Prothomalo:
2025-07-01@18:37:52 GMT

কিসওয়া পরিবহনের পালকি

Published: 17th, May 2025 GMT

পবিত্র কাবাঘরের গিলাফ, কিসওয়া, একসময় হজ কাফেলার সঙ্গে বিশেষভাবে পরিবহন করা হতো। এই উদ্দেশ্যে ব্যবহৃত রেশম কাপড়ে তৈরি গম্বুজ আকৃতির পালকিকে বলা হতো মাহমাল। মাহমাল কেবল কিসওয়া পরিবহনের মাধ্যমই ছিল না, বরং এটি খেলাফত বা সালতানাতের প্রশাসনিক প্রতীক হিসেবেও বিবেচিত হতো।

মাহমাল ছিল উন্নত মানের রেশম কাপড়ে তৈরি একটি পালকি, যার গায়ে স্বর্ণ ও রুপার প্রলেপ দেওয়া সুতা দিয়ে কোরআনের আয়াত এবং খলিফা বা সুলতানের নাম খোদিত থাকত। এর অভ্যন্তরে কিসওয়া ছাড়াও বিভিন্ন মূল্যবান উপহারসামগ্রী থাকত। মাহমাল মক্কার শরিফের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হতো। হজ কাফেলার সঙ্গে মাহমাল প্রেরণ ছিল প্রশাসনের মর্যাদা ও পবিত্রতার প্রতীক।

সৌদি আরব ও অন্যান্য রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে আরব উপদ্বীপ বিভিন্ন খেলাফত ও সালতানাতের অধীনে ছিল। তারা মক্কা ও মদিনার পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণ এবং হজ পরিচালনার দায়িত্ব পালন করত। খলিফা বা সুলতানের তত্ত্বাবধানে হজ কাফেলার সঙ্গে নতুন কিসওয়া মক্কায় পাঠানো হতো এবং পুরোনো কিসওয়া ফেরত আনা হতো। মাহমাল এই পরিবহন–প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।

আরও পড়ুন মসজিদে নববি ভ্রমণ করা যাবে ঘরে বসেই৩০ জানুয়ারি ২০২৩কায়রোর মধ্য দিয়ে যাওয়া মাহমাল: ১৭৯১ সালের চিত্র, ইংরেজ খোদাইকারী রিচার্ড ডাল্টন।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর বহন ক সওয়

এছাড়াও পড়ুন:

বিরক্তিকর অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করবে অ্যাপ

অনেক সময় দিন-রাত অগণিত অনাকাঙ্ক্ষিত প্রমোশনাল ফোনকল আর স্প্যাম মেসেজ প্রতিদিনের জীবনে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। জীবনের ব্যস্ত সময়ে, কখনও ঘুমের সময় বা জরুরি কাজের মধ্যে বিরক্তিকর কল ও এসএমএস নষ্ট করে মনোযোগ।
কিন্তু সমস্যার সহজ সমাধান নিয়ে হাজির হয়েছে বিশেষ অ্যাপ ট্রাই। উদ্যোক্তারা তৈরি করেছে 
বিশেষ সুবিধার স্মার্ট অ্যাপ। নাম দেওয়া হয়েছে 
ট্রাই ডিএনডি। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ধরনের প্ল্যাটফর্মে বিনামূল্যে পরিষেবা দেয়।
বিশ্লেষকরা বলছেন, অ্যাপটি বেশ কাজের। স্প্যাম ফোনকল আর বার্তা ডিভাইসের অন্যতম সমস্যা হিসেবে চিহ্নিত। যেহেতু সুবিশাল ডিজিটাল তথ্যভান্ডার বেহাত হয়েছে, তাই এমন অ্যাপ চাহিদা এখন সময়ের বিশেষ প্রয়োজন পূরণ করবে। নিরাপদ হবে ডিভাইসের সার্বিক ব্যবহারবিধি।
অ্যাপ যেভাবে কাজ করে
উল্লিখিত অ্যাপের কাজ হলো মোবাইল গ্রাহককে টেলিমার্কেটিং কল ও স্প্যাম মেসেজ থেকে সার্বিক সুরক্ষা দেওয়া। যার মাধ্যমে গ্রাহক নিজের পছন্দ অনুযায়ী কল ও মেসেজ ব্লক বা অনুমোদন করা না করার সুযোগ পাবেন। চাইলে গ্রাহক সরাসরি স্প্যামবিষয়ক অভিযোগ জানানোর সুযোগ পাবেন।
ডাউনলোড ও ইনস্টল
অ্যান্ড্রয়েড গ্রাহকরা গুগল প্লে-স্টোর থেকে TRAI ডিএনডি সার্চ করে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করে নিতে পারবেন। আর আইফোন গ্রাহক অ্যাপ স্টোর থেকে অ্যাপ পরিষেবা নিতে পারবেন।
ওটিপি ও নিবন্ধন
নিজের ব্যবহৃত মোবাইল নম্বর নিবন্ধন করতে হবে। ডাউনলোডের আগে ওটিপি পাঠানো হবে। চূড়ান্ত ভেরিফাই করলেই অ্যাপটি ব্যবহারযোগ্য হওয়ার সব ধরনের শর্ত পূরণ হবে।
অগ্রাধিকার নির্বাচনে আগ্রহীরা পূর্ণ অ্যাপ সচল করতে পারেন। এতে সব ধরনের প্রমোশনাল কল তাৎক্ষণিক ব্লকের আওতায় পড়বে। আবার আংশিক ডাউনলোডের অপশন রয়েছে।
স্প্যাম রিপোর্ট
যদি কোনো স্প্যাম কল বা মেসেজ অজ্ঞাতে প্রবেশ করে, অ্যাপের স্প্যাম রিপোর্ট অপশন থেকে তা সহজেই রিপোর্ট করা যায়।
 

সম্পর্কিত নিবন্ধ