স্নাতক কৃষিবিদদের পেশাগত বৈষম্য ও অধিকার হরণের অভিযোগ তুলে ছয় দফা বাস্তবায়নের দাবিতে রেললাইনে অবরোধ কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা। কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বার মোড়–সংলগ্ন রেললাইনে অবস্থান নেন তাঁরা। পরে বেলা একটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

এ আন্দোলনকে কেন্দ্র করে আজ সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত কৃষি অনুষদের সব বর্ষের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন।

শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বিএডিসি ও অন্যান্য গবেষণাপ্রতিষ্ঠানের দশম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) পদগুলো শুধু স্নাতক ডিগ্রিধারী কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা; ডিএই ও অন্যান্য কৃষিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নবম গ্রেডসহ অন্যান্য গ্রেডে নিয়মিত পদোন্নতি ও পদ বৃদ্ধির নিশ্চয়তা; নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে কোটাব্যবস্থায় বিএডিসিতে নবম গ্রেডে পদোন্নতির সুযোগ বাতিল; দশম গ্রেডের পদগুলোকে গেজেটের আওতার বাইরে রেখে স্বতন্ত্র পদসোপান কাঠামোয় অন্তর্ভুক্ত করা; কৃষি ডিপ্লোমাধারীদের জন্য নতুন কোনো বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন না করে তাঁদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনেই সীমাবদ্ধ রাখা এবং শুধু স্নাতক ডিগ্রিধারী কৃষিবিদদের ‘কৃষিবিদ’ উপাধি ব্যবহারের বৈধতা দেওয়া।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ২০২৩–২৪ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছ পরীক্ষায় একটি সিটের জন্য ২৪ পরীক্ষার্থী প্রতিযোগিতা করেছেন। যেখানে এত মেধার পরীক্ষা দিতে হয়, সেখানে ডিপ্লোমাধারীদের শখের দাবি নিয়ে রাস্তায় নামা শোভনীয় নয়।

আরেক শিক্ষার্থী বলেন, ‘ডিপ্লোমাধারীরা দাবি করছেন, দশম গ্রেডে তাঁদের জন্য পদ সংরক্ষিত রাখা হোক। পদ সংরক্ষিত রাখা মানেই কোটা। অথচ আমরা কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, রক্ত দিয়েছি। এখন আর কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না।’

আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, কৃষিবিদেরা দেশের মানুষের খাদ্যের জোগান নিশ্চিত করছেন। তাঁদের যৌক্তিক দাবি দ্রুত না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে ‘সারা বাংলা কৃষিবিদ ব্লকেড’ পালিত হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য পর ক ষ

এছাড়াও পড়ুন:

দায়সারা সেবা, চিকিৎসা দেন অফিস সহায়ক

কোথাও রোগীকে সেবা দিচ্ছেন অফিস সহায়ক, কোথাও আবার স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে অফিস সহায়কের কাজ করছেন। অধিকাংশ স্বাস্থ্যকেন্দ্রের ভবন জরাজীর্ণ। কোনোটির দেয়ালে ফাটল আবার কোনোটির ছাদ চুইয়ে পানি ঝরছে। এর মধ্যেই সীমিত জনবল নিয়ে দায়সারা সেবাতে চলছে কার্যক্রম।

চট্টগ্রামের পটিয়া উপজেলার ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলোর অবস্থা এটি। দায়সারাভাবেই চলছে এসব কেন্দ্রে চিকিৎসা। উপজেলার
পাঁচটি ইউনিয়নের ছয়টি উপস্বাস্থ্যকেন্দ্র সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা যায়। এই ছয় কেন্দ্র হলো পাঁচুয়ারি, ধলঘাট, গুরুদাশ দত্ত, কেলিশহর, পটিয়া সদর ও বুধপুরা।

উপজেলার চিকিৎসকদের সূত্র জানায়, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের প্রতিটিতে চিকিৎসা কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি কর্মকর্তা, ফার্মাসিস্ট ও অফিস সহায়কের (এমএলএস) পদ থাকার কথা। তবে ছয়টি স্বাস্থ্যকেন্দ্রের পাঁচটিতে চিকিৎসা কর্মকর্তা নেই। বাকিগুলোতেও লোকবলসংকট। একমাত্র ধলঘাট ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে লোকবল রয়েছে।

সম্প্রতি এক সকালে উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে যান এ প্রতিবেদক। এ স্বাস্থ্যকেন্দ্রের অবস্থান চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে।

মহাসড়কসংলগ্ন সরু গলি পেরিয়ে যেতেই দেখা যায়, ভাঙাচোরা ভবনের সামনের কক্ষে একা বসে আছেন অফিস সহায়ক জিন্নাত শাহনাজ আক্তার। সকাল ১০টা ৪৭ মিনিটে প্রতিবেদকের সঙ্গে পরিচয়পর্ব শেষে তিনি জানান, চিকিৎসক এখনো আসেননি। তাই তিনিই প্রতিদিন রোগীর বর্ণনা শুনে নাপা, ভিটামিনসহ প্রয়োজনীয় ওষুধ দিচ্ছেন।

ভবনের ভেতরে উঁকি দিয়ে দেখা যায়, মেঝের পাকা আস্তর উঠে গেছে। দুটি অফিসকক্ষও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। শৌচাগারও তালাবদ্ধ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক প্রণব ঘোষ সপ্তাহে তিন থেকে চার দিন আসেন, বাকি সময় কেন্দ্র কার্যত ফাঁকা থাকে। ওই দিন দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রটিতে অবস্থান করে তাঁর দেখা পাওয়া যায়নি।

জানতে চাইলে জিন্নাত শাহনাজ আক্তার বলেন, ‘একদিকে ভবনের ঝুঁকি, অন্যদিকে সাপের ভয়। একাধিকবার সাপ ঢুকেছে আমার রুমে। একবার তো সাপ পেঁচিয়ে ফেলেছিল, ভাগ্যক্রমে রোগীর সহায়তায় রক্ষা পাই।’

অবশ্য শুধু পাঁচুরিয়া নয়। ধলঘাট ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিত্রও একই। কেন্দ্রটিতেও দেয়ালে ফাটল ধরেছে। ছাদের পলেস্তারাও খসে পড়ছে। আবার দরজা-জানালাও ভাঙা। পাশের বড় হলরুমটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। জানালা, দরজাসহ নানান আসবাব ইতিমধ্যে চুরি হয়েছে বলে অভিযোগ কর্মচারীদের।

জানতে চাইলে ওই কেন্দ্রের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা (সাকমো) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। এখানে বসে কাজ করতে ভয় লাগে। ২০১৫ সালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একে পরিত্যক্ত ঘোষণা করলেও এখনো আমাদের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে।’

খোঁজ নিয়ে জানা যায়, ওই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন গড়ে ৩০–৩৫ জন রোগী চিকিৎসা নেন। স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, তাঁরা নিয়মিত এই স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা নেন। এখান থেকে প্রয়োজনীয় ওষুধও পান। এই কেন্দ্রের ভবনটি ঝুঁকিপূর্ণ। ভেতরেই ঢুকতেই ভয় লাগে।

ধলঘাট গুরুদাশ দত্ত ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রেও চিকিৎসা–সেবার দায়িত্বে রয়েছেন একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা। ওই কেন্দ্রে জনবল বলতে তিনি একাই। অফিস সহায়ক না থাকায় ২০১৬ সাল থেকে স্থানীয় প্রবীণ চিত্ররঞ্জন ওয়াদ্দেদার স্বেচ্ছায় রোগীদের ওষুধ বিলির কাজ করছেন।

অন্যদিকে কেলিশহরের স্বাস্থ্যকেন্দ্রে তিন বছর ধরে চিকিৎসা কর্মকর্তার পদ শূন্য। এখানেও একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ও একজন অফিস সহায়ক দিয়ে কোনোমতে সেবা চলছে। পটিয়া সদর স্বাস্থ্যকেন্দ্রেও একই অবস্থা। অফিস সহায়ক ও ফার্মাসিস্টকে দীর্ঘদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত করা হয়েছে। বুধপুরা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান চিকিৎসকও প্রেষণে রয়েছেন। এটিতেও কেবল একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

চিকিৎসাকেন্দ্রের এই অচলাবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। পটিয়া সদর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা কুতুব উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁরা চিকিৎসক থেকে উপযুক্ত সেবা ও ওষুধ দুটোই পান। তবে স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসক পাওয়া যায় না। এ কারণে অনেক সময় তাঁদের চিকিৎসা না নিয়েই ফেরত যেতে হয়।

এসব অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, উপজেলার ছয়টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে তিনটি ঝুঁকিপূর্ণ, বাকি কেন্দ্রগুলোও জরাজীর্ণ। বেশ কয়েকজন চিকিৎসককে প্রেষণে অন্য জায়গায় পাঠানো হয়েছে। কনসালট্যান্টের পদও শূন্য। এ কারণে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • দায়সারা সেবা, চিকিৎসা দেন অফিস সহায়ক