আম্পায়ারের খেলা শেষের বাঁশি বাজতে বাকি ৩০ সেকেন্ড। ড্রকে ম্যাচের সম্ভাব্য ফল মনে করেছেন সবাই। ২০ সেকেন্ডের কিছু বেশি বাকি থাকতেই ফজলে রাব্বির হিট চলে যায় ইন্দোনেশিয়ার জালে। এতে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ দল। স্বাগতিক ইন্দোনেশিয়াকে হতাশ করে দারুণ এক জয় পেল লাল-সবুজের জার্সিধারীরা। 

আজ রোববার জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপ হকির পুল ‘বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-২ গোলে হারিয়েছে মামুনুর রশিদের দল। প্রথম ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৫-১ গোলে জিতেছিল বাংলাদেশ। মঙ্গলবার থাইল্যান্ডের বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। 

রোববার ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি পুস্কর খিসা মিমো-আশরাফুল ইসলামদের জন্য ছিল আবেগের। বাংলাদেশেরই সাবেক কোচ গোপীনাথন কৃষ্ণমূর্তি ছিলেন ইন্দোনেশিয়ার ডাগ আউটে। সাবেক কোচের মুখোমুখি হওয়া ফরহাদ শিতুল-রাকিবুল হাসানরা দারুণ পারফরম্যান্স দেখান। ম্যাচের ২৮ মিনিটের মধ্যে দুই গোল করে বাংলাদেশ। ২৫ মিনিটে ওবায়দুল জয়ের ফিল্ড গোলে লিড নেয় লাল-সবুজের জার্সিধারীরা। ২ মিনিট পর সোহানুর রহমান সবুজের পেনাল্টি কর্নারে ব্যবধান ২-০তে নিয়ে যায় বাংলাদেশ। এরপর পিছিয়ে পড়া ইন্দোনেশিয়া দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ৩০ মিনিটে আলফান্ডির ফিল্ড গোলে ব্যবধান কমায় তারা। ৩৪ মিনিটে দলকে সমতায় ফেরান আকমল। ড্র হতে যাওয়া ম্যাচে শেষ চমক দেখান ফজলে রাব্বি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হক ইন দ ন শ য়

এছাড়াও পড়ুন:

রংপুরে মিশুকচালকের মরদেহ ধানখেত থেকে উদ্ধার

রংপুরের পীরগঞ্জ উপজেলায় নুরুল ইসলাম (৫০) নামের এক মিশুকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিশুক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা যানবাহনটি নিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের মুক্তাগাড়ি বিল এলাকার মাহাবুব মণ্ডলের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরুল ইসলাম পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের সোনাতলা (গোবিন্দপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি মোয়াজ্জেম আলীর ছেলে।

নিহত নুরুল ইসলামের ভাতিজা ও মিশুকের মালিক রুমেলের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় নুরুল ইসলাম মিশুক নিয়ে বের হন। রাত আটটার দিকে ফোনে কথা হলে তিনি জানান, ১৫০ টাকার রিজার্ভ ভাড়ায় হরিণসিংহ বাজার এলাকায় যাচ্ছেন। এর পর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ হয়নি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, সকালে স্থানীয় লোকজন মুক্তাগাড়ি গ্রাম থেকে ওমরপুরগামী কাঁচা রাস্তার পাশে কাটা ধানের জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহের গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিশুক ছিনতাইয়ের জন্য চালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা মিশুকটি নিয়ে পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ