রাজনৈতিক দলগুলোর মধ্যে অমীমাংসিত সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে গণশুনানি আয়োজনের অনুরোধ জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বরাবরে চিঠি দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান আজ বুধবার এ চিঠি পাঠান। তিনি বলেছেন, গণশুনানি আয়োজনের অনুরোধ জানিয়ে রেজিস্ট্রি ডাকযোগে দুপুরে চিঠিটি পাঠানো হয়েছে।

চিঠিতে এ আইনজীবী বলেছেন, তিনি গভীরভাবে লক্ষ করছেন যে জাতীয় স্বার্থে গঠিত ঐকমত্য কমিশন একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ করে একটি সমন্বিত সংস্কার পরিকল্পনার রূপরেখা তৈরির লক্ষ্যে কাজ করে চলেছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তবে দুঃখজনক হলেও সত্য যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবিত সংস্কারবিষয়ক আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো কোনো ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি।

আরও পড়ুনজুলাইয়ের মাঝামাঝি একটা অবস্থানে পৌঁছার ব্যাপারে আশাবাদী আলী রীয়াজ৪৭ মিনিট আগে

এসব অমীমাংসিত ইস্যুর মধ্যে নির্বাচনপদ্ধতির পরিবর্তন, সংসদীয় ক্ষমতার ভারসাম্য, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারব্যবস্থা, রাজনৈতিক অর্থায়নের স্বচ্ছতা, নির্বাচন কমিশনের স্বাধীনতা ও ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, এসব ইস্যু দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি প্রভাববাহী। কিন্তু শুধু রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সমঝোতার অভাবে এসব বিষয়ে সিদ্ধান্ত অনির্ধারিত থাকলে তা একদিকে যেমন গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করবে, অন্যদিকে তেমনি সাধারণ জনগণের প্রত্যাশা পূরণেও ঘাটতি থাকবে।

এ প্রেক্ষাপটে দেশের নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন, আইনজীবী সমাজ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ী ও প্রান্তিক জনগণের মতামত সংগ্রহের উদ্দেশ্যে একটি বিস্তৃত গণশুনানি প্রক্রিয়া পরিচালনা করা জরুরি বলে বিশ্বাস করেন চিঠিদাতা এ আইনজীবী।

সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত ক গণশ ন ন আইনজ ব

এছাড়াও পড়ুন:

নির্বাচনী সীমানা নির্ধারণ ও তত্ত্ববধায়কের বিষয়ে একমত জামায়াত

নির্বাচনী সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃ প্রতিষ্ঠার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে জামায়াতে ইসলামী একমত বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘আজকের একটা বিষয়ে আমরা প্রায় ঐকমত্যে পৌঁছেছি, সেটা হলো নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ কমিটি ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা।’

আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন আবদুল্লাহ মোহাম্মাদ তাহের।

সীমানা নির্ধারণ খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটা পরিবর্তন এসেছে, সেটি হলো একটি বিশেষায়িত কমিটি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। ত্রয়োদশ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সীমানা নির্ধারণ খুব গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের বিশেষজ্ঞ কমিটিতে যে উপদেষ্টারা থাকবেন, তাঁরা পরামর্শ দেবেন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠার জন্য সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানান জামায়াতে ইসলামীর এই নায়েবে আমির। তবে এই সরকারের মেয়াদের বিষয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতে ইসলামী এই সরকারের মেয়াদ ৪ মাস করার কথা বলেছে এবং স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন এই দুটিই যাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, সেই দাবি জানিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘আমরা সব সময় জুলাই সনদের পক্ষে। যে পরিবর্তনের জন্য আমরা রক্ত দিয়েছি, তার কিছুই যদি না হয়, আগের অবস্থায় যদি থাকি, তাহলে সেক্রিফাইস (আত্মত্যাগ) একবারে অর্থহীন হয়ে যাবে।’ তিনি বলেন, বিশ্বের অনেক দেশে বিপ্লব, গণ-অভ্যুত্থান হয়েছে, তবে বাংলাদেশেরটা ব্যতিক্রম। কারণ, এখানে শিশু, বৃদ্ধ, ছাত্র, পেশাজীবী মানুষ যোগ দিয়েছিলেন। সুতরাং জুলাই সনদ দ্রুত ঘোষণা হওয়া দরকার।

জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। আলোচনার শুরুতে জুলাই শহীদদের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আজকের আলোচনায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মো. আইয়ুব মিয়া।

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচনী রাজনীতি কোন দিকে গড়াচ্ছে?
  • তত্ত্বাবধায়ক সরকারে একমত, রূপরেখা নিয়ে মতভিন্নতা
  • সংস্কারে সবচেয়ে বেশি সহযোগিতা করছে বিএনপি: সালাহউদ্দিন
  • নির্বাচনী সীমানা নির্ধারণ ও তত্ত্ববধায়কের বিষয়ে একমত জামায়াত
  • তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে দ্বিমত নেই : আলী রীয়া
  • জুলাইয়ের মাঝামাঝি একটা অবস্থানে পৌঁছার ব্যাপারে আশাবাদী আলী রীয়াজ
  • আবারও কি সংস্কারের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে
  • চলতি মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব : আলী রীয়াজ
  • পিআর পদ্ধতির উচ্চকক্ষ মেনে নিতে আহ্বান ৬০ নাগরিকের