কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ
Published: 15th, January 2025 GMT
লালমনিরহাটের পাটগ্রামে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে দহগ্রাম সীমান্তে শূন্যরেখায় প্রায় ১ কিলোমিটারজুড়ে কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধা দেয়। সেই বাধা উপেক্ষা করে তারা বোতল ঝুলিয়ে দেয়।
আজ বুধবার দুপুরে উপজেলার দহগ্রাম সীমান্তের সরকারপাড়ার (মুন্সিপাড়া) বাংলাদেশ-ভারত প্রধান পিলারের ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৩৮ থেকে ৪৬ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এ বোতল ঝুলানো হয়। একই সঙ্গে সীমান্তে টহল জোরদার করেছে বিএসএফ। সন্ধ্যার পর উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট ব্যবহার করে তদারিক শুরু করে।
বিজিবি সূত্র ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুর ১২টার দিকে ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের ১০-১২ সদস্য শূন্যরেখায় কাঁটাতারের বেড়ার কাছে আসেন। এ সময় তাঁরা ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৩৮ থেকে ৪৬ নম্বরের শূন্যরেখায় নির্মিত বেড়ার প্রায় এক কিলোমিটারজুড়ে কাঁচের খালি বোতল ঝুলিয়ে দেন। স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেন। দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোতল ঝোলাতে বিএসএফকে নিষেধ করে। বিএসএফ নিষেধ না মেনে বোতল ঝুলিয়ে দেয়।
এ বিষয়ে দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা এরশাদ হোসেন ( ৪৫) বলেন, ভারত জিরো লাইনে কাঁটাতারের বেড়া দিয়েছে। আমাদের চলাচলেও সমস্যা হয়। আজ তারা বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়েছে। আমরা আতঙ্কে আছি।
এ বিষয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন জানান, যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য তারা শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেই টেনশনে আছে। বেড়া রক্ষায় তারা বোতল ঝুলিয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পিকেএসএফে নিয়োগ, বেতন ২ লাখ ৬০ হাজার
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) দুই ক্যাটাগরির ৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর ২০২৫।
পদের নাম ও বিবরণ১. ট্রেনিং অ্যান্ড ডিজিটাল লার্নিং স্পেশিয়ালিস্ট (Training & Digital Learning Specialist)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কারিকুলাম অ্যান্ড ইনস্ট্রাকশনাল টেকনোলজি, এডুকেশনাল টেকনোলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিকস বা সমপর্যায়ের প্রাসঙ্গিক বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
প্রশিক্ষণ, ডিজিটাল লার্নিং, সক্ষমতা বৃদ্ধি বা ইনস্ট্রাকশনাল ডিজাইন ক্ষেত্রে অন্তত ১৫ বছরের ক্রমান্বয়ে দায়িত্বপূর্ণ অভিজ্ঞতা, যার মধ্যে জাতীয় বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানে কমপক্ষে ৭ থেকে ১০ বছরের নেতৃত্বের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতা: ২,৬০,০০০ টাকা
বয়সসীমা: ন্যূনতম ৪৫ বছর
আরও পড়ুন৫০তম বিসিএসে প্রিলির নম্বরে এল পরিবর্তন, কমেছে ৩ বিষয়ে, বৃদ্ধি ৩টির৩ ঘণ্টা আগে২. জুনিয়র অফিসার মান-২ (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৪ বছর মেয়াদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। একাডেমিক জীবনের সব পরীক্ষায় অন্তত সেকেন্ড ডিভিশন/সেকেন্ড ক্লাস বা সমমানের সিজিপিএ থাকতে হবে।
বাণিজ্যিক বা উচ্চ তলার ভবনে MEP (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং) পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ন্যূনতম ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতা: ৩০,০০০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
আরও পড়ুনসরকারি মাধ্যমিকের শিক্ষকেরা কর্মবিরতিতে, হচ্ছে না বার্ষিক পরীক্ষা৫০ মিনিট আগেআবেদনের নিয়মhttps://recruitment.pksf.org.bd/ এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ১৮ ডিসেম্বর ২০২৫
বিস্তারিত দেখতে পিকেএসএফ ওয়েবসাইট ভিজিট করুন।
আরও পড়ুনঅফিসার পদে বেসরকারি ব্যাংকে নিয়োগ, কর্মস্থল ঢাকা৩০ নভেম্বর ২০২৫