পৃথক মিছিল নিয়ে যোগ দিলেন মঞ্জু অনুসারীরা
Published: 17th, May 2025 GMT
পৃথক মিছিল নিয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর অনুসারীরা। শনিবার বিকেল ৪টায় নগরীর পাওয়ার হাউজ মোড় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল শুরু করেন নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তার সঙ্গে যোগ দেন খুলনা মহানগর বিএনপির আগের কমিটির শীর্ষ নেতারা।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার সার্কিট হাউজ মাঠে চলছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ডাকা সমাবেশ। খুলনা ও বরিশাল বিভাগের তরুণ নেতাকমীরা সমাবেশে যোগ দিচ্ছেন। সমাবেশ সফল করতে গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় নেতারা খুলনায় এসে নানা ধরনের দিক-নির্দেশনা দিলেও কোথাও দেখা যায়নি মঞ্জু অনুসারীদের।
বিএনপি নেতাকর্মীরা জানায়, বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সঙ্গে সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর বিরোধ রয়েছে। এর জের ধরেই ২০২১ সালের ৯ ডিসেম্বর নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বাধীন মহানগর বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে খুলনা মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির কমিটি থেকে মঞ্জু অনুসারীদের বাদ দেওয়া হয়। খুলনা মহানগর ও জেলা বিএনপির সব নেতাই এখন রকিবুল ইসলাম বকুলের অনুসারী। খুলনার বিএনপির রাজনীতিতে কোনঠাসা মঞ্জু অনুসারীরা। তারপরও কেন্দ্রীয় ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে নজরুল ইসলাম মঞ্জু ও তার অনুসারীদের সরব উপস্থিতি দেখা যায়।
এ বিষয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি করি। কে আমাদের ডেকেছে, কে ডাকেনি-এজন্য আমরা কখনও থেমে থাকিনি। কোনো পদে না থাকলেও ফ্যাসিস্ট বরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলাম, ভবিষ্যতেও থাকব।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সম ব শ র ব এনপ র অন স র
এছাড়াও পড়ুন:
নতুন হিজরি বছরে জীবনের পরিকল্পনা সাজান সাত ধাপে
নতুন একটি বছর, হিজরি ১৪৪৭ সনে ইসলামি ক্যালেন্ডারের প্রথম মাস মহররমে উপনীত হয়েছি আমরা। এই মাস আমাদের জন্য কেবল বছরের শুরু নয়; বরং আধ্যাত্মিক পুনর্জাগরণ ও জীবনের লক্ষ্য নির্ধারণের একটি সুযোগ।
গ্রেগরিয়ান ক্যালেন্ডারের জানুয়ারি বা ফেব্রুয়ারির মতো মাসগুলোয় ধর্মীয় তাৎপর্য না থাকলেও মহররম, রজব, রমজান বা জিলহজের মতো হিজরি মাসগুলো আমাদের ইমানের নানা অনুষঙ্গ স্মরণ করিয়ে দেয়।
সময় ১২ মাসে বিভক্ত, যার মধ্যে চারটি পবিত্র।সহিহ বুখারি, হাদিস: ৩,১৯৭কেন হিজরি ক্যালেন্ডারে পরিকল্পনাবলা যায়, হিজরি ক্যালেন্ডার আমাদের জীবনকে আল্লাহর নির্ধারিত সময়ের সঙ্গে সংযুক্ত করে দেয়। হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘সময় ১২ মাসে বিভক্ত, যার মধ্যে চারটি পবিত্র।’ (সহিহ বুখারি, হাদিস: ৩,১৯৭)
মহররম এই পবিত্র মাসগুলোর একটি, যেখানে নেক আমলের প্রতিদান বহুগুণ বৃদ্ধি পায়। হিজরি ক্যালেন্ডার এভাবে আমাদের ইবাদতের মধ্য দিয়ে বিশ্বের ১৮০ কোটি মুসলিমের সঙ্গে একসুতায় গাঁথে।
হিজরি পরিকল্পনা এই জন্য দরকার। কেননা, এটা আমাদের বাগানের মালির মতো তাড়িত করবে। যিনি বীজ রোপণ করেন, যত্ন নেন ও ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা করেন। এই ‘মালির মানসিকতা’ আমাদের বলবে যে প্রতিটি ঋতুতে বৃদ্ধির নিজস্ব সময় আছে। তাই ঋতু অনুপাতে আমাদের কাজ করে যেতে হবে এবং ফলাফল থাকবে আল্লাহর হাতে।
আরও পড়ুনমুসলিম জীবনে হিজরি সালের গুরুত্ব৩০ আগস্ট ২০১৯হিজরি পরিকল্পনা এই জন্য দরকার। কেননা, এটা আমাদের বাগানের মালির মতো তাড়িত করবে। যিনি বীজ রোপণ করেন, যত্ন নেন ও ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা করেন।ইবন আতাউল্লাহ বলেন, ‘প্রশংসনীয় পরিকল্পনা হলো, যা আল্লাহর সঙ্গে সম্পর্ক উন্নত করে। নিন্দনীয় পরিকল্পনা হলো, যা নিজের ইচ্ছা ও প্রবৃত্তির চারপাশে ঘোরে, আল্লাহর প্রতি, দায়িত্বের প্রতি উদাসীন থেকে।’ (ইবন আতাউল্লাহ, হিকাম, পৃ. ৪৫, দারুল ফিকর, ২০০৫)
আসুন, এবার সাতটি ধাপ নিয়ে আলাপ করা যাক।
১. একটি উচ্চাকাঙ্ক্ষী নিয়ত নির্ধারণবছরের শুরুতেই ‘উন্নত মনোবল’ ধারণ করবেন বলে নিয়ত করুন, যা আল্লাহকেন্দ্রিক, পরিবার ও সমাজের জন্য প্রভাবশালী কাজে উদ্দীপিত করবে এবং আল্লাহর ওপর নির্ভরশীল হতে আপনাকে সাহায্য করবে। যেমন ‘সন্তানদের আত্মবিশ্বাসী মুসলিম হিসেবে গড়ে তুলব’ বা ‘কোরআন হিফজ করব’। হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘কাজ নিয়তের ওপর নির্ভরশীল।’ (সহিহ বুখারি, হাদিস: ১) এই নিয়তই হবে আপনার বছরের পথপ্রদর্শক।
২. তিনটি ভাগে পরিকল্পনাআপনার পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করুন—
ক) আধ্যাত্মিক: চরিত্র উন্নয়ন, ইবাদতের ধারাবাহিকতা ও ইসলামি জ্ঞানার্জন। যেমন নিয়ত করলেন যে এ বছর হাদিসে বর্ণিত সব কটি নফল রোজা রাখব। এখন রাখতে পারেন আশুরার রোজা।
খ) ব্যক্তিগত বা অর্থনৈতিক: স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, কর্মজীবন বা আর্থিক পরিকল্পনা। যেমন ভাবলেন যে অন্তত সপ্তাহে তিন দিন ব্যায়াম করবেন।
গ) সামাজিক: পরিবার, প্রতিবেশী ও বন্ধুত্বের সম্পর্ক জোরদার করা। যেমন ঠিক করলেন যে সপ্তাহে এক দিন পরিবারের সবাইকে নিয়ে পরামর্শ করবেন।
আরও পড়ুনহজরত উমর (রা.) হিজরি সন প্রবর্তন করেন০৬ জানুয়ারি ২০২৪৩. অভ্যাসে জোর দেওয়ালক্ষ্য নির্ধারণ করার চেয়ে অভ্যাস গড়ে তুলতে মনোযোগী হন। এ মাসে তিন পারা কোরআন হিফজ করার পরিবর্তে বলুন, প্রতি সপ্তাহে এক পৃষ্ঠা হিফজ করবেন। মাসে একবার ম্যারাথন দৌড়ানোর পরিবর্তে ঠিক করুন, প্রতিদিন আধা ঘণ্টা হাঁটবেন। দীর্ঘ ও গতিশীল এই পদ্ধতি আপনার ধারাবাহিকতা নিশ্চিত করবে।
ইবন আতাউল্লাহ বলেন, ‘প্রশংসনীয় পরিকল্পনা হলো, যা আল্লাহর সঙ্গে সম্পর্ক উন্নত করে। নিন্দনীয় পরিকল্পনা হলো, যা নিজের ইচ্ছা ও প্রবৃত্তির চারপাশে ঘোরে, আল্লাহর প্রতি, দায়িত্বের প্রতি উদাসীন থেকে।’ ইবন আতাউল্লাহ, হিকাম, পৃ. ৪৫৪. নির্দিষ্ট দোয়া তৈরিপ্রতিটি কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে সেই কাজের নির্দিষ্ট নাম ধরে ধরে সময় বের করে দোয়া করুন। যেমন ‘আল্লাহ, আমাকে এই বছর সুরা–বাকারা হিফজ করতে সাহায্য করুন।’ কোরআনে বলা হয়েছে, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা মুমিন, আয়াত: ৬০)
দোয়া কবুলের যে সময় ও দিনক্ষণ আছে, যেমন মাগরিবের আগে, জুমার দিনের আগের রাতে, আরাফার দিন, রমজান, শবে কদরসহ কোনো মর্যাদাপূর্ণ সময়ে যেন দোয়াগুলো স্মরণ করতে ভুল না হয়, সেদিকে লক্ষ রাখুন। প্রয়োজনে এই দোয়াগুলো লিখে রাখুন।
৫. জ্ঞান ও দক্ষতা অর্জনের পরিকল্পনাযে কাজেরই নিয়ত করেছেন, তার জন্য কী কী জ্ঞান ও দক্ষতা প্রয়োজন, তা চিহ্নিত করুন। জিজ্ঞাসা করুন, কোন জ্ঞান প্রয়োজন? কোন দক্ষতা উন্নয়ন করতে হবে? কে আমাকে গাইড করতে পারে? যেমন বই লেখার জন্য লেখার কোর্সে ভর্তি হন। জ্ঞানের জন্য দক্ষতা অর্জন করা জ্ঞানেরই অংশ।
প্রতিটি কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে সেই কাজের নির্দিষ্ট নাম ধরে ধরে সময় বের করে দোয়া করুন। যেমন ‘আল্লাহ, আমাকে এই বছর সুরা–বাকারা হিফজ করতে সাহায্য করুন।’৬. পর্যালোচনার আবহ তৈরিনিয়মিত পর্যালোচনা আমাদের পরিকল্পনাকে জীবন্ত রাখবে। সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক পর্যালোচনার দিন ও তারিখ ঠিক করুন। মহররম থেকে রবিউল আউয়াল পর্যন্ত প্রথম তিন মাসে অগ্রগতি মূল্যায়ন করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, কী কাজ হয়েছে? কী পরিবর্তন দরকার? আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে।’ (সুরা রাদ, আয়াত: ১১)
আরও পড়ুনহিজরি সন গণনা শুরু হয় যেভাবে১০ এপ্রিল ২০২৫৭. প্রকৃত তাওয়াক্কুলের চর্চাফলাফলের ওপর নির্ভর না করে আল্লাহর ওপর ভরসা করুন। আপনার কাজ বীজ রোপণ, সেচ ও যত্ন নেওয়া; ফলাফল আল্লাহর হাতে। নবীজি (সা.) বলেন, ‘তোমরা যদি আল্লাহর ওপর যথাযথ তাওয়াক্কুল করো, তিনি তোমাদের রিজিক দেবেন, যেমন পাখিদের দেন।’ (সুনান তিরমিজি, হাদিস: ২,৩৪৪)
কখনো আল্লাহ আপনার পরিকল্পনা অনুযায়ী ফল দেবেন, কখনো সেভাবে দেবেন না, কিন্তু নিশ্চয় তার চেয়ে উত্তম কিছু দেবেন, কখনো দেবেন ধৈর্যের শিক্ষা।
বছরব্যাপী তিনটি সাধারণ ভুল এড়িয়ে চলুন১. অতিরিক্ত প্রতিশ্রুতি নিজের ওপর চাপাবেন না; বরং অল্প কাজ নিষ্ঠার সঙ্গে করা ভালো।
২. আপনার বয়স ভুলে যাবেন না। নতুন সন্তান এলে বা বয়স্ক পিতামাতার দায়িত্ব থাকলে পরিকল্পনা তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে করুন।
৩. অন্যের স্বপ্নের পেছনে ছুটবেন না। আপনার নিয়ত আপনার হৃদয়কে উদ্দীপ্ত করবে, অন্যকে প্রভাবিত করবে না।
তোমরা যদি আল্লাহর ওপর যথাযথ তাওয়াক্কুল করো, তিনি তোমাদের রিজিক দেবেন, যেমন পাখিদের দেন।সুনান তিরমিজি, হাদিস: ২,৩৪৪যা করবেন, করার নিয়ত করছেন, তা এই সপ্তাহেই ঠিক করুন। এখনো মাসের শুরু। দুই থেকে তিন ঘণ্টা সময় নিন। উচ্চাকাঙ্ক্ষী নিয়তটি নির্ধারণ করুন। তারপর তিনটি ভাগে পরিকল্পনা করে অভ্যাস তৈরি করুন। প্রথম তিন মাসের (মহররম থেকে রবিউল আউয়াল) জন্য ছোট ছোট ভাগ করে তিন থেকে পাঁচটি প্রকল্প বেছে নিন। প্রতিটি কাজের দোয়া লিখুন। পর্যালোচনার দিনক্ষণ ঠিক করুন।
হিজরি ক্যালেন্ডার অনুসারে করা এই পরিকল্পনা যেন আমাদের জীবনকে ইবাদতে রূপান্তরিত করে। আল্লাহ আমাদের জীবনে বরকত দিন এবং আমাদের নিয়তকে কবুল করুন। আমিন।
সূত্র: প্রোডাক্টিভ মুসলিম ডটকম
আরও পড়ুনহিজরি কালপঞ্জি: ইসলামি পরিচয়ের ধারণা২৩ মে ২০২৫