কোহলি টেস্টে কী করে গেলেন, কী রেখে গেলেন
Published: 12th, May 2025 GMT
টেস্ট থেকে অবসরের ঘোষণায় বিরাট কোহলি লিখেছেন, ‘ফিরে তাকালে সব সময়ই একটা হাসি ফুটে উঠবে মুখে।’ ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে হাসি ফুটে ওঠার মতো কী করেছেন বা দর্শকদের কী দিয়ে গেলেন, সেটিই দেখার চেষ্টা সংখ্যায় সংখ্যায়।১
টেস্টে মোট ৭টি ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি। যা ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। ডাবল সেঞ্চুরিতে কোহলি শীর্ষে বিশ্ব ক্রিকেটেও—তাঁর অভিষেকের পর আর কোনো ব্যাটসম্যান এত বেশি ২০০+ ইনিংস খেলতে পারেননি।
৪ভারতের ব্যাটসম্যানদের মধ্যে কোহলি চতুর্থ সর্বোচ্চ রানের (৯২৩০) মালিক। সেঞ্চুরি করেছেন ৩০টি, এটিও ভারতীয়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।
১০০০টানা দুটি পঞ্জিকাবর্ষে ৭৫ বা এর বেশি গড়ে ১০০০ রান করেছেন কোহলি। টেস্ট ইতিহাসে এমন কীর্তি আর কারও নেই।
২ভারতকে যে ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়েছেন, তাতে সেঞ্চুরি করেছেন ২০টি। অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে শুধু দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের, যদিও নেতৃত্বও দিয়েছেন প্রায় দ্বিগুণ ম্যাচ—১০৮ টেস্টে।
অধিনায়ক থাকা ম্যাচে কোহলির রান ৫৮৬৪। যা দলের রানের ১৬.৪৫ শতাংশ। যে ১৮ অধিনায়ক ৫০ বা এর বেশি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে কোহলির সামনে শুধু ইংল্যান্ডের জো রুট (১৬.৬৭%)।৪০
কোহলির অধিনায়কত্বে ৬৮ টেস্টের ৪০টিতেই জিতেছে ভারত। যা ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ (ধোনি ৬০-এ ২৭)। এমনকি ২০১০ সালের পর থেকে অন্তত ৫০ টেস্টে নেতৃত্ব দেওয়া আর কোনো দেশের অধিনায়কই এত বেশি টেস্ট জিততে পারেননি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা
ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।
২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।
দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।
বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান