নাটকের শুটিং করতে গিয়ে চট্টগ্রামে আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। আজ রোববার সন্ধ্যায় শুটিং সেটে থাকা একটি লাইটস্ট্যান্ড মাথায় পড়ে আহত হোন এ অভিনেত্রী। এরপরই নেওয়া হয় হাসপাতালে। নির্মাতা হাসিব হোসেন জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা শেষে এখন শঙ্কামুক্ত আছেন অভিনেত্রী।

হাসিব হোসেন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে ঈদের “মন মঞ্জিলে” নাটকের শুটিং করছিলাম। আজ সন্ধ্যায় চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশের একটি বাংলোতে দৃশ্যধারণের সময় হঠাৎ করেই সেটে থাকা একটি ভারী লাইটস্ট্যান্ড নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে তটিনীর মাথায়। তিনি আহত হন।

শুটিং সেটে তৌসিফ মাহবুবের সেলফিতে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ