ছেলেকে পাশে রেখে ধূমপান ছাড়ার ঘোষণা আমির খানের
Published: 11th, January 2025 GMT
ধূমপানের বদভ্যাসের কথা খোলাখুলি স্বীকার করেছেন আমির খান। নিজেই জানিয়েছেন, তাঁর সাবেক স্ত্রী কিরণ রাও সিগারেটের ধোঁয়া ভীষণ অপছন্দ করতেন। এবার অভিনেতা জানালেন ধূমপান ছাড়ার কথা। গতকাল মুম্বাইয়ে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন আমির। খবর হিন্দুস্তান টাইমসের
গতকাল শুক্রবার ছেলে জুনায়েদ খানের নতুন রোমান্টিক–কমেডি সিনেমা ‘লাভইয়াপা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানেই আমির ধূমপান ছাড়ার কথা বলেন। ষাটের দোরগোড়ায় এসে স্বাস্থ্য আর পরিবারের কথা চিন্তা করে বড় সিদ্ধান্ত নিয়েছেন আমির। অভিনেতা জানান, তিনি বেশ কিছুদিন ধরেই ছেড়ে সিগারেটের নেশা ত্যাগ করার কথা ভাবছিলেন।
শুক্রবার রাতেও আমির স্বীকার করেছেন যে তিনি ধূমপান ‘উপভোগ করেন’, বছরের পর বছর ধরে এতে আসক্ত। তবে এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তরুণ প্রজন্মকে বারবার স্মরণ করান ‘মিস্টার পারফেকশনিস্ট’।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে আমির খান, খুশি কাপুর, অদ্বৈত চন্দন ও জুনায়েদ খান। এএনআই.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলেন প্রভা
টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দুই দশকের অভিনয় ক্যারিয়ারে মনকাড়া অনেক কাজ উপহার দিয়েছেন। পর্দায় তার সাবলীল উপস্থিত এখনো মুগ্ধ করে দর্শকদের। নানা কারণে কাজ এখন অনেকটা কম করছেন এই অভিনেত্রী। তবে এই সময়ে রিলস দেখে তার সবচেয়ে বেশি সময় কাটে বলে জানিয়েছেন প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব প্রভা। এবার ফেসবুকে জুয়ার ওয়েবসাইটের সঙ্গে জড়িয়ে পড়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা তুলে ধরলেন এই অভিনেত্রী।
এ নিয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন প্রভা। তাতে এ অভিনেত্রী বলেন, “আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝি ছিল এবং আমি কেন যেন এটা নিয়ে কখনো সিরিয়াসলি বা সিনসিয়ারলি আপনাদের সাথে আমার যেই এক্সপেরিয়েন্স, একটা ব্যাড এক্সপেরিয়েন্স শেয়ার করিনি। যেটার জন্য আমার আসলে প্রতিনিয়ত এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। সেটা হচ্ছে, লাস্ট রোজার মাসে একটা কোম্পানি আমার সাথে যোগাযোগ করেছিল। এই টাইপের কিছু কোম্পানি এরা যখন আমাদের সাথে যোগাযোগ করে বা আমার যে এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে ওরা প্রথমে ক্লিয়ারকাট কথাবার্তা বলে না। আমাকে বলা হয়েছিল যে, গেমিং ওয়েবসাইট যেটার সাথে আমি একদমই পরিচিত না। আমি এমনিতেও মানে ফোনটোনে গেমস খেলি না, গেম সাইট সম্পর্কে জানি না। শুনেছি এটা আছে দ্যাটস ইট আমার একদমই এ ব্যাপারে আইডিয়া নেই।”
আরো পড়ুন:
‘ভদ্ররা চুপ হয়ে যায়, অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই’
বুকে ব্যথা লুকিয়ে মুখে হাসি রেখেছি: প্রভা
পরের ঘটনা বর্ণনা করে প্রভা বলেন, “একটা গেমিং ওয়েবসাইট মাঝে মাঝে টি-২০ দেখায় এই টাইপের অনেক সেলিব্রেটিরা এটার জন্য ক্যাম্পেইন করে দেয়। অনেক টিভিসি আমাকে মানে ওবিসি আমাকে দেখাল, দেখানোর পর আমি ওদের কাছে বারবার জানতে চেয়েছিলাম, এই সাইটে ওরা কীসের জন্য কাজ করবে, তখন বলল, ‘আপু শুধু যে টি-টুয়েন্টি সময় খেলা হয় না, ওই খেলাগুলো দেখায়। বিভিন্ন টাইপের গেম দেখায়।’ একটাবারের জন্যও ওরা আমার সাথে ক্লিয়ার ছিল না।”
চুক্তি স্বাক্ষরের ঘটনা বর্ণনা করে প্রভা বলেন, “আমি যেদিন ওদের সাথে চুক্তিপত্রে সাইন করব। ডিএইচএস-এ ওদের একটা অফিসে গেলাম। আমাকে বলা হলো যে, ‘আপু একটা ছোট্ট বাইট দিয়ে দেন।’ ছোট্ট একটা বাইট আর ওবিসি দুইটা কিন্তু দুই জিনিস। তো আমি যেহেতু এগ্রিমেন্টে সাইন করেছি এবং একটা টোকেন মানিও নিয়েছি। পরে আমি একটা ছোট্ট বাইট দিয়েছি যে, আমি এই সাইটটার সাথে আছি।”
জুয়ার প্রমোশন কি না, তা-ও জানতে চেয়েছিলেন প্রভা। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “এই গেমিং সাইটের সাথে আছি। তারপরে আমি তো আর জানতাম না যে, এটা একটা বেটিং ওয়েবসাইট হোইচ ইজ ভেরি রং থিং অ্যান্ড ইললিগাল। রাইট? আমি পোস্ট দেয়ার সাথে সাথে মানুষজন যখন আমাকে বলল, যেটা নেগেটিভ এটা কাজ করছেন। তখন আমি ওদের সাথে পরবর্তীতে আবার যোগাযোগ করলাম। আপনারা আমাকে এই জিনিসটা কেন ক্লিয়ার করেননি যে, এটা একটা জুয়ার প্রমোশন। আমাকে বলল, ‘ম্যাডাম আপনি বোধহয় বেটিং ওয়েবসাইটের মানে জানেন না।’ আমি তখন ওদেরকে বললাম, ‘বেটিং ওয়েবসাইটের মানে জানি না ডেফিনেটলি। এই ব্যাপারে আমি খুবই অশিক্ষিত। আমি তো আপনাদেরকে বারবার জিজ্ঞেস করেছিলাম এটা কিসের, কী টাইপের গেম।’ এরকমও হয়েছে যে আমি হাসতে হাসতে জিজ্ঞেস করি, ভাই কোনো জুয়াটুয়া না তো? কারণ ওরা পরবর্তীতে আমাকে নমুনা দেখিয়েছিল। শুটিংয়ের জন্য কস্টিউম দেখায়। ওই সময় দুই-একটা ওবিসি দেখায়, যেগুলো বাইরের। আমি তখন বলছিলাম, ‘এগুলো তো সব জুয়ার প্রমোশন।”
প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়ার পর প্রভাকে ভয়-ভীতি দেখিয়েছিল। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “তখন ওরা বলছে, ‘ওইটা তো বাইরের দেশেরটা, আমাদেরটা গেমের তো আমাকে কোন একটা ভুজুং ভাজুং বোঝানোর চেষ্টা করা হয়েছিল। আপনাদের ধন্যবাদ যে, আপনারা আমাকে ওখানে লিখছিলেন, ‘শেষমেশ এইটার প্রমোশন করছেন।’ তখন আমার টনক নড়ে এবং সাথে সাথেই আমি ওদের সাথে যোগাযোগ করলাম। ওরা আমাকে অনেক রকমের ভয়-ভীতি দেখানোর চেষ্টা করেছিল।”
একজন ক্যামেরা ম্যান প্রভার কাছে কাজটি নিয়ে এসেছিল। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমি আরটি সিকিউরিটির সাথেও যোগাযোগ করেছি। আমাকে এই কাজে যে এনেছিল, সে একজন ক্যামেরা ম্যান। আমি ওকে অনেক টেক্সট করেছি, ওর সাথে আমার কনভার্সেশনের অনেক স্ক্রিনশট এখন পর্যন্ত আছে। আমাকে এরকম একটা প্রবলেমের মধ্যে কেমন করে ফেললা। তুমি যখন জানতা যে, এই জিনিসটা ইলিগ্যাল এবং পরবর্তীতে আমি সেই কাজটা অবশ্যই করিনি। এখন এই ব্যাপারে অনেকে যখন জানতে চায়। তখন বারবারই বলি, আমি বেটিং ওয়েবসাইটের মানেই জানতাম না।”
প্রভার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। এই ভিডিওতে যে বক্তব্য তা প্রভার নয়। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, “আমি ওদের প্রমোশন করিনি, শুধু ছোট্ট একটা বাইট দিয়েছিলাম। আমি খেয়াল করেছি, আপনারাও দেখতে পাবেন আমার লিপসিংটা মিলে না। অন্য আরেকটা কোম্পানির নাম বলে, অন্য আরেকটা ওয়েবসাইটের নাম বলে। ওই লিপসিংয়ের সাথে আমার কথা মিলছে না।”
কখনো এ ধরনের প্রমোশন করবেন না জানিয়ে প্রভা বলেন, “আমি কখনো কোনো জুয়ার প্রমোশন করব না। কোনো বেটিং ওয়েবসাইটের প্রমোশন করব না। ইনফ্যাক্ট আমি কোনো গেমিং টেমিং এর প্রমোশন করব না। আমি এত ভয় পেয়েছি! আমি এগুলো কিছুই করব না। দিস ইস টোটালি ইলিগ্যাল। আমার একদম ধারণা ছিল না। ওরা আমাকে সঠিক ইনফরমেশন দেয়নি। আশা করছি, আমি আপনাদের কাছে একটু হলেও বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি।”
ঢাকা/রাহাত/শান্ত