বাবার কাছ থেকে সন্তানের স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয় না থাকায় পাচ্ছেন না চাকরি
Published: 5th, May 2025 GMT
মা–বাবার আদর-স্নেহ থেকে বঞ্চিত হয়ে শৈশব-কৈশোর কাটিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা জাহিদুল ইসলাম। অনাদরে বড় হওয়ার বেদনা বুকে চেপে পড়াশোনার পাট চুকিয়েছেন সফলভাবে। কিন্তু তরুণ জাহিদুলের এখনকার সংকট দুমড়েমুচড়ে শেষ করে দিচ্ছে তাঁকে। যোগ্যতা থাকার পরও পিতৃপরিচয় নেই বলে কোনো চাকরিতে প্রবেশ করতে পারছেন না তিনি। আদালত সন্তান হিসেবে স্বীকৃতি দিলেও বাবার অস্বীকৃতির কারণে এখন জীবনে ঘোর অন্ধকার নেমে এসেছে তাঁর। সন্তানের স্বীকৃতি পেতে গত ৮ এপ্রিল মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
অভিযোগপত্র, স্বজনদের বক্তব্য ও জাহিদুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, জাহিদুলের মা সম্পর্কে তাঁর বাবা নজরুল ইসলামের আত্মীয়। পাশাপাশি বাড়ি হওয়ায় নজরুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জাহিদুলের মায়ের। সম্পর্কের এক পর্যায়ে জাহিদুলের মা গর্ভবতী হলে স্থানীয় লোকজন বৈঠক করে এ সম্পর্কের সামাজিক স্বীকৃতি দিয়ে তাঁকে ঘরে তুলে নিতে বলা হয়। কিন্তু নজরুল ইসলামের পরিবার থেকে অস্বীকৃতি জানানো হয়। কিছুদিন পর প্রবাসে চলে যান নজরুল ইসলাম।
নজরুল ইসলাম চলে যাওয়ার পর ১৯৯১ সালের ১৫ আগস্ট জাহিদুল ইসলামের জন্ম হয়। কয়েক বছর পর জাহিদুলের মাকে তাঁর নানা অন্য জায়গায় বিয়ে দেন। সেই থেকে জাহিদুলের ঠাঁই হয় নানাবাড়িতে। সেখানে থেকেই পড়াশোনার পর্ব সেরেছেন তিনি। অন্যদিকে জাহিদুলের বাবা নজরুল ইসলাম বিদেশ থেকে ফিরে অন্য জায়গায় বিয়ে করে সংসারী হলেও ছেলের খবর রাখেননি আর। তিনি এখন এলাকা ছেড়ে অন্য জায়গায় গিয়ে সংসার করছেন। এরই মধ্যে সন্তানের স্বীকৃতি পেতে চট্টগ্রাম জজ আদালতে মামলা করেন জাহিদুল। ২০২৪ সালের ১ জানুয়ারি আদালতের রায়ে সন্তান হিসেবে স্বীকৃতিও পান তিনি। আদালতের রায় পাওয়ার পরও তাঁর বাবা এবং পরিবারের লোকজন জাহিদুলকে সন্তান হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না। উপায় না দেখে প্রতিকার পেতে ৮ এপ্রিল মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেন জাহিদুল ইসলাম।
এ বিষয়ে জানতে চাইলে জাহিদুলের মামা প্রথম আলোকে বলেন, আদালতের রায়ের পরও জাহিদুলের বাবা নজরুল ইসলাম তাঁকে সন্তান হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না। নানা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলেও পুলিশি তদন্ত এলে জাহিদুলের বাবা ও তাঁর পরিবারের লোকজন জাহিদুলকে সন্তান হিসেবে অস্বীকৃতি জানান। এতে পিতৃপরিচয়হীন বলে জাহিদুল বারবার চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
ভুক্তভোগী জাহিদুল ইসলাম বলেন, ছোটবেলা থেকে পিতৃপরিচয় নিয়ে বিভিন্ন জায়গায় নানা কটুকথা শুনছেন। তবু ভেঙে না পড়ে নানাবাড়ির সহযোগিতা ও নিজে টিউশনির টাকায় কামিল পাস করেছেন। এখন পিতৃপরিচয়ের জটিলতার কারণে কোথাও চাকরি হচ্ছে না। সাত মাস আগেও একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে নির্বাচিত হন তিনি। কিন্তু একই জটিলতায় চাকরি হয়নি। আদালতের রায়ের পরও সন্তান হিসেবে স্বীকৃতি দিচ্ছেন তাঁর বাবা। প্রয়োজনে ডিএনএ টেস্ট করে পিতৃপরিচয় নির্ধারণের দাবি জানান জাহিদুল।
এ বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জাহিদুল ইসলাম আমার সন্তান নন। তিনি আদালত থেকে যে মামলা করে সন্তানের স্বীকৃতি আদায় করে নিয়ে এসেছেন আমি ওই মামলার বিরুদ্ধে আপিল করেছি। আপিলে যে রায় হবে আমি সেটি মেনে নেব।’
এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন প্রথম আলোকে বলেন, ‘আদালতের রায় পাওয়ার পরও সন্তানের স্বীকৃতি পাচ্ছেন না, এমন অভিযোগ আমার কার্যালয়ে দিলেও ওই ব্যক্তি দেখা করে কিছু বলেননি। তেমনটি হলে আমি মহিলাবিষয়ক কর্মকর্তার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ হ দ ল ইসল ম নজর ল ইসল ম ল ইসল ম র কর মকর ত ম রসর ই র পরও
এছাড়াও পড়ুন:
কৃত্রিম হীরা তৈরি করেছেন বিজ্ঞানীরা
গবেষণাগারে কৃত্রিমভাবে হীরা তৈরি করেছেন চীনের সেন্টার ফর হাই-প্রেশার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সড রিসার্চের বিজ্ঞানীরা। উল্কাপিণ্ডে থাকা বিভিন্ন উপাদান সফলভাবে কাজে লাগিয়ে ষড়্ভুজাকার হীরা তৈরি করেছেন তাঁরা। তাঁদের দাবি, কৃত্রিমভাবে তৈরি হীরাটি প্রকৃতিতে পাওয়া যেকোনো বস্তুর চেয়ে শক্ত। বৈজ্ঞানিক সাময়িকী নেচারে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
গবেষণার তথ্যমতে, বিজ্ঞানীরা উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ ও আধা হাইড্রোস্ট্যাটিক পরিস্থিতিতে উল্কাপিণ্ডে থাকা গ্রাফাইটকে ষড়্ভুজাকার হীরাতে রূপান্তর করেছেন। এই স্ফটিক কাঠামো প্রচলিত প্রাকৃতিক হীরার চেয়ে শক্ত বলে মনে করা হচ্ছে। প্রাকৃতিক হীরা শক্ত হলেও কিছুটা দুর্বলতা থাকে। তবে ষড়্ভুজাকার হীরা বা লন্সডেলাইট আরও শক্তিশালী পারমাণবিক বিন্যাস নিয়ে গঠিত।
বিজ্ঞানী ইয়াং লিউশিয়াং বলেন, এই পদ্ধতির মাধ্যমে হীরা তৈরিতে দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জের সমাধান করা হয়েছে। ভবিষ্যতের উপাদান উদ্ভাবনের জন্য একটি পদ্ধতিগত ভিত্তি স্থাপন করেছি আমরা। অপর বিজ্ঞানী হো-কোয়াং মাও এই অর্জনকে পরবর্তী প্রজন্মের অতি কঠিন উপকরণ ও উন্নত ইলেকট্রনিক যন্ত্র বিকাশের জন্য একটি নতুন পথ বলে অভিহিত করেছেন। তিনি জানান, কাঁচামাল হিসেবে অতি বিশুদ্ধ, অপরিষ্কার–মুক্ত প্রাকৃতিক গ্রাফাইট ষড়্ভুজাকার হীরার নমুনা তৈরিতে সহায়তা করেছে। পুরো প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করা হয়েছে।
১০০ মাইক্রন স্কেলে পরীক্ষাগারে ষড়্ভুজাকার হীরা তৈরি করা হয়েছে। উল্কাপিণ্ডে প্রাকৃতিকভাবে পাওয়া এই বিরল হীরা তৈরির মাধ্যমে অতি কঠিন পদার্থের সন্ধানে এগিয়ে গেলেন চীনের বিজ্ঞানীরা। নতুন এই প্রক্রিয়া ভবিষ্যতে পরীক্ষাগারে নতুন পদার্থ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি