লড়াইটা ছিল সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নয়: দাবি ভারতের
Published: 12th, May 2025 GMT
ভারতের সেনাবাহিনী দাবি করেছে, ৭ মে শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর’–এর লক্ষ্য ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের অভ্যন্তরে ঘাঁটি গেড়ে বসে থাকা ‘সন্ত্রাসীরা’। পাকিস্তানের সেনাবাহিনী ভারতের লক্ষ্য ছিল না। কিন্তু দেখা গেল, ‘সন্ত্রাসীদের’ হয়ে পাকিস্তানি বাহিনী দাঁড়িয়ে গেল। তাদের হয়ে লড়াই শুরু করল। ভারতীয় সেনাবাহিনী তখন তার জবাব দিয়েছে।
ভারতের এয়ার অপারেশনসের মহাপরিচালক (ডিজি) এয়ার মার্শাল এ কে ভারতী আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। তিনি অভিযোগ তুলে বলেন, ভারতীয় বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে নিপুণভাবে শুধু ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে আক্রমণ চালায়। কিন্তু তাদের সমর্থনে পাকিস্তানি বাহিনী এগিয়ে আসায় তারাও আক্রমণের লক্ষ্য হয়ে দাঁড়ায়। তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনীর যা কিছু ক্ষতি হয়েছে, তার জন্য তারাই দায়ী।
এয়ার মার্শাল ভারতী দাবি করেন, পাকিস্তানি আক্রমণে ভারতের কোনো সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়নি। এই না হওয়ার মূল কৃতিত্ব ভারতের বহুস্তরীয় কার্যকর এয়ার ডিফেন্স ব্যবস্থা। পাকিস্তান যেসব ড্রোন মারফত আক্রমণ চালাতে চেয়েছে, ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এই বহুস্তরীয় ব্যবস্থায় কোথাও না কোথাও তা প্রতিহত করা হয়েছে।
ভারতের নিজস্ব তৈরি ‘আকাশ’ এয়ার ডিফেন্স ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে ভারতী দাবি করেন, এই ব্যবস্থা যে কতটা কার্যকর, এই সংঘাত তার প্রমাণ রেখেছে। ভারতের সব সামরিক ঘাঁটি, সব প্রতিরক্ষাব্যবস্থা অটুট রয়েছে। ভবিষ্যতে যেকোনো আক্রমণের মোকাবিলায় প্রস্তুত।
সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের মহাপরিচালক (ডিজি) লে.
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, একটি পাকিস্তানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তা দেখে মনে করা হয়, সেটি চীনের তৈরি পি এল–১৫। ভারতীয় লক্ষ্যবস্তুতে আক্রমণের সময় পাকিস্তানি বাহিনী সেটি ব্যবহার করেছিল।
আজ সোমবারের ব্রিফিংয়ে আরও দাবি করা হয়, এই সংঘাতে পাকিস্তানের এক মিরাজ ফাইটার জেটও ধ্বংস হয়েছে। এক ভিডিওতে সেই ধ্বংসাবশেষের ছবি দেখানো হয়। বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত রানওয়ের ছবি দেখিয়ে বলা হয়, ভারতীয় নিশানা কত অব্যর্থ ছিল।
জঙ্গিবাদের চরিত্র বদলের কথা জানিয়ে লে. জেনারেল রাজীব ঘাই সংবাদ সম্মেলনে বলেন, কয়েক বছর ধরে এই বদলটা হয়েছে। আগে সাধারণ মানুষের ওপর তারা হামলা করত না। এখন করছে।
ভারতীয় প্রতিরক্ষাব্যবস্থা কতটা নিশ্ছিদ্র, তা বোঝাতে গিয়ে রাজীব ঘাই টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর গ্রহণের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ‘সত্তরের দশকে যখন স্কুলে পড়তাম, তখন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডকে ধরাশায়ী করেছিলেন দুই অস্ট্রেলীয় ফাস্ট বোলার জেফ থমসন ও ডেনিস লিলি। সেই সময় অস্ট্রেলিয়ায় একটা কথা খুব চালু হয়েছিল। তারা বলত, অ্যাসেজের পর অ্যাসেজে থমসন যদি ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ ধসাতে না পারে, তাহলে লিলি ঠিক পারবে। অর্থাৎ কেউ না কেউ ঠিক দাঁড়িয়ে যাবে। ভারতের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তেমনই। এবার ‘অপারেশন সিঁদুর’ সেটাই দেখিয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ