হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এই আদেশ দেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুনমমতাজকে সাত দিন রিমান্ডে চায় পুলিশ১ ঘণ্টা আগে

আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলে, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলায় মমতাজকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে তাঁর চার দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গতকাল সোমবার রাতে মমতাজকে গ্রেপ্তার করে।

ডিএমপির এক বার্তায় বলা হয়, রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার১৫ ঘণ্টা আগে

ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেছিলেন, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে গতকাল রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

আরও পড়ুনফেসবুকে ‘হাত বান্ধিবি’ গেয়ে ফিরেছিলেন, এবার খুনের মামলায় গ্রেপ্তার মমতাজ৫ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মমত জ

এছাড়াও পড়ুন:

কারাতে স্বর্ণ জয় করলেন জবির ২ শিক্ষার্থী

জাতীয় পর্যায়ে আবারো সাফল্যের গল্প লিখলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থী। সম্প্রতি মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা–২০২৫ স্বর্ণপদক জিতেছেন তারা।

তারা হলেন, নাট্যকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জর্জিস আনোয়ার নাইম ও ২০১৮-১৯ সেশনের চারুকলা বিভাগের মারজান আক্তার প্রিয়া।

প্রতিযোগিতাটি ৯ থেকে ১১ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে দেশের ৮৭টি দলের মোট ৭৪০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। পুরুষ ও নারী মিলিয়ে ২১টি ওজন শ্রেণিতে চলে প্রতিদ্বন্দ্বিতা।

পুরুষদের ৬৭ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হন নাইম। আগের আসরে রৌপ্য জয়ের পর জাতীয় দল থেকে বাদ পড়ার হতাশা জয় করে এবার স্বর্ণপদক জিতে নিজের সাফল্য পুনরুদ্ধার করেন তিনি।

নাইম বলেন, “২৮তম আসরে রৌপ্য পদক পেয়ে হতাশ হয়েছিলাম, জাতীয় দলে জায়গা হারিয়েছিলাম। এবার কঠোর অনুশীলনের পর আল্লাহ আমাকে ফের সম্মান ফিরিয়ে দিয়েছেন।”

নারীদের ৬৮ কেজি বিভাগে স্বর্ণ জয় করেন মারজান আক্তার। অসুস্থতা সত্ত্বেও সর্বোচ্চটা দিয়ে লড়াই করে চূড়ান্ত সাফল্য পান তিনি।

তার ভাষায়, “আমি শারীরিকভাবে খুব অসুস্থ। হয়তো এটাই আমার শেষ টুর্নামেন্ট ছিল। তবু শেষ পর্যন্ত লড়ে স্বর্ণ জিতেছি, এটাই আমার প্রাপ্তি।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি অনন্য অর্জন। আশা করি, এই ধারা অব্যাহত থাকবে। আয়োজকদেরও ধন্যবাদ জানাই।”

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ