ভারত-পাকিস্তান হামলা, পাল্টা হামলার ফলে দুই দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে  তার প্রভাব পড়েছে শিল্পীদের মনেও। অনেকেই গানের কনসার্ট বাতিল করে দিচ্ছেন। শুরুটা করেছেন অরিজিৎ সিং। এবার একই পথে হাঁটলেন শ্রেয়া ঘোষাল।

ভারতীয় গণমাধ্যমের তথ্য, গান-বাজনা ছাড়া থাকতে পারেন না শ্রেয়া। সঙ্গীত, সুর তার শ্বাস-প্রশ্বাসে জড়িয়ে। অথচ তিনি আপাতত গানের জলসা থেকে দূরে। অনুজ সহশিল্পী অরিজিৎ সিংহের মতোই সঙ্গীতানুষ্ঠানে যোগ দিচ্ছেন না শ্রেয়া ঘোষাল। ১০ মে মুম্বাইয়ে, নিজের শহরে গান শোনানোর কথা ছিল তার। শুক্রবার সমাজমাধ্যমে তিনি লম্বা পোস্ট দিয়ে জানিয়েছেন, আপাতত গান-বাজনা শোনানোর মতো দেশের পরিস্থিতি নেই। এজন্য তিনি মঞ্চানুষ্ঠান থেকে দূরে। তার কাছে দেশ আগে, জলসা পরে।

এরই মধ্যে যারা টিকিট কিনে ফেলেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে বলে দর্শক-শ্রোতাদের, এ কথা জানাতেও ভোলেননি শ্রেয়া। 

আরো পড়ুন:

দীপ্ত স্টার হান্টে বিজয়ী মিষ্টি-শাকিব

বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন

শ্রেয়া লিখেছেন, ‘‘নিজের শহরের অনুষ্ঠান বাতিল করতে খুবই কষ্ট হয়। কিন্তু সেটাই আপাতত করতে হচ্ছে। কারণ, গান গাওয়া বা শোনার মতো পরিবেশ দেশে নেই। দুই দেশ আগে শান্ত হোক। তারপর বাকি সব।’’

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

স্টারলিংকের বিকল্প কী, জানেন তো

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক একটি স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক বিশ্বব্যাপী প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে ইন্টারনেট সংযোগ প্রদানের ক্ষেত্রে একটি বিপ্লব তৈরি করছে। পৃথিবীর নিম্নকক্ষপথে বা লো-আর্থ অরবিটে রাখা কয়েক হাজার স্যাটেলাইটের মাধ্যমে স্টারলিংক উচ্চ গতির ও কম ল্যাটেন্সির ইন্টারনেট সেবা প্রদান করছে। বিভিন্ন দেশে এরই মধ্যে স্টারলিংকের বিকল্প হিসেবে আরও কিছু স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক চালু রয়েছে। অনেক জায়গায় নতুন প্রতিষ্ঠান কাজের ঘোষণা দিয়েছে।

ওয়ানওয়েব
স্টারলিংকের প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অন্যতম হলো ওয়ানওয়েব। যুক্তরাজ্যভিত্তিক এই কোম্পানি স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করছে। ওয়ানওয়েব সেই সব অঞ্চলে ইন্টারনেট সেবা দিচ্ছে, যেখানে প্রচলিত অবকাঠামো দুর্বল বা অনুপস্থিত। ২০২৩ সালে ওয়ানওয়েব ও ইউটেলস্যাট নামের দুটি বৃহৎ স্যাটেলাইট যোগাযোগ সংস্থা একত্র হওয়ার ঘোষণা করেছে। এখন পর্যন্ত প্রায় ৬০০ স্যাটেলাইট আছে ওয়ানওয়েবের।এর মাধ্যমে ১৯৫ মেগাবাইট ইন্টারনেট গতি পাওয়ার সুযোগ আছে।

অ্যামাজন
ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনও স্যাটেলাইট ইন্টারনেট বাজারের জন্য তৈরি হচ্ছে। প্রজেক্ট কুইপারের মাধ্যমে কয়েক হাজার স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ৩ হাজারের মতো স্যাটেলাইট স্থাপন করা হবে। অ্যামাজনের বিশাল গ্রাহকভিত্তি ও অবকাঠামোর মাধ্যমে এই প্রকল্প শক্তিশালী প্রতিযোগী হতে পারে স্টারলিংকের জন্য। এরই মধ্যে অ্যামাজন তাদের প্রথম প্রোটোটাইপ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ইতিমধ্যেই তাদের গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট সেবার অ্যামাজনের সঙ্গে চুক্তি করেছে।

ভায়াস্যাট

সম্পর্কিত নিবন্ধ