দৌলতপুরে পরীক্ষা দিতে এসে হামলার শিকার ২ শিক্ষার্থী
Published: 22nd, May 2025 GMT
কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে এসে বহিরাগতদের হামলার শিকার হয়েছেন দুই পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, হোসেনাবাদ এলাকার মমুনুর রশিদের ছেলে মনোয়ার হোসেন রুদ্র (১৮) ও আতিক হাসানের ছেলে ফাহিম (১৮)। তারা দুজনেই হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থী।
আরো পড়ুন:
ডিআরইউয়ে সন্ত্রাসী জাকির গংয়ের হামলার শিকার সভাপতিসহ অনেক সাংবাদিক
অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলাচেষ্টা
এ ঘটনায় দুপুরে মনোয়ার হোসেন রুদ্র চারজনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার দুপুরে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে কলেজে গেলে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন বহিরাগত যুবক কলেজ চত্বরে অনধিকার প্রবেশ করে তাদের মারধর করে। এতে রুদ্র ও তার বন্ধু ফাহিম মারাত্মকভাবে আহত হন।
আহত ফাহিম বলেন, “পরীক্ষা শেষ করে বাইরে আসতেই কলেজের গেটে আমাদের উপর হামলা চালায় কয়েকজন বহিরাগত।”
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান বলেন, “সামান্য একটি বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, “প্রতিষ্ঠানটিতে মারামারির খবর পেয়ে পুলিশের একটি দল পাঠানো হয়। এ বিষয়ে নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/কাঞ্চন/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ দ লতপ র পর ক ষ কল জ র
এছাড়াও পড়ুন:
দেশের চারটি নামকরা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম
এসএসসি ২০২৫ সালে পরীক্ষার ফল প্রকাশিত হবে ১০ জুলাই বেলা দুইটায়। তারপরই শুরু হবে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া। দেশের সব কলেজে সরকারিভাবে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া হবে। ভর্তির আবেদনের যোগ্যতা হিসেবে বিভিন্ন কলেজে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার জন্য বিভিন্ন ধরনের জিপিএ চাওয়া হয়।
শুধু নিজস্ব প্রক্রিয়ায় দেশের নামকরা চারটি কলেজ যেমন—নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ ভর্তির লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করবে। এই চারটি কলেজে যাঁরা ভর্তি হতে আগ্রহী, তাঁদের জন্য রইল গত বছরের (২০২৪-২৫ শিক্ষাবর্ষে) একাদশ শ্রেণিতে ভর্তির বিস্তারিত তথ্য।
১. নটর ডেম কলেজনটর ডেম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্র ভর্তি করা হবে। কলেজটি ঢাকার মতিঝিলে অবস্থিত। গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আসনসংখ্যা ছিল বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যমে-১৮১০, ইংরেজি ভার্সনে-৩১০, মানবিক বিভাগে-৪১০ ও ব্যবসায় শিক্ষা বিভাগে-৭৬০টি।
ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতাগত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যোগ্যতা চেয়েছিল বিজ্ঞান বিভাগ: বাংলা ও ইংরেজি ভার্সনে উচ্চতর গণিতসহ জিপিএ-৫.০০, মানবিক বিভাগ: জিপিএ-৩.০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ: জিপিএ-৪.০০। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘ও’ লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.৫০, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.৫০।
ভর্তির লিখিত পরীক্ষার বিষয়এসএসসি ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাঁরা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছেন, তাঁদের ‘বিজ্ঞান শাখার প্রশ্নে’ এবং যাঁরা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছেন, তাঁদের ‘ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে’ পরীক্ষা দিতে হবে।
১. বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।
২. মানবিক বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান।
৩. ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।
দরকারি তথ্য—১. আবেদনকারী সব প্রার্থীকে এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে।
২. পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের দুই দিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে।
৩. ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় নেওয়া হবে।
# বিস্তারিত তথ্য পেতে কলেজের ওয়েবসাইট: www.ndc.edu.bd
২. হলি ক্রস কলেজহলি ক্রস কলেজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্রী ভর্তি করা হবে। কলেজটি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত। গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আসনসংখ্যা ছিল বিজ্ঞান বিভাগ-৭৮০, ব্যবসায় শিক্ষা বিভাগ-২৭০ ও মানবিক বিভাগ-২৬০টি।
ভর্তির আবেদন যোগ্যতা—গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যোগ্যতা চেয়েছিল বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ পেতে হবে ও এসএসসিতে অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে; মানবিক বিভাগে জিপিএ ৩.০০ হতে ৫.০০ পেতে হবে এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪.০০ হতে ৫.০০ পেতে হবে। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.০০ ও তদূর্ধ্ব জিপিএ পাওয়া শিক্ষার্থীরাও ‘মানবিক’ বিভাগে এবং বিজ্ঞান বিভাগের ৪.২৫ ও তদূর্ধ্ব জিপিএ পাওয়া শিক্ষার্থীরাও ‘ব্যবসায় শিক্ষা’ বিভাগে ভর্তির আবেদন করতে পারবে।
ভর্তির লিখিত পরীক্ষার বিষয়—এসএসসি পরীক্ষায় ২০২৪ সালের সিলেবাস অনুযায়ী ভর্তির লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিষয় থাকবে—
১. বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান।
২. মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান।
৩. ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান।
দরকারি তথ্য—১. বিবাহিত ছাত্রীরা আবেদন করতে পারবেন না।
২. কলেজে মোবাইল ফোন নেওয়া ও ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষেধ।
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.hcc.edu.bd
৩. সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলসেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্র ভর্তি করা হবে। কলেজটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আসনসংখ্যা ছিল বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সন-৪২০, ইংরেজি ভার্সন–৯০, ব্যবসায় শিক্ষা বিভাগ-৯০ ও মানবিক বিভাগ-৭০টি।
ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা—গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যোগ্যতা চেয়েছিল বিজ্ঞান বিভাগ: বাংলা ও ইংরেজি মাধ্যমে ন্যূনতম জিপিএ ৫.০০ ও অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে; ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৩.৭৫ এবং মানবিক বিভাগ: বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৩.২৫। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ-বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৪.০০; বিজ্ঞান থেকে মানবিক বিভাগ-ইংরেজি মাধ্যমে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগ-বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৩.৭৫ ।
ভর্তির লিখিত পরীক্ষার বিষয়—এসএসসি পরীক্ষায় ২০২৪ সালের সিলেবাস অনুযায়ী ভর্তির লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিষয় থাকবে—
১. বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান।
২. ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং।
৩. মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, আইসিটি এবং সাধারণ জ্ঞান (ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি ও পৌরনীতি)।
দরকারি তথ্য—১. লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে ছাত্র নির্বাচন করা হবে।
২.বিভাগ পরিবর্তন: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে আসতে চাইলে তাঁদের ‘বিজ্ঞান’ বিভাগে পরীক্ষা দিতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে আসতে চাইলে তাঁদের ‘ব্যবসায় শিক্ষা’ বিভাগে পরীক্ষা দিতে হবে।
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.sjs.edu.bd
৪. সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজসেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্র ভর্তি করা হবে। কলেজটি ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত। গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আসনসংখ্যা ছিল বিজ্ঞান বিভাগ-৩০০, মানবিক বিভাগ-৮০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ-৮০টি।
ভর্তির আবেদনের যোগ্যতা—গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যোগ্যতা চেয়েছিল বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম, জিপিএ-৪.৭৮; ব্যবসায় শিক্ষা: বাংলা মাধ্যম, জিপিএ-৩.৫০; মানবিক বিভাগ: বাংলা মাধ্যম, জিপিএ-২.৩০। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.০০ ও তদূর্ধ্ব, বিজ্ঞান থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব।
ভর্তি পরীক্ষার বিষয়—এসএসসি পরীক্ষায় ২০২৪ সালের সিলেবাস অনুযায়ী ভর্তির লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিষয় থাকবে—
১. বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান।
২. মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান।
৩. ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, আইসিটি, ইংরেজি, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ।
দরকারি তথ্য—১. এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
২. বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে ভর্তির আবেদন করলে ‘বিজ্ঞান শাখার’ প্রশ্নে পরীক্ষা দিতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে ভর্তির আবেদন করলে ‘ব্যবসায় শিক্ষা শাখার’ প্রশ্নে পরীক্ষা দিতে হবে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.sghscdhaka.edu.bd