ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক মাঈনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। নোবেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এ আদেশ দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) ইলা মনি। তিনি বলেন, মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন। নোবেলের জামিনে তাঁর আপত্তি নেই বলে আদালতকে তিনি লিখিতভাবে জানান। শুনানি নিয়ে আদালত জামিন মঞ্জুর করেন।

১৯ জুন নোবেলকে বিয়ে করার অনুমতি দেন আদালত। পরে সেদিনই কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় নোবেল ও সেই নারী এবং দুজনের পক্ষ থেকে চারজন সাক্ষী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনধর্ষণ মামলার বাদীকে বিয়ে করলেন নোবেল২০ জুন ২০২৫

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে গত ২০ মে থেকে কারাগারে আছেন গায়ক নোবেল। সেদিন নোবেলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছিলেন, যে নারী ধর্ষণের অভিযোগ এনেছেন, তিনি তাঁর স্ত্রী। তিনি ধর্ষণ করেননি। ওই নারীকে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে কাবিননামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী জসীম উদ্দিন। ওই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয় নোবেলের বিরুদ্ধে।

ডেমরা থানার পুলিশ আদালতকে লিখিতভাবে জানিয়েছিল, সাত বছর আগে (২০১৮) ফেসবুকে নোবেলের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। তিনি মোহাম্মদপুরের একটি ভাড়া বাসায় থেকে রাজধানীর একটি কলেজে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে পড়তেন। তাঁদের মধ্যে কথাবার্তা হতো। গত বছরের ১২ নভেম্বর ডেমরায় নোবেলের স্টুডিও দেখানোর জন্য ওই নারীকে ডেকে নিয়ে যাওয়া হয়। রাত আটটার দিকে তিনি (নারী) বাসা থেকে বেরিয়ে যেতে চাইলে তাঁর মুঠোফোন কেড়ে নেন নোবেল। পরে মুঠোফোনটি ভেঙে ফেলেন। এরপর তাঁকে ধর্ষণ করেন এবং ধর্ষণের সেই ভিডিও ধারণ করেন নোবেল। পরে ভয় দেখিয়ে সাত মাস ধরে ওই বাসায় তাঁকে আটকে রাখা হয়।

আরও পড়ুনধর্ষণ মামলার বাদীকে বিয়ে করার অনুমতি পেলেন নোবেল১৮ জুন ২০২৫

পুলিশ আদালতকে আরও জানিয়েছিল, ওই নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁর (নারী) মা-বাবা ঢাকায় আসেন। পরে ওই নারীকে নোবেলের বাসা থেকে উদ্ধার করা হয়। পরে ১৯ মে নোবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ওই ন র ক

এছাড়াও পড়ুন:

ট্রাম্পের কাছে ক্ষমা চাইল বিবিসি, ক্ষতিপূরণ দিতে নারাজ

প্যানোরামা পর্বের একটি তথ্যচিত্রের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ওই তথ্যচিত্রটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণের অংশগুলো কেটে জুড়ে দেওয়া হয়েছিল। তবে গণমাধ্যমটি ট্রাম্পের ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছে। খবর বিবিসির।

বিবিসি করপোরেশন বলেছে, তথ্যচিত্রটি সম্পাদনের ফলে ‘প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংস পদক্ষেপের আহ্বান জানিয়েছেন–এমন ভুল ধারণা’ তৈরি হয়েছিল। তারা বলেছে, ২০২৪ সালের সেই অনুষ্ঠানটি আর দেখাবে না।

আরো পড়ুন:

বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

এফএম রেডিও নীতিমালা লঙ্ঘন করছে কি না দেখতে রেগুলেটরি কমিটি

অন্যদিকে, ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে হুমকি দিয়ে বলেছেন, গণমাধ্যমটি যদি ক্ষমা না চায়, বক্তব্য প্রত্যাহার না করে এবং ডোনাল্ড ট্রাম্পকে ক্ষতিপূরণ না দেয়, তবে তারা এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন।

এই বিতর্কের জের ধরে গত রবিবার বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা বিভাগের প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিবিসির সংশোধন স্পষ্টীকরণ বিভাগ তথ্যচিত্রটি কীভাবে সম্পাদনা করা হয়েছিল তা জানায়।

এক বিবৃতিতে তারা বলে, আমরা স্বীকার করি, আমাদের সম্পাদনা অনিচ্ছাকৃতভাবে এই ধারণা তৈরি করেছে–আমরা ভাষণের একটি একক, একটানা অংশ দেখাচ্ছি, বরং ভাষণের বিভিন্ন অংশ থেকে নেওয়া নির্বাচিত অংশ নয় এবং এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংস পদক্ষেপের আহ্বান জানিয়েছেন, এমন ভুল ধারণা তৈরি হয়েছে।

এদিকে বিবিসির একজন মুখপাত্র জানিয়েছেন, বিবিসির আইনজীবীরা রবিবার পাওয়া এক চিঠির জবাব দিয়েছেন ট্রাম্পের লিগ্যাল টিমের কাছে। তারা বলেছে, বিবিসি চেয়ারম্যান সমীর শাহ আলাদাভাবে হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে স্পষ্ট করে দিয়েছেন, তিনি এবং করপোরেশনটি ৬ জানুয়ারি ২০২১ এর প্রেসিডেন্টের ভাষণের সম্পাদনার জন্য দুঃখিত।

তারা আরো বলেছেন, ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদনা করা হয়েছিল, তার জন্য বিবিসি আন্তরিকভাবে দুঃখিত হলেও এখানে মানহানির কোনো ভিত্তি আছে, এমন ধারণার বিষয়ে সম্মত নয়।

ট্রাম্পের ভাষণে তিনি বলেছিলেন, “আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমরা আমাদের সাহসী সিনেটর, কংগ্রেসম্যান ও নারীদের জন্য উল্লাস করব।” ভাষণের প্রায় ৫০ মিনিটেরও বেশি সময় পরে তিনি বলেছিলেন, “এবং আমরা লড়াই করি। আমরা জান দিয়ে লড়াই করি।”

প্যানোরামা অনুষ্ঠানটির ক্লিপে দেখানো হয়েছে ট্রাম্প বলছেন, “আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব... এবং আমি তোমাদের সাথে সেখানে থাকব। এবং আমরা লড়াই করি। আমরা জান দিয়ে লড়াই করি।”

বিবিসির ওই তথ্যচিত্রটি প্রচারের পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার ভাষণকে ‘খুন’ করা হয়েছে এবং এটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা দর্শকদের ‘প্রতারিত’ করেছে।

ট্রাম্পের আইনি দলের কাছে লেখা চিঠিতে বিবিসি পাঁচটি প্রধান যুক্তি তুলে ধরে বলেছে, কেন তারা মনে করে তাদের কোনো মামলায় জবাবদিহি করার প্রয়োজন নেই।

প্রথমত, তারা বলেছে, বিবিসির কাছে প্যানোরামা পর্বটি তাদের মার্কিন চ্যানেলগুলোতে বিতরণ করার অধিকার ছিল না এবং তারা তা করেওনি। তথ্যচিত্রটি বিবিসি আইপ্লেয়ারে ‘রেস্ট্রিকটেড’ ছিল যুক্তরাজ্যের দর্শকদের জন্য।

দ্বিতীয়ত, তারা বলেছে যে তথ্যচিত্রটি ট্রাম্পের কোনো ক্ষতি করেনি, কারণ তিনি এর পরপরই পুনরায় নির্বাচিত হয়েছিলেন।

তৃতীয়ত, তারা বলেছে যে ক্লিপটি ভুল বোঝানোর জন্য ডিজাইন করা হয়নি, বরং একটি দীর্ঘ বক্তৃতা সংক্ষিপ্ত করার জন্য করা হয়েছিল এবং সম্পাদনাটি বিদ্বেষবশত করা হয়নি।

চতুর্থত, তারা বলেছে যে ক্লিপটি কখনোই বিচ্ছিন্নভাবে বিবেচনা করার জন্য ছিল না। বরং, এটি এক ঘণ্টার একটি অনুষ্ঠানের মধ্যে মাত্র ১২ সেকেন্ডের অংশ ছিল, যেখানে ট্রাম্পের সমর্থনে প্রচুর কণ্ঠস্বরের শব্দ ছিল।

পরিশেষে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মানহানির আইন অনুসারে জনস্বার্থ এবং রাজনৈতিক বক্তব্যের বিষয়ে একটি মতামতকে ব্যাপকভাবে সুরক্ষা দেওয়া হয়।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রাম্পের কাছে ক্ষমা চাইল বিবিসি, ক্ষতিপূরণ দিতে নারাজ
  • ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চাইল বিবিসি
  • বাস পোড়ানোর মামলায় ৫ দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা ইস্কান্দার
  • রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলার দুই মাস পর আদালতে পরিবারের মামলা
  • বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া নিয়ে রুল শুনানি ১৯ নভেম্বর
  • শেখ হাসিনার মামলার বিচারপ্রক্রিয়ায় অস্বচ্ছতা দেখেননি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
  • পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনবেন সর্বোচ্চ আদালত
  • নারী ক্রিকেটে অসদাচরণ তদন্তে যুক্ত হলেন আরও দুজন
  • যৌন নির্যাতনের অভিযোগ জাহানারার: তদন্ত কমিটিতে আরো ২ জন
  • ‘মাথার ওপর যেন ছাদ ভেঙে পড়তে চলেছে’—ইসলামাবাদে হামলা নিয়ে প্রত্যক্ষদর্শী