সিদ্ধিরগঞ্জের গোদনাইলে রয়্যাল টোবাকো কোম্পানীতে অভিযান চালিয়েছে র‌্যাব-১১ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত। অভিযানে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ সিগারেট বাজারজাত করার অভিযোগে ওই কোম্পানীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এ ঘটনার জড়িত থাকার অভিযোগে কোম্পানীর পরিচালক মো. সাইফুল ইসলাম (৪০) কে ১৪ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। এ সময় ১৪ হাজার প্যাকেট অবৈধ সিগারেট সহ প্রায় ২১ লাখ রি-ইউজড স্ট্যাম্প জব্দ করা হয়। দন্ডপ্রাপ্ত মো.

সাইফুল ইসলাম সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মৃত ইসমাইল মিয়ার ছেলে। 

সোমবার (১৯ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর গোদনাইল বাজারে এই কোম্পানীতে যৌথভাবে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও র‌্যাব-১১। বিকেলে র‌্যাব ১১ এর সিনিয়র এএসপি ও অপারেশন অফিসার গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে সিদ্ধিরগঞ্জের রয়্যাল টোবাকো কোম্পানীতে অভিযান পরিচালনা করে র‌্যাব-১১ ও জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট। এ সময় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। 

এই কাজে যুক্ত থাকার অভিযোগে কোম্পানীর পরিচালক মো. সাইফুল ইসলামকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় প্রায় ১৪ হাজার প্যাকেট অবৈধ সিগারেট এবং প্রায় ২১ লাখ রি-ইউজড স্ট্যাম্প জব্দ করা হয়। এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি ও অপারেশন অফিসার গোলাম মোর্শেদ এবং জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম সহ প্রমুখ।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে চালুকৃত এই প্রতিষ্ঠানটি দৈনিক প্রায় ৬ লক্ষ টাকা করে মাসিক প্রায় ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। ৫০ শতাংশ অর্জিনাল স্ট্যাম্প এবং বাকি ৫০ শতাংশ রিইউজড স্ট্যাম্প দিয়ে তারা সিগারেট বিক্রি করে আসছিল। 

এর আগে ২০২৩ সালে এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত হয় এবং একই অভিযোগে সিলগালা করা হয়। সিলগালার ৭ দিন পর পুনরায় চালু করা হয়েছিল।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ র অব ধ স গ র ট ল ইসল ম পর চ ল য ব ১১

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ