আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে গাড়িবহরে হামলার ঘটনায় ২৫২ জনের বিরুদ্ধে মামলা
Published: 13th, May 2025 GMT
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গত শুক্রবার গ্রেপ্তারের পর নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার চার দিন পর গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে হওয়া মামলায় স্থানীয় অনলাইন পোর্টালের সাংবাদিক-আওয়ামী লীগের নেতা–কর্মীসহ ২৫২ জনকে আসামি করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিপন মৃধা বাদী হয়ে মামলাটি করেন। এতে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে পুলিশের সরকারি কাজে বাধা প্রদান, গুরুতর রক্তাক্ত জখমসহ হুমকি প্রদানের অভিযোগ আনা হয়। এ ঘটনায় পুলিশের অভিযানে গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাঁদের মধ্যে স্থানীয় অনলাইন পোর্টাল প্রেস নারায়ণগঞ্জের সাংবাদিক হাসিবুর রহমান এবং অনলাইন ফুড ভ্লগার শওকত মিথুনের নামও রয়েছে।
মামলায় আসামি হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সহসভাপতি কামরুল হুদা, আইভীর মামাতো ভাই গোলাম সারোয়ার, চঞ্চলসহ ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০০ জনকে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে নগরের দেওভোগ এলাকার বাড়িতে পুলিশ গেলে তাঁর সমর্থক ও এলাকাবাসী ব্যারিকেড সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ করে রাখে। সাড়ে ছয় ঘণ্টা নাটকীয়তার পর ভোর ছয়টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়ার পথে শহরের কালির বাজার এলাকায় গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় হওয়া মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ৮ মে রাত সাড়ে ১০টার দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে তাঁর বাড়িতে উপস্থিত হয় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল। আইভীকে গ্রেপ্তার করতে গেলে তাঁর সমর্থিত লোকজন আইনানুগ গ্রেপ্তারে বাধা প্রদান করেন। তাঁরা বাসার সামনের চারপাশের রাস্তায় ট্রাক দিয়ে বালি ফেলে এবং বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে ব্যারিকেড সৃষ্টি করেন এবং পুলিশকে অবরুদ্ধ করে রাখেন। আইভীর সমর্থক আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন মসজিদের মাইকে ও বিভিন্ন মাধ্যমে আইভীর গ্রেপ্তারের বিষয়ে ঘোষণা দিয়ে স্থানীয় নারী-পুরুষসহ সমর্থকদের জড়ো করেন এবং পুলিশকে আইনানুগ কাজে বাধা প্রদান করেন।
আরও পড়ুননারায়ণগঞ্জে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা০৯ মে ২০২৫পরদিন ৯ মে ভোর পৌনে ছয়টায় আইভীকে পিকআপভ্যানে উঠিয়ে ডিবি কার্যালয়ের উদ্দেশে রওনা হলে তাঁর সমর্থক আওয়ামী লীগের নেতা-কর্মীরা উত্তেজনাকর স্লোগান, গাড়িবহরে বাধা ও শহরের গলাচিপা এলাকায় গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের এসআইসহ তিনজন রক্তাক্ত জখম করেন।
নারায়ণগঞ্জের স্থানীয় অনলাইন পোর্টাল প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসিবুর রহমান জুলাই গণ–অভ্যুত্থানে সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তী সময়ে তিনি অনলাইন পোর্টাল প্রেস নারায়ণগঞ্জে সাংবাদিকতায় যুক্ত হন। তাঁকে এ ধরনের মামলায় গ্রেপ্তার ও হয়রানি করা নিন্দনীয়। অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানান তিনি।
মামলার এজাহারে সাংবাদিককে আসামি করা প্রসঙ্গে জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ প্রথম আলোকে বলেন, ওই দিনের ঘটনায় যাঁরা সম্পৃক্ত ছিলেন, তদন্ত ও প্রমাণের ভিত্তিতে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুনসেলিনা হায়াৎ আইভী কাশিমপুর মহিলা কারাগারে০৯ মে ২০২৫আরও পড়ুনঅভিযান শুরুর ৬ ঘণ্টা পর আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ০৮ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স গ র প ত র কর হ য় ৎ আইভ গ ড় বহর র সমর থ আইভ ক ঘটন য় র ঘটন
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ব্যাটারী চালিত অটোরিকশা চালকদের হামলা, আহত ১০
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভবনে হামলা চালিয়েছেন ব্যাটারী চালিত অটোরিকশা চালকেরা। এ ঘটনায় সিটি কর্পোরেশনের স্টাফসহ অন্তত দশজন আহত হয়েছেন। এসময় প্রায় দেড় ঘন্টা নগরভবন অবরুদ্ধ করে রাখেন হামলাকারীরা। সোমবার (১২ মে) দুপুরে নগর ভবনে এই হামলার ঘটনা ঘটে।
এ সময় দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনের ভেতরে ঢুকে ব্যাপক হামলা ও ভাংচুর চালায়৷ সিটি করপোরেশনের স্টাফরা হামলাকারীদের বাধা দিতে আসলে তাদের উপরো হামলা চালায় তারা। এসময় তাদের পিটিয়ে, কুপিয়ে আহত করেন অটোচালকরা।
হামলায় গুরুতর আহতরা হলেন- সিটি করপোরেশনের সুপারভাইজার সম্রাট ইসলাম, যানজট নিরসন কর্মী শাওন, লিটন, পলাশ।
এর আগে গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জের অংশ হিসেবে ও শহরে যানজট নিরসনে মূল শহরে অটোরিকশা চলাচলে বিধি নিষেধ আরোপ করে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। শহরের প্রবেশ পথগুলোতে অনুমোদন হীন অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এদিকে বিগত কয়েকমাস যাবৎ শহরে অবাধ প্রবেশাধিকার চেয়ে আন্দোলন করছিল অটোরিকশা চালকেরা। এর আগে চাষাঢ়ায় সড়ক অবরোধ ও নগরভবন ঘেরাওয়ের মত কর্মসূচি পলন করেছে অটোরিকশা চালকেরা। সোমবার দুপুরে এর জেরেই অটোচালকেরা নগর ভবনের সামনে আন্দোলন শুরু করেন। আন্দোলনের এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনে হামলা চালায় তারা।
হামলায় আহত ছাত্ররা জানান, তারা বিভিন্ন দাবিতে মানববন্ধন করছিল এবং সিটি কর্পোরেশনের কর্মীরা তাদের সহযোগিতা করছিলেন। কিন্তু হঠাৎ করেই অটোরিক্সা চালকরা তাদের উপর চড়াও হয় এবং এলোপাথাড়ি মারধর শুরু করে।
তারা আরো জানায়, হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা জানান, এর আগেও বিভিন্ন সময় বিরুদ্ধে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে অটোচালকদের বিরুদ্ধে। আজকের এই ন্যক্কারজনক হামলার ঘটনায় সাধারণ মানুষ ও সিটি কর্পোরেশনের স্টাফদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসেন বলেন, বিনা উস্কানিতে এই হামলা চালানো হয়েছে। আমাদের কর্মকর্তা-কর্মচারী এবং যানজট নিরসনে নিয়োজিত ছাত্র প্রতিনিধিদের উপর তারা আক্রমণ করেছে ইজিবাইক চালকরা।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে অনুমোদনহীন অটোরিক্সা বন্ধে সিটি করপোরেশন লাইসেন্স চালু করে। এর মাধ্যমে অটোচালকদের যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে যাচ্ছে নাসিক। তবে নিবন্ধনবিহীন অটোচালকরা পূর্বের ন্যায় নিবন্ধন ছাড়াই শহরে চলাচলের দাবি জানিয়ে আসছে।