ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে: উপদেষ্টা আসিফ নজরুল
Published: 10th, May 2025 GMT
ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আজ শনিবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ (দ্বিতীয় খসড়া) এর ওপর একটি মতবিনিময় সভায় আসিফ নজরুল এ কথা বলেন।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘ফরহাদ (ফরহাদ মজহার) ভাই, বারবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছেন। ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশনের খুব দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে ১৯৭২ সাল থেকে থাকলেই ভালো হতো। আমরা সবকিছুই খুব প্রফেশনালভাবে নিষ্পত্তি করতে চাই।।.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মৃত ঘোষণা করা নবজাতক ‘নড়ে ওঠে’ দাফনের আগে
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জীবিত নবজাতককে মৃত ঘোষণা করার অভিযোগ উঠেছে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, দাফনের সময় নড়ে উঠলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জীবিত বলে জানান চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার নিয়ামতপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটেছে। চিকিৎসক রুহুল আমিন অন্তঃসত্ত্বার সিজার করেন। নবজাতকের পরিবার এবং স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোপাল চক এলাকার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নাজমা বেগমের (২৮) রক্তক্ষরণ হলে প্রসব যন্ত্রণা নিয়ে ক্লিনিকে ভর্তি হন।
ক্লিনিকের মালিক নাজমার গর্ভের সন্তান মারা গেছে জানিয়ে তাদের দ্রুত সিজারের পরামর্শ দেন। অন্যথায় প্রসূতিকে বাঁচানো যাবে না বলে তাড়াহুড়ো শুরু করেন। মেয়েকে বাঁচানোর জন্য সিজারের অনুমতি দেন বাবা-মা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রুহুল আমিন বিকেল ৫টার দিকে তাঁকে অস্ত্রোপচার টেবিলে নেন।
সিজার শেষে রুহুল আমিন নবজাতককে মৃত বলে একটি কার্টনে ভরে ক্লিনিক কর্তৃপক্ষকে নবজাতকের আত্মীয়স্বজনের কাছে দেওয়ায় জন্য বলেন। ক্লিনিকের মালিক শরিফুল ইসলাম ও তাঁর স্ত্রী নবজাতককে মৃত ঘোষণা করে রাত ৮টার দিকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। ভুলে প্যাকিং বক্সে অস্ত্রোপচারের কাঁচিও রেখে দেন।
বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দাফনের প্রস্তুতির সময় নবজাতক নড়ে ওঠে বলে তারা জানান। তাদের ভাষ্য, দ্রুত তাকে নিয়ে উপজেলা সদরে এসে থানায় জানালে উন্নত চিকিৎসার পরামর্শ দেয় পুলিশ। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কায়সার রহমান শিশুটি জীবিত রয়েছে বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
রাজশাহী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ডা. কায়সার রহমান বলেন, ‘রাত ১০টার দিকে যখন শিশুটিকে নিয়ে আসা হয়, তখন তাকে পরীক্ষা করে জীবিত অবস্থায় পাই। তবে সে অপ্রাপ্তবয়স্ক বা ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছি। কারণ পাঁচ-ছয় মাস বয়সী অপ্রাপ্তবয়স্ক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার মতো পরিবেশ ছিল না। শিশুটির ওজন ছিল ৮০০ গ্রাম।’
ক্লিনিক কর্তৃপক্ষের তাড়াহুড়োর কারণে দ্রুত সিজার করা হয়েছে বলে অভিযোগ মা নাজমা বেগমের।
তিনি বলেন, ‘সন্তান মারা গেছে বলে আমাদের কাছে তুলে দেয়। দাফনের জন্য নিয়ে গেলে নড়ে ওঠে। আমরা খুব অসহায়, এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
ক্লিনিকের মালিক শরিফুল ইসলাম ও তাঁর স্ত্রী পারমিতার দাবি, অন্তঃসত্ত্বা নারীর পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমেই সিজার করা হয়েছে। নবজাতকের মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা বলে দাবি তাদের। আর চিকিৎসক রুহুল আমিন বলেন, ‘সিজারের পর নবজাতক নড়াচড়া না করায় আমরা মৃত ধরে নিয়েছিলাম। কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে অভিভাবকদের হাতে তুলে দেওয়ার জন্য ক্লিনিক কর্তৃপক্ষকে বলে আমি চলে আসি।’
এ ধরনের রোগীর সিজার ক্লিনিকে করা ঠিক হয়নি বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল নাহিদ। তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।