রিয়ালের হয়ে যে ইতিহাস গড়ে বিদায় নিচ্ছেন আনচেলত্তি
Published: 23rd, May 2025 GMT
কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ অধ্যায়ের শেষটা নিশ্চিত হয়েছে আরও আগে। শুধু এটুকুই নয়, পরবর্তী গন্তব্য ব্রাজিলের সঙ্গে এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে কাজও শুরু করে দিয়েছেন তিনি। এরপরও রিয়ালকে তো আনুষ্ঠানিকতাটুকু তো সম্পন্ন করতেই হতো।
সেই আনুষ্ঠানিক ঘোষণাটাই আজ দিয়েছে রিয়াল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে নিশ্চিত করেছে আনচেলত্তির রিয়াল ছাড়ার বিষয়টি। আগামীকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটাই হবে রিয়ালের ডাগআউটে আনচেলত্তির শেষ ম্যাচ।
নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে রিয়াল লিখেছে, ‘রিয়াল মাদ্রিদ এবং কার্লো আনচেলত্তি চুক্তির ইতি টানার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম মহান কিংবদন্তিকে আমাদের ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অশেষ ভালোবাসা জানাই।
আরও পড়ুনমাদ্রিদে বসে ব্রাজিল নিয়ে যা বললেন আনচেলত্তি১৪ মে ২০২৫কার্লো আনচেলত্তি আমাদের ক্লাবের ১২৩ বছরের গৌরবময় ইতিহাসের অন্যতম সফল সময়ে দলের নেতৃত্ব দিয়েছেন এবং ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী কোচ হিসেবে নিজের নাম অমর করে রেখেছেন।’
এ সময় রিয়ালের হয়ে আনচেলত্তির অর্জনের বিস্তারিত বিবরণও তুলে ধরা হয়। রিয়ালে আনচেলত্তি প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেন ২০১৩–২০১৫ সাল পর্যন্ত। এরপর দ্বিতীয় মেয়াদে তিনি দায়িত্ব নেন ২০২১ সালে।
এ দুই মেয়াদে রিয়ালের হয়ে রেকর্ড ১৫টি ট্রফি জিতেছেন তিনি, যার মধ্যে তিনটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, দুটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছেন।
আরও পড়ুনযে তিন কারণে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারেন আনচেলত্তি১৩ মে ২০২৫আনুষ্ঠানিকভাবে না জানালেও রিয়ালকে বিদায় বলার মধ্য দিয়ে আনচেলত্তি হয়তো ক্লাব ফুটবলকেও বিদায় জানালেন। তেমনটা হলে ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবেই বিদায় নিতে যাচ্ছেন তিনি। তাঁর দখলে আছে সব মিলিয়ে ৩১টি ট্রফি, যার মধ্যে রেকর্ড সর্বোচ্চ ৫টি চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জিতেছে তিনি।
ক্লাব ফুটবলকে আপাতত বিদায় বললেও আনচেলত্তির চ্যালেঞ্জ কিছু শেষ হয়ে যায়নি। এখন তাঁর সামনে চ্যালেঞ্জটা হচ্ছে জাতীয় দলের হয়ে শিরোপা জেতার। রিয়াল ছেড়ে আনচেলত্তির পরবর্তী গন্তব্য পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলে। ব্রাজিলের হয়ে আনচেলত্তির মূল লক্ষ্য থাকবে ২০২৬ বিশ্বকাপ জেতা। সেটি করতে পারলে আনচেলত্তির অর্জনের ষোলোকলাও পূরণ হবে।
আরও পড়ুনআনচেলত্তির ব্রাজিল দলে ফিরতে কতটা প্রস্তুত নেইমার২১ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল র হয়
এছাড়াও পড়ুন:
ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাকে মাদ্রিদে গুলি করে হত্যা
ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তা অ্যান্ডরি পোর্টনভ স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত আমেরিকার একটি স্কুলের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি
৫১ বছর বয়সী পোর্টনভ মাদ্রিদের পোজুয়েলো দে আলার্কন এলাকায় অবস্থিত আমেরিকান স্কুলে তার সন্তানকে রেখে গাড়ির সামনে হেঁটে আসার সময়ই গুলিবিদ্ধ হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অপরিচিত একজন হামলাকারী অ্যান্ডরি পোর্টনভের ওপর একাধিকবার গুলি চালিয়ে বনভূমির দিয়ে পালিয়ে যায়। অন্তত পাঁচ থেকে ছয়টি গুলির শব্দ শোনা গেছে। ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে পুলিশ বন্দুক ধারীকে খুঁজছে। হামলাকারী নীল রংয়ের ট্রাকস্যুট পরা ছিল।
পোর্টনভ এক সময় সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ প্রশাসনের উপপ্রধানও ছিলেন। ইয়ানুকোভিচ ছিলেন রাশিয়াপন্থি প্রেসিডেন্ট। যাকে ২০১৪ সালে কয়েক মাসব্যাপী বিক্ষোভের পর ক্ষমতা থেকে উৎখাত করা হয়।
এর আগে অ্যান্ডরি পোর্টনভ ইউলিয়া টিমোশেঙ্কোর শাসকদলের একজন সংসদ সদস্য (এমপি) ছিলেন। তবে ২০১০ সালে ভিক্টর ইয়ানুকোভিচ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে তিনি তার দলে যোগ দেন। পরবর্তীতে বিক্ষোভ শুরু হলে অ্যান্ডরি ইউক্রেন ছেড়ে চলে যান। পরবর্তীতে ২০১৯ সালে ভলোদিমির জেলেনস্কি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি দেশে ফিরে আসেন।
পরে তিনি আবারও ইউক্রেন ছেড়ে চলে যান। এরপর ২০২১ সালে মার্কিন ট্রেজারি বিভাগ তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। যেখানে বলা হয়, অ্যান্ডরি প্রভাব বিস্তার করে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চেয়েছেন এবং সংস্কার ব্যবস্থায় বাধা সৃষ্টি করেছেন।
বুধবার স্থানীয় সময় সকাল সোয়া নয়টার দিকে স্কুলে প্রবেশ করার পরই তাকে গুলি করে হত্যা করা হয়। তবে কী কারণে গুলি করা হয়েছে তা স্পষ্ট নয়।