কোরিয়ার বিনোদনজগতের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান সিজে ইএনএম এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি করেছে অ্যানিমেশন সিরিজ। এই সিরিজের নাম ‘ক্যাট বিগি’। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, এআই তথ্যপ্রযুক্তি দিয়ে তৈরি এটাই তাদের প্রথম কোনো অ্যানিমেশন সিরিজ। গতকাল সোমবার নতুন এই সিরিজের কথা সামনে আসে।

‘প্যারাসাইট’ সিনেমা দিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসে এই প্রযোজনা প্রতিষ্ঠান। এবার তারা প্রতিষ্ঠার ৩০ বছর উদ্‌যাপন করতে যাচ্ছে। এই উপলক্ষে প্রতিষ্ঠানটি ‘কোরিয়ান কনটেন্ট মিটস এআই: হাউ এআই টেকনোলজি ইজ ট্রান্সফরমিং দ্য ফিউচার অব দ্য কনটেন্ট ইন্ডাস্ট্রি’ শিরোনামে আলোচনার আয়োজন করে।

কনটেন্ট তৈরিতে এআই কোনো বিপ্লব ঘটাতে পারে কি না, ভবিষ্যৎ এইআই নির্ভর কনটেন্ট কেমন হতে পারে, সেটাই এখন আলোচনার মুখ্য বিষয় ছিল। পরবর্তী সময়ে কীভাবে তারা এআই দিয়ে সিরিজটি তৈরি করেছে, সেটা প্রকাশ্যে আনে।

শর্ট ফর্ম অ্যানিমেশন সিরিজ ক্যাট বিগি। এই সিরিজের গল্পে দেখা যাবে, একটি বিড়ালের হঠাৎ করেই একটি বাচ্চার সঙ্গে পরিচয় হয়। পরবর্তী সময়ে সেই বিড়াল হয়ে যায় বাচ্চার বাবা। এই বাবা হওয়া নিয়েই ঘটতে থাকে নানা ঘটনা।

সিরিজটি তৈরি করতে ৬ জন বিশেষজ্ঞ সার্বক্ষণিক কাজ করেছেন। সিজে ইএনএম–এর এআই বিজনেস অ্যান্ড প্রোডাকশনের প্রধান বায়েক ইউং-জাং ভ্যারাইটিকে বলেন, ‘৫ মিনিটের একটি থ্রিডি অ্যানিমেশন তৈরির জন্য কখনো তিন থেকে চার মাস সময় পর্যন্ত লাগতে পারে। এই কাজে মূল চ্যালেঞ্জ ছিল অ্যানিমেশন চরিত্রের গতি নিয়ন্ত্রণ করা ও সেটা প্রকাশ করা।’

এদিকে গত ফেব্রুয়ারিতে লেখা থেকে ভিডিও তৈরির মডেল সোরা তৈরির ঘোষণা দেয় চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই। ব্যবহারকারীদের লিখিত বর্ণনা থেকে কাল্পনিক দৃশ্য তৈরি করতে পারে সোরা মডেল। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বিভিন্ন চরিত্র ও আশপাশের দৃশ্যও নিখুঁতভাবে তৈরি করতে পারে মডেলটি।

পরবর্তী সময়ে ধারণা করা হয়, এআই দিয়ে সিনেমাও তৈরি করা যাবে। বিনোদন অঙ্গনে প্রযুক্তির এই নতুন সংযোজন ভবিষ্যতে জায়গা দখল করবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ট্রিবেকা চলচ্চিত্র উৎসবের আয়োজকেরা। তাঁরা প্রথমবারের মতো ঘোষণা দিয়ে এইআই দিয়ে নির্মিত সিনেমাকেও উৎসবে মূল্যায়ন করবেন।

সিরিজটি ৩০টি পর্ব দিয়ে সাজানো হয়েছে। প্রতি পর্বের ব্যাপ্তি ২ মিনিট। সিরিজটি আন্তর্জাতিক দর্শকদের জন্য জুলাইতে ইউটিউবে মুক্তি পাবে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয় সিরিজটি শত ভাগ এআই জেনারেটেড। সিরিজের কাজটি সম্পূর্ণ করতে ৫ মাস সময় লেগেছে। এ সময়ে সিরিজের গল্প চরিত্রের জন্য আলাদা আলাদা ডিজাইন করতে হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কনট ন ট স র জট

এছাড়াও পড়ুন:

সিডনিতে ‘উৎসব’–এ মেতেছেন প্রবাসীরা

প্রবাসে দেশি সিনেমা দেখাটা একধরনের সামাজিক উৎসবের মতো। অস্ট্রেলিয়ায় সেই উৎসবেই মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা। উৎসবের আবহে সিডনির অবার্নের রিডিং সিনেমায় তানিম নূর পরিচালিত ‘উৎসব’ দেখতে সপরিবার ভিড় করছেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক, প্রযুক্তিবিদ, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ।

রিডিং সিনেমায় ছবিটির প্রদর্শনী ছিল হাউসফুল। দর্শকের ভালোবাসা দেখে বাড়ানো হয়েছে আরও অনেক শো। অস্ট্রেলিয়ায় ছবিটি পরিবেশন করছে ‘পথ প্রোডাকশনস’। পরিবেশক শাওন অরিজিৎ খুশি, ‘সিডনি, মেলবোর্নের দর্শকদের সাড়া দেখে অভিভূত। এখন পার্থ, ক্যানবেরা, ব্রিসবেনে যাচ্ছে উৎসব। ১৫ জুলাই থেকে নিউজিল্যান্ডেও দেখানো হবে।’

আরও পড়ুনউত্তর আমেরিকায় রেকর্ড, কত আয় করল ‘উৎসব’২৮ জুন ২০২৫

ব্ল্যাকটাউন হাসপাতালের চিকিৎসক সোনিয়া ভট্টাচার্য বললেন, ‘সত্যি কথা বলতে কি, এত দিন পর একটা সিনেমা দেখে মনটা ভরে গেল। আমাদের মায়ের প্রজন্ম, আমাদের প্রজন্ম এবং আমার মেয়ের প্রজন্ম—সবাই একসঙ্গে বসে দেখলাম, একসঙ্গে হাসলাম, কাঁদলাম। চিকিৎসক জীবনের ব্যস্ততা, জীবনযাত্রার গতি—সবকিছুর বাইরে এসে যেন একটুখানি শ্বাস ফেলার মতো সুযোগ পেলাম।’

শো শুরু হওয়ার আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ‘অবুঝ মন’ থেকে ‘উৎসব’ 
  • আড়ংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি 
  • আড়ংয়ে জব সার্কুলার ২০২৫, আছে প্রভিডেন্ট ফান্ড-বিমা 
  • সময় এখন বৃক্ষ রোপণের
  • ‘বেহুলার লাচারি’–শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
  • ‘আনটাং’ যাচ্ছে আফ্রিকায়
  • বিএসআরএফ’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও ফল উৎসব
  • ইতিবাচক লেখনিতে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার: ডিবিএ সভাপতি
  • সিডনিতে ‘উৎসব’–এ মেতেছেন প্রবাসীরা