কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ অধ্যায়ের শেষটা নিশ্চিত হয়েছে আরও আগে। শুধু এটুকুই নয়, পরবর্তী গন্তব্য ব্রাজিলের সঙ্গে এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে কাজও শুরু করে দিয়েছেন তিনি। এরপরও রিয়ালকে তো আনুষ্ঠানিকতাটুকু তো সম্পন্ন করতেই হতো।

সেই আনুষ্ঠানিক ঘোষণাটাই আজ দিয়েছে রিয়াল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে নিশ্চিত করেছে আনচেলত্তির রিয়াল ছাড়ার বিষয়টি। আগামীকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটাই হবে রিয়ালের ডাগআউটে আনচেলত্তির শেষ ম্যাচ।

নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে রিয়াল লিখেছে, ‘রিয়াল মাদ্রিদ এবং কার্লো আনচেলত্তি চুক্তির ইতি টানার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম মহান কিংবদন্তিকে আমাদের ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অশেষ ভালোবাসা জানাই।

আরও পড়ুনমাদ্রিদে বসে ব্রাজিল নিয়ে যা বললেন আনচেলত্তি১৪ মে ২০২৫

কার্লো আনচেলত্তি আমাদের ক্লাবের ১২৩ বছরের গৌরবময় ইতিহাসের অন্যতম সফল সময়ে দলের নেতৃত্ব দিয়েছেন এবং ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী কোচ হিসেবে নিজের নাম অমর করে রেখেছেন।’

এ সময় রিয়ালের হয়ে আনচেলত্তির অর্জনের বিস্তারিত বিবরণও তুলে ধরা হয়। রিয়ালে আনচেলত্তি প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেন ২০১৩–২০১৫ সাল পর্যন্ত। এরপর দ্বিতীয় মেয়াদে তিনি দায়িত্ব নেন ২০২১ সালে।

এ দুই মেয়াদে রিয়ালের হয়ে রেকর্ড ১৫টি ট্রফি জিতেছেন তিনি, যার মধ্যে তিনটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, দুটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছেন।

আরও পড়ুনযে তিন কারণে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারেন আনচেলত্তি১৩ মে ২০২৫

আনুষ্ঠানিকভাবে না জানালেও রিয়ালকে বিদায় বলার মধ্য দিয়ে আনচেলত্তি হয়তো ক্লাব ফুটবলকেও বিদায় জানালেন। তেমনটা হলে ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবেই বিদায় নিতে যাচ্ছেন তিনি। তাঁর দখলে আছে সব মিলিয়ে ৩১টি ট্রফি, যার মধ্যে রেকর্ড সর্বোচ্চ ৫টি চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জিতেছে তিনি।

ক্লাব ফুটবলকে আপাতত বিদায় বললেও আনচেলত্তির চ্যালেঞ্জ কিছু শেষ হয়ে যায়নি। এখন তাঁর সামনে চ্যালেঞ্জটা হচ্ছে জাতীয় দলের হয়ে শিরোপা জেতার। রিয়াল ছেড়ে আনচেলত্তির পরবর্তী গন্তব্য পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলে। ব্রাজিলের হয়ে আনচেলত্তির মূল লক্ষ্য থাকবে ২০২৬ বিশ্বকাপ জেতা। সেটি করতে পারলে আনচেলত্তির অর্জনের ষোলোকলাও পূরণ হবে।

আরও পড়ুনআনচেলত্তির ব্রাজিল দলে ফিরতে কতটা প্রস্তুত নেইমার২১ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল র হয়

এছাড়াও পড়ুন:

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাট-বলে উজ্জ্বল সাকিব

গায়ানায় গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচে জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস। তাদের জয়ের নায়ক বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। 

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাট-বল হাতে সমানতালে জ্বলে উঠেছেন সাকিব। ব্যাটিংয়ে ৩৭ বলে ৫৮ রান করেন। ৭ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। পরবর্তীতে বোলিংয়ে ৪ ওভারে ১ মেডেনে ১৩ রানে তার শিকার ৪ উইকেট। 

অলরাউন্ড পারফরম্যান্সে সাকিব বুঝিয়ে দিয়েছেন ৩৮ পেরিয়ে গেলেও এখনও ধার কমেনি তার। 

আরো পড়ুন:

গ্লোবাল সুপার লিগে রংপুরের বিপক্ষে খেলবেন সাকিব

সিপিএলে সাকিব

পিএসএলে গত ২৩ মে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। লম্বা সময় পর তার সুযোগ হয় গ্লোবাল সুপার লিগে খেলার। শেষ মুহূর্তের ডাকে জিএসএলে দুবাই ক্যাপিটালসে যোগ দেন। 

প্রথম সুযোগেই বাজিমাত করলেন। সাকিব যখন ব্যাটিংয়ে আসেন তখন দলের রান ৩ উইকেটে ৫৮। থিতু হওয়ার সময়ও পাননি স্কোরবোর্ডের চিত্রটা হয়ে যায় এরকম, ৫ উইকেটে ৭৭। সেখান থেকে সাকিবের বীরত্বে দুবাই ক্যাপিটালসের রান ৭ উইকেটে ১৬৫। ইনিংসের শেষ পর্যন্ত টিকে থেকে দলের রানকে সম্মানজনক অবস্থানে নিয়ে যান। 

এরপর বোলিংয়েও শুরুতে মুগ্ধতা ছড়ান। নিজের প্রথম ওভারে কোনো রান দেননি। উইল ইয়ং এবং ডিন ফক্সক্রফটের উইকেট নেন। পরের স্পেলে ফিরে তার শিকার হন জন ক্লার্কসন। সরাসরি বোল্ড করেন ১২ রান করা ক্লার্কসনকে। শেষ ওভার করতে এসে উইলিয়াম ক্লার্ককে বোল্ড করেন বাঁহাতি স্পিনার। ৪ ওভারে মাত্র ১টি বাউন্ডারি হজম করেন। ১৪ বলই ছিল ডট। 

জবাব দিতে নেমে সেন্ট্রাল ডিস্ট্রিক্স ১৪৩ রানে থেমে যায়। সাকিবদের দল ম্যাচ জেতে ২২ রানে।  ব্যাট বল হাতে দারুণ সময় কাটিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান সাকিব।

পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেছেন, ‘‘শেষ মুহূর্তে আমাকে ডাকা হয়েছে এই দলে। দলের কেউ হয়তো নিজেকে সরিয়ে নিয়েছে বা ইনজুরিতে পড়েছে। আমি ভাগ্যবান সুযোগ পেয়েছি দুবাই ক্যাপিটালসে খেলার।’’

নিজের বোলিং নিয়ে সাকিব বলেছেন, ‘‘ক্যারিবীয়ানে আমি আসছি ২০০৭ সাল থেকে। দীর্ঘ সময়। এটা আমার সেকেন্ড হোম। আমি এখনকার কন্ডিশন সম্পর্কে অবগত এবং জানি কিভাবে বোলিং করতে হয়। এছাড়া আমাজন ওয়ারিয়র্সে খেলার কারণে আমার সাহায্য হয়েছে। নিশ্চিতভাবেই আমার ভালো সময় কেটেছে। দলের জন্য অবদান রাখতে পেরে খুশি।’’

‘‘ব্যাটিং-বোলিং দুটোই গুরুত্বপূর্ণ ছিল। ব্যাটিংয়ে আমার টিকে থাকা দরকার ছিল। কারণ আমরা উইকেট হারাচ্ছিলাম। আমাদের জুটি গড়ার দরকার ছিল। ভাগ্য ভালো, আমরা ১৬০ রানের মতো করতে পেরেছি। গায়ানার উইকেটে ১৬০ রানের বেশি হলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে।’’ - যোগ করেন সাকিব। 

নিজের দল নিয়ে সাকিব বেশ আত্মবিশ্বাসী, ‘‘আমরা ভালো শুরু পেয়েছি। এটা অল্প দিনের টুর্নামেন্ট। যেখানে প্রথম ম্যাচ জয় পাওয়ায় পরবর্তীতে আত্মবিশ্বাস বাড়াবে। আশা করছি এখান থেকে ছন্দ নিতে পারবো।’’

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • সাবেক উপাচার্য হাসিবুরসহ পলাতক ২৪ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
  • ভারতে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে বাংলাদেশি তরুণী আটক
  • অন্তর্বর্তী সরকারের আমলে কেন অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
  • পুতিনকে নিয়ে ‘হতাশ’ ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্ত কী হবে
  • চাকরিতে টিকে থাকতে হলে কর্মীদের এআই শেখার নির্দেশ মাইক্রোসফটের
  • ১২১ কোটি টাকায় বিক্রি হয়েছে বারকিনের ৯ বছর ব্যবহার হওয়া ব্যাগ
  • ‘গণ-অভ্যুত্থানের পর দেশে এমন নৃশংসতার রাজনীতি চলতে পারে না’
  • আদমশুমারিতে মাতৃভাষা বাংলা লিখলে বিদেশি বলে চিহ্নিত করা হবে: আসামের মুখ্যমন্ত্রী
  • প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাট-বলে উজ্জ্বল সাকিব
  • জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নোবিপ্রবি কর্মকর্তা আটক