দেশের আলোচিত ও প্রথম সারির ১০টি ব্যান্ড নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নজরুল কনসার্ট ২০২৫’ ও অ্যালবামের প্রকাশনা। যেখানে থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক কালজয়ী গানের পরিবেশনা।

আগামী ৩১ মে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এ কনসার্টটি অনুষ্ঠিত হবে। সেখানে গানের পাশাপাশি থাকছে বিদ্রোহী কবির বেশ কিছু কবিতার আবৃত্তি।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ আয়োজন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট।

আয়োজকরা জানান, ৩১ মে বিকেল ৫টায় শুরু হবে ‘নজরুল কনসার্ট ২০২৫’, চলবে রাত পর্যন্ত। এর উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা নন্দিত নির্মাতা সরয়ার ফারুকী। দর্শক বিনামূল্যে কনসার্টটি উপভোগ করতে পারবেন। এদিকে কনসার্টে অংশ নেওয়া ১০টি ব্যান্ডে সোলস, আর্ক, ওয়ারফেজ, দলছুট, শিরোনামহীন, ডিফরেন্ট টাচ, ব্ল্যাক মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল ও এফ মাইনর ব্যান্ডগুলোকে নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করছে নজরুল ইনস্টিটিউট।

এ নিয়ে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক গীতিকবি লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘স্বৈরশাসকের কবল থেকে দেশকে মুক্ত করতে কাজী নজরুলের গান হাতিয়ার হিসেবে কাজ করেছে। পাশাপাশি যে ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা একটি বৈষম্যহীন দেশের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে চলেছি, সেখানেও নজরুলর গান অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। সে কারণেই জাতীয় কবির উদ্দীপনামূলক গানগুলো নিয়ে কনসার্ট আয়োজন ও অ্যালবাম প্রকাশের উদ্যোগ নেওয়া। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অগ্রাধিকার ৭ কর্মসূচিতেও এটি গুরুত্বসহকারে জায়গা পায়। সে কারণে কনসার্টের পাশাপাশি অ্যালবাম প্রকাশনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, গত কয়েক মাসে দেশের সব বড় ব্যান্ডের সঙ্গে আলোচনা করে ১০টি ব্যান্ডকে নজরুলের উদ্দীপনামূলক গানগুলো রেকর্ড করার দায়িত্ব দিই। কনসার্টের দিন ৩১ মে তারিখেই অ্যালবামটি প্রকাশ করা হবে। এতে থাকছে ‘কারার ঐ লৌহ-কপাট’, ‘শিকলপরা ছল্’, ‘পরদেশী মেঘ’ ‘জয় হোক জয় হোক’, ‘দুর্গম গিরি, কান্তার মরু’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘জাগো অনশন-বন্দী’ কালজয়ী গানগুলো। প্রতিটি গানেরই কথা, সুর ও স্বরলিপির নির্দেশনা মেনেই রেকর্ড করা হয়েছে।

গানের বাণী ও সুর থেকে শুরু করে গানের প্রতিটি ক্ষেত্রে কঠিন নজরদারি রাখা হয়েছে, যাতে করে কোনোভাবেই এর বিকৃতি না ঘটে। এই কাজের জন্য প্রকল্পের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নজরুলসংগীত পণ্ডিত ইয়াকুব আলী খান। অ্যালবামের গানগুলো নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোয় শ্রোতারা শুনতে পাবেন। যুগের পর যুগ ধরে শ্রোতা মনে অনুরণন তুলে যাওয়া নজরুলের গানগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ আয়োজন বড় ভূমিকা রাখবে বলেও আয়োজকরা আশা প্রকাশ করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কনস র ট কনস র ট প রক শ নজর ল

এছাড়াও পড়ুন:

উইম্বলডনে ছেলেদের ট্রফিতে কেন আনারস

ট্রফিটি দেখলেই চোখ জুড়িয়ে যায়। রূপায় মোড়ানো ১৮ ইঞ্চি উচ্চতার ট্রফি। উইম্বলডনের সবুজ গালিচায় ছেলেদের এককে চ্যাম্পিয়ন হয়ে কোনো পুরুষ প্রতিযোগী যখন এ ট্রফিটি উঁচিয়ে ধরেন, তখন সেই সাফল্যের গর্বই অন্য রকম।
তবে উইম্বলডনে ছেলেদের এককে এই ট্রফিটি ভালোভাবে খেয়াল করলে একটি বিষয় চোখে পড়তে পারে। ট্রফিটির মাথায় যে ছোট্ট একটি আনারস! মানে দেখতে আনারসের মতোই লাগে। দুনিয়ায় এত কিছু থাকতে উইম্বলডনের ট্রফির মাথায় কেন আনারস বসানো, সেই প্রশ্ন কিন্তু উঠতেই পারে।

উত্তর দিয়েছে বিবিসি। আনারস খুব বেশি পাওয়া যায় না, এমন ভেবে ফলটিকে মর্যাদার প্রতীক হিসেবে ধরে ট্রফির মাথায় তার ভাস্কর্য জুড়ে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, আনরস ফল হিসেবে তো অপ্রতুল হওয়ার কথা নয়? বিবিসি এই প্রশ্নের উত্তর খুঁজতে নিয়ে গেছে অনেক বছর আগে।

আরও পড়ুনপ্রতিবেশীদের কটূক্তি সইতে না পেরে টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে মারলেন বাবা৩ ঘণ্টা আগে

বছরে চারটি গ্র্যান্ড স্লাম টেনিসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ উইম্বলডন চ্যাম্পিয়নশিপ শুরু হয় ১৮৭৭ সালে। উনিশ শতকে শেষার্ধে ব্রিটেনে আনারস বেশ অপ্রতুল, দামি এবং অভিজাত ফল ছিল। যদিও নাবিক ও অনুসন্ধানকারী ক্রিস্টোফার কলম্বাস ৪০০ বছর আগেই এই ফলটি ইউরোপে প্রথমবারের মতো ফিরিয়ে এনেছিলেন। বিংশ শতকের শুরুর দশকে পশ্চিম ইউরোপে রপ্তানির জন্য হাওয়াই আনারস প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়। এ কারণে আনারস বেশ মর্যাদাপূর্ণ ফল ছিল তখন।

উইম্বলডনে গত আসরে চ্যাম্পিয়ন হন কার্লোস আলকারাজ

সম্পর্কিত নিবন্ধ

  • ইতালির ইতিহাস, প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে
  • শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব
  • ‘ন ডরাই’ এর বিনিময়ে বাংলাদেশে প্রথমবার মুক্তি পাচ্ছে নেপালি ছবি
  • উইম্বলডনে ছেলেদের ট্রফিতে কেন আনারস
  • ‘আঞ্চলিক প্রতিপক্ষ’ সৌদি আরবের সঙ্গে বৈঠকে ইরান
  • প্রথমবার মেয়ের সঙ্গে গাইলেন ন্যান্সি
  • সিনিয়র ফুটবলারদের আরেকটা সুযোগ দেওয়া উচিত: ঋতুপর্ণা চাকমা
  • দলের সিনিয়র ফুটবলারদের আবার দলে নেওয়া হোক: ঋতুপর্ণা চাকমা
  • আমার দেওয়া গোলগুলো প্রায় সবই ডি-বক্সের বাইরে থেকে: ঋতুপর্ণা
  • রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি রিয়াল-পিএসজি