Samakal:
2025-05-20@12:21:01 GMT

এশিয়া কাপ নিয়ে ধূম্রজাল

Published: 20th, May 2025 GMT

এশিয়া কাপ নিয়ে ধূম্রজাল

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি হলেও ক্রিকেটে আপাতত তা হচ্ছে না। এশিয়া কাপ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নিতে চলেছে ভারত। বিষয়টি মৌখিকভাবে এসিসিকে (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) জানিয়ে দেওয়া হয়েছে বলে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র। তবে খবরটি অস্বীকার করেছেন বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া। এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে বোর্ডে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু পুরুষদের এশিয়া কাপ নয়, আগামী জুনে শ্রীলঙ্কায় হতে যাওয়া নারীদের ইমার্জিং এশিয়া কাপ থেকেও নাম তুলে নিচ্ছে ভারত। পুরুষদের এশিয়া কাপ সেপ্টেম্বরে ভারতে হবে। হাইব্রিড পদ্ধতির সেই আসরে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হওয়ার কথা রয়েছে। বিসিসিআইয়ের সূত্র জানিয়েছে, ‘ভারত এমন কোনো টুর্নামেন্ট খেলতে পারে না, যার আয়োজক এসিসি এবং এর প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী।’

পরে বিসিসিআই সচিব শইকিয়া গণমাধ্যমটিকে বলেন, ‘সকাল থেকে বিভিন্ন জায়গায় খবর হচ্ছে যে ভারত নারী ইমার্জিং এশিয়া কাপ ও পুরুষ এশিয়া কাপ থেকে নাম তুলে নেবে। এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। বিষয়টি নিয়ে বোর্ডে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি এবং এসিসিকে কিছু জানানো হয়নি। এখন আমাদের প্রধান লক্ষ্য আইপিএলটা শেষ করা এবং এরপর ইংল্যান্ড সফর।’ 

আলোচনা না হলেও শইকিয়া কিন্তু এটিও স্পষ্ট করে বলেননি যে ভারত আগামী এশিয়া কাপ খেলবে। টুর্নামেন্টের বাকি মাত্র চার মাস। ভারত না খেললে কিন্তু বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে এসিসি। সবচেয়ে বড় ধাক্কাটা আসবে সম্প্রচারকারী প্রতিষ্ঠান থেকে। ১৭ কোটি ইউএস ডলারে (২০৭১ কোটি টাকা) আগামী চার এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব কিনেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। তাতে শর্ত আছে, প্রতি আসরে অন্তত দুটি ভারত-পাকিস্তান ম্যাচ থাকতে হবে। ভারত না খেললে সনি কোনোভাবেই এসিসিকে এই অর্থ দেবে না।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে সামার সেশনে ভর্তির সুযোগ

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শতভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দিচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শতভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দিচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

আগ্রহী শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিদ্ধেশ্বরী রোড, ঢাকা ক্যাম্পাসে। পাশাপাশি ভর্তির তথ্য জানার জন্য এবং অনলাইনে ভর্তির আবেদন করতে ভিজিট করুন www.stamforduniversity.edu.bd. ওয়েবসাইটে। এ ছাড়া ০৯৬১৩-৬২২৬২২ নম্বরে সরাসরি ভর্তি-অফিসের সঙ্গে যোগাযোগ করা যাবে।

সম্পর্কিত নিবন্ধ