স্বাধীনতার প্রহরে গর্জে উঠেছিল লক্ষ প্রাণ

অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের চেতনা,
বাংলার বুকের গভীরে লুকানো আশা-
পরাধীনতার শিকল ভেঙ্গে স্বাধীনতা আনা,
সেদিন মুক্তির জন্য জেগেছিল প্রতিটি ঘর।

ভাষা, সংস্কৃতি, সব কিছুর স্বাধীনতা অর্জনে- অত্যাচারের বিরুদ্ধে ছিল বাংলার জনতা,
সারাদেশে ছড়িয়ে পড়ে মুক্তির বার্তা-
"আমরা হব স্বাধীন" এ আমাদের অঙ্গীকার।

বিজয়ের চেতনায়, সাহসী স্বরে-
বাংলার মাটি-হাওয়ায় বাজছে বিজয়ের সুর,
আমরা স্বাধীন হব পরাধীনতার শিকল ভেঙ্গে।

জনতা, গেরিলাযোদ্ধা, শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়ে যাঁরা-
মাতৃভূমির জন্য জীবন দিয়েছেন বিসর্জন,
তাঁরা বাংলার সূর্য সন্তান, স্মরণ করি মোরা শ্রদ্ধার সাথে- তাঁরা বাংলার বীর যোদ্ধা, রচনা করেছেন মুক্তির বার্তা, এনে দিয়েছেন বাংলার স্বাধীনতা, লাল-সবুজের পতাকা।

লক্ষ শহীদের মহান আত্মত্যাগ ও সাগরসম রক্তের বিনিময়ে, পেয়েছি মোরা সার্বভৌমত্বের স্বাধীনতা।
২৬শে মার্চ- মোদের গর্ব, মুক্তির গান, মুক্তির দিন, 
ইতিহাসে লেখা- "এক নতুন সূর্যোদয়ের সকাল।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স ব ধ নত

এছাড়াও পড়ুন:

ম্যান সিটিকে উড়িয়ে দেওয়া ‘গোল মেশিন’ যাচ্ছেন আর্সেনালে

ভিক্টর ইয়োকেরেসকে এককথায় ‘গোল মেশিন’ বলাই যায়। স্পোর্তিং লিসবনের হয়ে ১০২ ম্যাচে সুইডিশ এই স্ট্রাইকারের গোলসংখ্যা ৯৭, সঙ্গে আবার ২৬টি অ্যাসিস্ট। শুধু গত মৌসুমেই করেছেন ৫২ ম্যাচে ৫৪ গোল। ম্যাচপ্রতি গোলসংখ্যা ১–এর বেশি।

অবিশ্বাস্য এই স্কোরিং দক্ষতাসম্পন্ন একজন ফুটবলারকে যেকোনো দল নিতে চাইবে। গত মৌসুমের শেষ দিকেই ম্যানচেস্টার ইউনাইটেডসহ বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িয়ে শোনা যায় ইয়োকেরেসের নাম। তবে সবাইকে ফাঁকি দিয়ে ইয়োকেরেস এখন নাকি যোগ দিতে যাচ্ছেন আর্সেনালে।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ইয়োকেরেসের সঙ্গে পাঁচ বছরের চুক্তির বিষয়ে ব্যক্তিগত শর্তাবলি এর মধ্যেই চূড়ান্ত করেছে আর্সেনাল। এখন শুধু দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার অপেক্ষা।

আরও পড়ুনক্লাব বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যে দুজন৮ ঘণ্টা আগে

তবে আর্সেনালের ম্যানেজার মিকেল আরতেতা চান, জুলাইয়ে প্রাক্‌-মৌসুম প্রস্তুতিতে ফেরার আগেই বিষয়টির নিষ্পত্তি হয়ে যাক। পাশাপাশি ইয়োকেরেস নিজেও আরতেতার অধীন আর্সেনালে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন।

ভিক্টর ইয়োকেরেস অবিশ্বাস্য মৌসুম কাটিয়েছেন

সম্পর্কিত নিবন্ধ