ছেলেকে পাশে রেখে ধূমপান ছাড়ার ঘোষণা আমির খানের
Published: 11th, January 2025 GMT
ধূমপানের বদভ্যাসের কথা খোলাখুলি স্বীকার করেছেন আমির খান। নিজেই জানিয়েছেন, তাঁর সাবেক স্ত্রী কিরণ রাও সিগারেটের ধোঁয়া ভীষণ অপছন্দ করতেন। এবার অভিনেতা জানালেন ধূমপান ছাড়ার কথা। গতকাল মুম্বাইয়ে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন আমির। খবর হিন্দুস্তান টাইমসের
গতকাল শুক্রবার ছেলে জুনায়েদ খানের নতুন রোমান্টিক–কমেডি সিনেমা ‘লাভইয়াপা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানেই আমির ধূমপান ছাড়ার কথা বলেন। ষাটের দোরগোড়ায় এসে স্বাস্থ্য আর পরিবারের কথা চিন্তা করে বড় সিদ্ধান্ত নিয়েছেন আমির। অভিনেতা জানান, তিনি বেশ কিছুদিন ধরেই ছেড়ে সিগারেটের নেশা ত্যাগ করার কথা ভাবছিলেন।
শুক্রবার রাতেও আমির স্বীকার করেছেন যে তিনি ধূমপান ‘উপভোগ করেন’, বছরের পর বছর ধরে এতে আসক্ত। তবে এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তরুণ প্রজন্মকে বারবার স্মরণ করান ‘মিস্টার পারফেকশনিস্ট’।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে আমির খান, খুশি কাপুর, অদ্বৈত চন্দন ও জুনায়েদ খান। এএনআই.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাইস কুকারে রাঁধতে গিয়ে কিশোরের মৃত্যু
শেরপুরের ঝিনাইগাতীতে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে ঝিনাইগাতী উপজেলার ভবানীখিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম সাগর মিয়া (১৪)। সে ভবানীখিলা গ্রামের নেদম মিয়ার ছেলে।
পরিবারের সদস্য ও পুলিশ জানিয়েছে, মা বাড়িতে না থাকায় সাগর রাইস কুকারে ভাত করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন পরিবারের সদস্যরা। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় জলিল মিয়া বলেছেন, আমরা চিল্লাচিল্লি শুইনা বাড়িতে গিয়া দেখি, পুলাডা পইড়া আছে। পরে হাসপাতালে পাঠানো হইছে। হাতটার আঙুলে কারেন্ট ধইরা পুইড়া গেছে। পরে শুনলাম হাসপাতালে যাবার আগেই মইরা গেছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেছেন, বৈদ্যুতিক শকে সাগরের আঙুলে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।
ঢাকা/তারিকুল/রফিক