টানা ছয় দিন ঢাকাসহ বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের পর সোমবার সকাল থেকে স্বস্তির বৃষ্টির দেখা পেতে শুরু করেছেন দেশবাসী। এতে এক দিনের ব্যবধানে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। ফলে মুক্তি মিলেছে তীব্র তাপদাহ থেকে। ঠান্ডা বাতাস বইতে থাকায় কিছুটা স্বস্তি এসেছে জনজীবনে।

এদিকে তাপপ্রবাহ থেকে মুক্তি মিললেও ঢাকাসহ ২১ জেলায় বজ্রপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকা, ভ্রমণ এড়িয়ে চলা ও গাছের নিচে আশ্রয় না নেওয়াসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে যেসব এলাকায় হঠাৎ তাপমাত্রা কমে গেছে, সেখানকার মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রহমান জানান, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গতকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় তাপমাত্রা নামতে শুরু করেছে। আজ মঙ্গলবারও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। 

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, খুলনা বিভাগ বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্র ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। রাজশাহীতে এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে কমেছে ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ২১ জেলায় বজ্রপাতের আভাস রয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার বেশি বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। জেলাগুলো হলো– রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি ও বান্দরবান।

বজ্রপাতে তিনজনের মৃত্যু
বরগুনার আমতলীতে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কহিনুর নামে এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচারা গ্রামে এ ঘটনা ঘটে। এদিন দক্ষিণ গুলিশাখালী গ্রামে বজ্রপাতে শামীম চৌকিদার নামে একজন আহত হয়েছেন। সকালে চট্টগ্রামের বাঁশখালীতে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ নামে এক কৃষক মারা গেছেন। এ ছাড়া গতকাল হবিগঞ্জের লাখাই উপজেলার সুজনপুর গ্রামে বজ্রপাতে আজগর আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স লস য় স

এছাড়াও পড়ুন:

ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে সাইফপুত্র ইব্রাহিমকে প্রিয়াঙ্কার পরামর্শ

সম্প্রতি বলিউডে নতুন মুখ হিসেবে আত্মপ্রকাশ করেছেন সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের পুত্র ইব্রাহিম আলি খান। তারকা-সন্তানদের অভিষেক সবসময়ই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে, আর ইব্রাহিমও তার ব্যতিক্রম নন। ‘নাদানিয়ান’ নামে তাঁর প্রথম ছবি মুক্তির পর থেকে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইব্রাহিমকে অভিনয়জগৎ নিয়ে সোজাসাপ্টা পরামর্শ দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

ইব্রাহিমকে উদ্দেশ করে প্রিয়াঙ্কা বলেন, ‘নিজেকে কঠিন করতে শেখো।’ তাঁর মতে, বলিউডের মতো প্রতিযোগিতামূলক এবং সমালোচনায় ভরা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে শুধু প্রতিভা বা অভিনয় দক্ষতাই নয়, দরকার মানসিক দৃঢ়তা এবং সমালোচনা সহ্য করার ক্ষমতাও।

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘নতুনদের জন্য এটি সবচেয়ে কঠিন সময়। কারণ, প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলনা, ট্রল আর নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়। যদি কেউ নিজের কাজে দৃঢ় থাকে এবং আত্মবিশ্বাস না হারায়, তাহলে একসময় নিজস্ব পরিচয় তৈরি করা সম্ভব।’

ইব্রাহিমের অভিষেক চলচ্চিত্র নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, প্রিয়াঙ্কার মতো একজন অভিজ্ঞ অভিনেত্রীর পরামর্শ তরুণ প্রজন্মের জন্য হতে পারে দিকনির্দেশনা এবং অনুপ্রেরণার উৎস।

বলিউডে নিজের নতুন যাত্রাপথে ইব্রাহিমের জন্য এটি যেন বাস্তবতার এক প্রথম পাঠ– যেখানে প্রশংসার পাশাপাশি মোকাবিলা করতে হবে সমালোচনার, আর সময়ই বলে দেবে তিনি কতটা সফলভাবে তা সামাল দিতে পারেন।

সম্পর্কিত নিবন্ধ