Samakal:
2025-06-15@20:17:24 GMT

এশিয়া কাপ নিয়ে ধূম্রজাল

Published: 20th, May 2025 GMT

এশিয়া কাপ নিয়ে ধূম্রজাল

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি হলেও ক্রিকেটে আপাতত তা হচ্ছে না। এশিয়া কাপ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নিতে চলেছে ভারত। বিষয়টি মৌখিকভাবে এসিসিকে (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) জানিয়ে দেওয়া হয়েছে বলে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র। তবে খবরটি অস্বীকার করেছেন বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া। এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে বোর্ডে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু পুরুষদের এশিয়া কাপ নয়, আগামী জুনে শ্রীলঙ্কায় হতে যাওয়া নারীদের ইমার্জিং এশিয়া কাপ থেকেও নাম তুলে নিচ্ছে ভারত। পুরুষদের এশিয়া কাপ সেপ্টেম্বরে ভারতে হবে। হাইব্রিড পদ্ধতির সেই আসরে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হওয়ার কথা রয়েছে। বিসিসিআইয়ের সূত্র জানিয়েছে, ‘ভারত এমন কোনো টুর্নামেন্ট খেলতে পারে না, যার আয়োজক এসিসি এবং এর প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী।’

পরে বিসিসিআই সচিব শইকিয়া গণমাধ্যমটিকে বলেন, ‘সকাল থেকে বিভিন্ন জায়গায় খবর হচ্ছে যে ভারত নারী ইমার্জিং এশিয়া কাপ ও পুরুষ এশিয়া কাপ থেকে নাম তুলে নেবে। এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। বিষয়টি নিয়ে বোর্ডে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি এবং এসিসিকে কিছু জানানো হয়নি। এখন আমাদের প্রধান লক্ষ্য আইপিএলটা শেষ করা এবং এরপর ইংল্যান্ড সফর।’ 

আলোচনা না হলেও শইকিয়া কিন্তু এটিও স্পষ্ট করে বলেননি যে ভারত আগামী এশিয়া কাপ খেলবে। টুর্নামেন্টের বাকি মাত্র চার মাস। ভারত না খেললে কিন্তু বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে এসিসি। সবচেয়ে বড় ধাক্কাটা আসবে সম্প্রচারকারী প্রতিষ্ঠান থেকে। ১৭ কোটি ইউএস ডলারে (২০৭১ কোটি টাকা) আগামী চার এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব কিনেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। তাতে শর্ত আছে, প্রতি আসরে অন্তত দুটি ভারত-পাকিস্তান ম্যাচ থাকতে হবে। ভারত না খেললে সনি কোনোভাবেই এসিসিকে এই অর্থ দেবে না।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ল

ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে আরও অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হামলার তীব্রতা বাড়াচ্ছে দুই দেশ। ইসরায়েলে গত শনিবার রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। একই রাতে ইরানের গ্যাসক্ষেত্র ও তেল শোধনাগারে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ইরানের কতজন নিহত হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

গতকাল রোববার ছিল দুই দেশের পাল্টাপাল্টি হামলার তৃতীয় দিন। শনিবার রাতের পর রোববার দিনের বেলায়ও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইসরায়েল ও ইরান। এদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র

গোষ্ঠী হুতি। চলমান সংঘাতে এই প্রথম ইরানপন্থী কোনো গোষ্ঠী যোগ দিল। এমন পরিস্থিতিতে দুই দেশকে শান্ত করার জন্য প্রচেষ্টা শুরু করেছে বিভিন্ন দেশ।

গতকাল রাত একটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এ রাতেও তেহরানের নিয়াভারান, ভালিয়াসর ও হাফতে তির স্কয়ার এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের পূর্বাঞ্চলে মাশহাদ বিমানবন্দরে একটি ‘রিফুয়েলিং’ উড়োজাহাজে আঘাত হানার কথা জানায় ইসরায়েলি বাহিনী। এই উড়োজাহাজগুলো আকাশে থাকা অবস্থায় অন্য উড়োজাহাজে জ্বালানি সরবরাহ করতে সক্ষম। ইরান থেকেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েলে ব্যাপক হামলা ইরানের

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর কথা বলে গত বৃহস্পতিবার রাতে দেশটিতে প্রথমে হামলা চালায় ইসরায়েল। ওই রাতে ইসরায়েলের দুই শতাধিক যুদ্ধবিমান ইরানের ‘পরমাণু ও ক্ষেপণাস্ত্র’ স্থাপনায় আঘাত হানে। শুক্র ও শনিবারও ইরানে হামলা চলে। পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। তবে ইসরায়েলে শনিবার রাতভর ইরান যে হামলা চালিয়েছে, তা ছিল সবচেয়ে ব্যাপক।

ইসরায়েলে শনিবার প্রথম দফায় ইরানের হামলা শুরু হয় রাত ১১টার পরপর। এ সময় ইসরায়েলের জেরুজালেম ও হাইফা শহরে বেজে ওঠে সাইরেন। হামলায় ক্ষতিগ্রস্ত হয় হাইফায় অবস্থিত তেল শোধনাগার। পরে রাত আড়াইটার দিকে দ্বিতীয় দফায় হামলা শুরু করে ইরান। তখন তেল আবিব ও জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার রাতে দুই দফায় ৭৫টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। প্রথম দফায় ছোড়া হয় ৪০টি। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের তামরা শহরে চারজন নিহত হন। দ্বিতীয় দফায় ছোড়া হয় ৩৫টি ক্ষেপণাস্ত্র। এর একটি আঘাত হানে তেল আবিবের কাছে বাত ইয়াম এলাকায়। এতে অন্তত ছয়জন নিহত ও প্রায় ২০০ জন আহত হন। এ ছাড়া রেহভোত শহরে আহত হয়েছেন ৪০ জন।

ইসরায়েলি হামলায় জ্বলছে ইরানের শাহরান তেলের ডিপো। গতকাল দেশটির রাজধানী তেহরানের কাছে।

সম্পর্কিত নিবন্ধ