ধূমপানের বদভ্যাসের কথা খোলাখুলি স্বীকার করেছেন আমির খান। নিজেই জানিয়েছেন, তাঁর সাবেক স্ত্রী কিরণ রাও সিগারেটের ধোঁয়া ভীষণ অপছন্দ করতেন। এবার অভিনেতা জানালেন ধূমপান ছাড়ার কথা। গতকাল মুম্বাইয়ে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন আমির। খবর হিন্দুস্তান টাইমসের

গতকাল শুক্রবার ছেলে জুনায়েদ খানের নতুন রোমান্টিক–কমেডি সিনেমা ‘লাভইয়াপা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানেই আমির ধূমপান ছাড়ার কথা বলেন। ষাটের দোরগোড়ায় এসে স্বাস্থ্য আর পরিবারের কথা চিন্তা করে বড় সিদ্ধান্ত নিয়েছেন আমির। অভিনেতা জানান, তিনি বেশ কিছুদিন ধরেই ছেড়ে সিগারেটের নেশা ত্যাগ করার কথা ভাবছিলেন।

শুক্রবার রাতেও আমির স্বীকার করেছেন যে তিনি ধূমপান ‘উপভোগ করেন’, বছরের পর বছর ধরে এতে আসক্ত। তবে এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তরুণ প্রজন্মকে বারবার স্মরণ করান ‘মিস্টার পারফেকশনিস্ট’।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে আমির খান, খুশি কাপুর, অদ্বৈত চন্দন ও জুনায়েদ খান। এএনআই.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জের চিহ্নিত দুই মাদক কারবারি হেরোইনসহ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জের চিহ্নিত দুই মাদক কারবারিকে ৫১ পুড়িয়া হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মাদক বিক্রির নগদ ১২৫০০ টাকাও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ১৫৩০০ টাকা। 

গ্রেপ্তারকৃতরা হলো মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল হাসান আরমান (৩৪) ও আফতাব হোসেন (১৯) কে গ্রেপ্তার করা হয়। 

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মিজমিজি মধ্যপাড়া মদিনা মসজিদ রোডে ফয়েজ মিয়া বালুর মাঠের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আফতাব হোসেন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী গ্রামের মো. হোসেনের ছেলে। বর্তমানে তিনি মৌচাক বসু মার্কেট সংলগ্ন সাগরের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপরদিকে, মাহমুদুল হাসান আরমান মিজমিজি বসু মার্কেট এলাকার সালাউদ্দিনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ । এ সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে কৌশলে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে ট্রাউজারের পকেট থেকে বড় আকৃতির একটি সাদা জিপার ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর সাদা কাগজে মোড়ানো ও স্ট্যাপলার পিন দিয়ে আটকানো ওই ৫১ পুরিয়া হেরোইন পাওয়া যায়। ’

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান আরমান ও আফতাব হোসেন এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

তারা দীর্ঘদিন ধরে মাদকসেবীদের কাছে খুচরা ও পাইকারিভাবে মাদক বিক্রি করে আসছিল। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ