ক্যারিয়ারে এখন পর্যন্ত সব মিলিয়ে ৮৬০টি গোল করেছেন লিওনেল মেসি। এত গোলের মধ্যে সব গোলের মান নিশ্চিতভাবে এক নয়। এমন অনেক গোল আছে, যা স্পর্শ করেছে নান্দনিকতার চূড়া, যা মেসিকে বানিয়েছে সেরাদের সেরা। আবার কোনো কোনো গোল একেবারেই সাদামাটা।

তবে সাদামাটা গোলও ম্যাচ ও পরিস্থিতির কারণে অমূল্যও হয়ে উঠতে পারে। বিশ্বকাপ ফাইনালে মেসি করা পেনাল্টি গোলটির মূল্য নিশ্চিতভাবে দুর্দান্ত কোনো ফ্রি-কিক গোলের চেয়েও এগিয়ে থাকবে। মূল কথা হচ্ছে, স্থান-কাল-পাত্রভেদে সেরার এই মাপকাঠি বদলেও যেতে পারে।

এরপরও এমন কিছু গোল আছে, মেসির প্রসঙ্গে সেসব গোলের ছবিই সবার আগে ভেসে ওঠে। যেমন ২০১৫ সালের কোপা দেল রে ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে তিনজনকে কাটিয়ে করা গোল, ২০১৮ সালের কোপা দেল রে সেমিফাইনালে হেতাফের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনাকে মনে করিয়ে দিয়ে করা গোল কিংবা ২০১০-১১ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত গোলটির কথাও কেউ কেউ চাইলে বলতে পারেন।

আরও পড়ুন২০২৬ বিশ্বকাপ: মেসি-রোনালদো-নেইমার, কে থাকবেন কে থাকবেন না২৩ এপ্রিল ২০২৫

তালিকা করতে গেলে মেসির করা অসংখ্য গোলের কথা মনে পড়বে। এরপরও শেষ পর্যন্ত বিভিন্ন সময় ভক্তদের দেখা যায় মেসির করা প্রিয় গোলটি বেছে নিতে। মেসির সেরা গোল নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমেও পাওয়া যায় অসংখ্য ভিডিও। তবে এবার বোধহয় মেসির সেরা গোল বেছে নেওয়া কাজটা কিছুটা সহজ হতে যাচ্ছে।

কারণ, মেসি নিজেই এবার নিজের করা সেরা গোলটি বেছে নেবেন। ২২ মে বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন মহাতারকা নিজের করা সবচেয়ে পছন্দের গোলটির কথা জানাবেন। এরপর সেই গোলটিকে চিত্রকর্মে রূপ দেওয়া হবে এবং সেই চিত্রকর্মকে চ্যারিটির জন্য নিলামে তোলা হবে। গোলের সেই চিত্রকর্মে মেসি এবং শিল্পী রেফিক আনাদোলের স্বাক্ষরও থাকবে। যা আগামী ১১ জুন নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির মাধ্যমে নিউইয়র্কে উন্মোচন করা হবে। নিলাম শেষ হবে আগামী ১১ জুলাই।

আরও পড়ুনবিশ্রামের ফাঁকে ফাঁকে খেলাটাই এখন মেসির নিয়তি০৯ অক্টোবর ২০২৪

নিজের পছন্দের গোল বেছে নেওয়া প্রসঙ্গে মেসি বলেছেন, ‘সব গোলের মধ্যে একটি গোল বেছে নেওয়া অনেক কঠিন। প্রতিটি গোল নিজের মতো করেই বিশেষ। কিছু আছে খুবই গুরুত্বপূর্ণ কিংবা অসাধারণ কিছু স্মৃতি ফিরিয়ে আনে। তবে এই বিশেষ প্রকল্পকে সম্ভব করে তোলার জন্য প্রথমবারের মতো একটি প্রিয় গোলকে আলাদা করে তুলে ধরা—এটা সত্যিই মূল্যবান। এর পেছনে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে, আর আমি এর অংশ হতে পেরে খুবই আনন্দিত।’

মেসি তো তাঁর নিজের পছন্দের গোলের কথা জানাবেন। এখন আপনিও বেছে নিতে পারেনি মেসির করা আপনার প্রিয় গোলটি। এরপর ২২ মে মিলিয়ে দেখুন মেসির পছন্দের সঙ্গে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র পছন দ র ফ ইন ল

এছাড়াও পড়ুন:

হালুয়াঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোরিকশাচালকের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। তবে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি।

পুলিশ, স্থানীয় বাসিন্দা কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়েটি উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। সোমবার দুপুরে সে তার বন্ধুর সঙ্গে একটি পার্কে বেড়াতে যায়। বিকেলের দিকে সেখান থেকে বাড়ি পৌঁছে দিতে কিশোরীকে একটি অটোরিকশায় তুলে দেয় বন্ধু। এ সময় অটোরিকশাচালক হালুয়াঘাট উপজেলা শহরে পূজামণ্ডপ দেখানোর কথা বলে মেয়েটিকে নিয়ে ঘুরতে থাকেন। একপর্যায়ে মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এরপর রাত ১১টার দিকে গামারীতলা এলাকায় মেয়েটিকে নামিয়ে দিয়ে অটোরিকশাচালক চলে যায়। এরপর মেয়েটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

খবর পেয়ে পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত আবুল বাশারের (২৫) বাড়িতে যায়। তবে তাঁকে পাওয়া যায়নি। ওই সময় পুলিশ তাঁর অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় থানায় অভিযোগ দিতে যায় মেয়েটির পরিবার। এ বিষয়ে রাতে হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, ‘নিজেদের কমিউনিটির লোকজনের সঙ্গে আলোচনা করে মেয়েটির মা বাদী হয়ে অভিযোগ দিচ্ছেন। অভিযোগ হাতে পেলেই আমরা রাতেই মামলা হিসেবে গ্রহণ করব। অভিযুক্তকেও আমরা ধরে ফেলব।’

সম্পর্কিত নিবন্ধ

  • চাকরির টাকায় চলছিল না সংসার, মাটি ছাড়া চারা উৎপাদন করে স্বাবলম্বী তাওহিদ
  • সিরাজের বোলিং তোপে দিশেহারা ক্যারিবীয়রা, ভারতের দারুণ শুরু
  • গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ছুড়েছে ইসরায়েলি বাহিনী
  • ম্যাচ পরিত্যক্তর আগে হাবিবুর-সাব্বির ঝড়
  • শেষ ওভারের রোমাঞ্চে ৩ রানের জয় খুলনার
  • মহেশখালীতে পর্যটক টানছে ‘আগুন পান’, কী আছে এতে
  • ভারতের বিষ্ণোই গ্যাংকে কেন কানাডায় ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করা হলো
  • ফের মা হতে যাচ্ছেন সোনম কাপুর
  • মেসি-সুয়ারেজদের হারিয়ে প্লে’অফে শিকাগো ফায়ার
  • হালুয়াঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ