দেশের আলোচিত ও প্রথম সারির ১০টি ব্যান্ড নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নজরুল কনসার্ট ২০২৫’ ও অ্যালবামের প্রকাশনা। যেখানে থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক কালজয়ী গানের পরিবেশনা।

আগামী ৩১ মে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এ কনসার্টটি অনুষ্ঠিত হবে। সেখানে গানের পাশাপাশি থাকছে বিদ্রোহী কবির বেশ কিছু কবিতার আবৃত্তি।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ আয়োজন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট।

আয়োজকরা জানান, ৩১ মে বিকেল ৫টায় শুরু হবে ‘নজরুল কনসার্ট ২০২৫’, চলবে রাত পর্যন্ত। এর উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা নন্দিত নির্মাতা সরয়ার ফারুকী। দর্শক বিনামূল্যে কনসার্টটি উপভোগ করতে পারবেন। এদিকে কনসার্টে অংশ নেওয়া ১০টি ব্যান্ডে সোলস, আর্ক, ওয়ারফেজ, দলছুট, শিরোনামহীন, ডিফরেন্ট টাচ, ব্ল্যাক মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল ও এফ মাইনর ব্যান্ডগুলোকে নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করছে নজরুল ইনস্টিটিউট।

এ নিয়ে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক গীতিকবি লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘স্বৈরশাসকের কবল থেকে দেশকে মুক্ত করতে কাজী নজরুলের গান হাতিয়ার হিসেবে কাজ করেছে। পাশাপাশি যে ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা একটি বৈষম্যহীন দেশের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে চলেছি, সেখানেও নজরুলর গান অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। সে কারণেই জাতীয় কবির উদ্দীপনামূলক গানগুলো নিয়ে কনসার্ট আয়োজন ও অ্যালবাম প্রকাশের উদ্যোগ নেওয়া। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অগ্রাধিকার ৭ কর্মসূচিতেও এটি গুরুত্বসহকারে জায়গা পায়। সে কারণে কনসার্টের পাশাপাশি অ্যালবাম প্রকাশনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, গত কয়েক মাসে দেশের সব বড় ব্যান্ডের সঙ্গে আলোচনা করে ১০টি ব্যান্ডকে নজরুলের উদ্দীপনামূলক গানগুলো রেকর্ড করার দায়িত্ব দিই। কনসার্টের দিন ৩১ মে তারিখেই অ্যালবামটি প্রকাশ করা হবে। এতে থাকছে ‘কারার ঐ লৌহ-কপাট’, ‘শিকলপরা ছল্’, ‘পরদেশী মেঘ’ ‘জয় হোক জয় হোক’, ‘দুর্গম গিরি, কান্তার মরু’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘জাগো অনশন-বন্দী’ কালজয়ী গানগুলো। প্রতিটি গানেরই কথা, সুর ও স্বরলিপির নির্দেশনা মেনেই রেকর্ড করা হয়েছে।

গানের বাণী ও সুর থেকে শুরু করে গানের প্রতিটি ক্ষেত্রে কঠিন নজরদারি রাখা হয়েছে, যাতে করে কোনোভাবেই এর বিকৃতি না ঘটে। এই কাজের জন্য প্রকল্পের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নজরুলসংগীত পণ্ডিত ইয়াকুব আলী খান। অ্যালবামের গানগুলো নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোয় শ্রোতারা শুনতে পাবেন। যুগের পর যুগ ধরে শ্রোতা মনে অনুরণন তুলে যাওয়া নজরুলের গানগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ আয়োজন বড় ভূমিকা রাখবে বলেও আয়োজকরা আশা প্রকাশ করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কনস র ট কনস র ট প রক শ নজর ল

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটসে মাস্টার্স, জিপিএ ২.৫–এ করুন আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স ইন পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস প্রোগ্রামে (৪র্থ ব্যাচ, স্প্রিং ২০২৫) শিক্ষার্থী ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেড় বছর মেয়াদি এ কোর্সের ক্লাস হবে শুক্র ও শনিবার। ক্লাসের মধ্য ৩০ শতাংশ ক্লাস হবে অনলাইনে।  

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫

আবেদনের ভর্তির যোগ্যতা:  প্রার্থীকে অবশ্যই সব অ্যাকাডেমিক পরীক্ষায় ২য় বিভাগ অথবা ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে।

আবেদন চলবে: ২৪ মে পর্যন্ত। পরীক্ষা: ৩০ মে ২০২৫

আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বিকেএসপিতে প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স, থাকা–খাওয়া ফ্রি
  • ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্মরণীয় ২৫ মুহূর্ত
  • ‘টানা দশ মিনিট করতালির দৃশ্য কোনোদিন ভুলব না’
  • কারিগরির সাপ্তাহিক ক্লাস, নম্বরবিন্যাস ও সিলেবাস প্রকাশ
  • আজ টিভিতে যা দেখবেন (২৪ মে ২০২৫)
  • ঢাকায় বিডিএফ ডায়ালজিক বিতর্কের গ্র্যান্ড স্লাম শুরু
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটসে মাস্টার্স, জিপিএ ২.৫–এ করুন আবেদন
  • ইউক্রেনের সেনা বিতাড়নের পর প্রথমবার কুরস্কে পুতিন
  • সেলিম আল দীনকে নিয়ে ভবিষ্যতে আমার চিন্তা প্রকাশ করব : সলিমুল্লাহ খান