দেশের আলোচিত ও প্রথম সারির ১০টি ব্যান্ড নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নজরুল কনসার্ট ২০২৫’ ও অ্যালবামের প্রকাশনা। যেখানে থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক কালজয়ী গানের পরিবেশনা।

আগামী ৩১ মে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এ কনসার্টটি অনুষ্ঠিত হবে। সেখানে গানের পাশাপাশি থাকছে বিদ্রোহী কবির বেশ কিছু কবিতার আবৃত্তি।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ আয়োজন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট।

আয়োজকরা জানান, ৩১ মে বিকেল ৫টায় শুরু হবে ‘নজরুল কনসার্ট ২০২৫’, চলবে রাত পর্যন্ত। এর উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা নন্দিত নির্মাতা সরয়ার ফারুকী। দর্শক বিনামূল্যে কনসার্টটি উপভোগ করতে পারবেন। এদিকে কনসার্টে অংশ নেওয়া ১০টি ব্যান্ডে সোলস, আর্ক, ওয়ারফেজ, দলছুট, শিরোনামহীন, ডিফরেন্ট টাচ, ব্ল্যাক মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল ও এফ মাইনর ব্যান্ডগুলোকে নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করছে নজরুল ইনস্টিটিউট।

এ নিয়ে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক গীতিকবি লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘স্বৈরশাসকের কবল থেকে দেশকে মুক্ত করতে কাজী নজরুলের গান হাতিয়ার হিসেবে কাজ করেছে। পাশাপাশি যে ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা একটি বৈষম্যহীন দেশের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে চলেছি, সেখানেও নজরুলর গান অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। সে কারণেই জাতীয় কবির উদ্দীপনামূলক গানগুলো নিয়ে কনসার্ট আয়োজন ও অ্যালবাম প্রকাশের উদ্যোগ নেওয়া। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অগ্রাধিকার ৭ কর্মসূচিতেও এটি গুরুত্বসহকারে জায়গা পায়। সে কারণে কনসার্টের পাশাপাশি অ্যালবাম প্রকাশনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, গত কয়েক মাসে দেশের সব বড় ব্যান্ডের সঙ্গে আলোচনা করে ১০টি ব্যান্ডকে নজরুলের উদ্দীপনামূলক গানগুলো রেকর্ড করার দায়িত্ব দিই। কনসার্টের দিন ৩১ মে তারিখেই অ্যালবামটি প্রকাশ করা হবে। এতে থাকছে ‘কারার ঐ লৌহ-কপাট’, ‘শিকলপরা ছল্’, ‘পরদেশী মেঘ’ ‘জয় হোক জয় হোক’, ‘দুর্গম গিরি, কান্তার মরু’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘জাগো অনশন-বন্দী’ কালজয়ী গানগুলো। প্রতিটি গানেরই কথা, সুর ও স্বরলিপির নির্দেশনা মেনেই রেকর্ড করা হয়েছে।

গানের বাণী ও সুর থেকে শুরু করে গানের প্রতিটি ক্ষেত্রে কঠিন নজরদারি রাখা হয়েছে, যাতে করে কোনোভাবেই এর বিকৃতি না ঘটে। এই কাজের জন্য প্রকল্পের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নজরুলসংগীত পণ্ডিত ইয়াকুব আলী খান। অ্যালবামের গানগুলো নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোয় শ্রোতারা শুনতে পাবেন। যুগের পর যুগ ধরে শ্রোতা মনে অনুরণন তুলে যাওয়া নজরুলের গানগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ আয়োজন বড় ভূমিকা রাখবে বলেও আয়োজকরা আশা প্রকাশ করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কনস র ট কনস র ট প রক শ নজর ল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৩১ অক্টোবর ২০২৫)

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টি আজ। অস্ট্রেলিয়া-ভারত এবং পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিও আজ।

২য় যুব ওয়ানডে

বাংলাদেশ-আফগানিস্তান
সকাল ১০টা, টি স্পোর্টস

৩য় টি-টোয়েন্টি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
সন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও নাগরিক

২য় টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ১ ও ২

টেনিস

প্যারিস মাস্টার্স
সন্ধ্যা ৭টা, সনি স্পোর্টস ৫

২য় টি-টোয়েন্টি

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
রাত ৯টা, এ স্পোর্টস ও টি স্পোর্টস

বুন্দেসলিগা

অগসবুর্গ-ডর্টমুন্ড
রাত ১-৩০ মি., সনি স্পোর্টস ২

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি
  • গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১
  • আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৫)
  • ধ্রুব’র লেখক সম্মাননা পাচ্ছেন পান্না,কাশেম ও ইউসূফী 
  • সব মাধ্যমে কাজ করতে চান জৌপারী
  • আজ টিভিতে যা দেখবেন (৩১ অক্টোবর ২০২৫)