড়াই সরাসরি পাসকির মাধ্যমে প্রবেশ করতে পারবেন। গুগল প্লে সার্ভিসের সর্বশেষ বেটা সংস্করণে (সংস্করণ ২৫.১৯.৩১) নতুন এই সুবিধা শনাক্ত করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি।

অ্যান্ড্রয়েড অথরিটির তথ্যমতে, গুগলের নতুন এই সুবিধা চালু হলে ওয়েবসাইটে লগইনের সময় গুগল পাসওয়ার্ড ম্যানেজার নিজে থেকেই ব্যবহারকারীর অনুমতি নিয়ে পাসওয়ার্ডকে পাসকিতে রূপান্তর করে দেবে। যেসব ওয়েবসাইট ও অ্যাপ পাসকি সমর্থিত, কেবল সেগুলোতেই সুবিধাটি কাজ করবে। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছে গুগল।

আরও পড়ুনগুগল অ্যাকাউন্টের জন্য পাসকি তৈরি করবেন যেভাবে০৪ ফেব্রুয়ারি ২০২৪

একবার পাসওয়ার্ড থেকে পাসকিতে রূপান্তর হয়ে গেলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের আঙুলের ছাপ ও চেহারার মাধ্যমে বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করতে পারবেন। এর ফলে পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা যেমন কমবে, তেমনি অ্যাকাউন্টের নিরাপত্তাও বাড়বে। তবে যাঁরা এখনো প্রচলিত পাসওয়ার্ড ব্যবস্থায় স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাঁরা সুবিধাটি বন্ধ রাখতে পারবেন।

পাসকি ব্যবস্থাকে ব্যবহারবান্ধব করতে নতুন আরেকটি সুবিধা আনতে কাজ করছে গুগল। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে নিজের পাসকি অন্য কোনো অ্যাকাউন্টে এক্সপোর্ট বা ইমপোর্ট করতে পারবেন। এতে এক অ্যাকাউন্ট থেকে আরেকটিতে স্থানান্তর কিংবা পাসওয়ার্ড ম্যানেজার পরিবর্তন আরও সহজ হবে।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

সম্পর্কিত নিবন্ধ