ভূমধ্যসাগরে নৌকাডুবি, লিবিয়া থেকে লাশ হয়ে ফিরলেন মাদারীপুরের তরুণ
Published: 10th, May 2025 GMT
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হন মাদারীপুরের শিবচরের তরুণ রিফাত তালুকদার (২৫)। গত বছরের ১৮ ডিসেম্বর নৌকাডুবির ঘটনার তিন মাস পর রিফাতের মরদেহের সন্ধান পান স্বজনেরা। মারা যাওয়ার প্রায় পাঁচ মাস পর আজ শনিবার বিকেলে তাঁর মরদেহ শিবচরে গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।
বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রিফাতকে দাফন করা হয়। নিহত রিফাত তালুকদার শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের তালুকদারকান্দি গ্রামের হুমায়ুন তালুকদারের ছেলে।
স্বজনেরা জানান, ইতালি যাওয়ার জন্য গত বছরের অক্টোবরে দেশ ছাড়েন রিফাত। স্থানীয় এক দালালের মাধ্যমে দুবাই হয়ে লিবিয়ায় যান। সেখানে দুই মাস অপেক্ষার পর ১৮ ডিসেম্বর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেন। কিন্তু ইঞ্জিন বিস্ফোরণে রিফাতদের নৌকাটি ডুবে যায়। এতে রিফাত গুরুতর আহত হলে লিবিয়ার কোস্টগার্ড তাঁকে উদ্ধার করে লিবিয়ার একটি হাসপাতালে ভর্তি করে। দুই দিন পর তাঁর মৃত্যু হয়।
এদিকে নৌকায় ওঠার পর রিফাতের সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। নানাভাবে খোঁজ নিয়েও স্বজনেরা তাঁর সন্ধান পাচ্ছিলেন না। চলতি বছরের ৫ জানুয়ারি রিফাতের সন্ধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে তাঁর পরিবার। বেঁচে আছেন নাকি মারা গেছেন, এমন আশা-নিরাশার মধ্যে গত ২৬ মার্চ লিবিয়ার একটি হাসপাতালের মর্গে রিফাতের মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে সরকারিভাবে মরদেহ লিবিয়া থেকে বাংলাদেশে আনা হয়।
রিফাত তালুকদার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
‘বিদায়’ দিয়ে ফিরছেন বাপ্পারাজ
ঢাকাই সিনেমার নন্দিত নায়ক বাপ্পারাজ, যার ঠোঁটে বিরহের গান একসময় দর্শকের হৃদয়ে গভীর দাগ কেটেছিল। দীর্ঘদিন রুপালি পর্দা থেকে দূরে থাকা এই তারকা এবার সিনেমায় ফিরছেন। ‘বিদায়’ শিরোনামের সিনেমায় দেখা যাবে তাকে। এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা মেহেদি হাসান।
গত ১৭ অক্টোবর থেকে সুনামগঞ্জের তাহেরপুরে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এতে বাপ্পারাজের সঙ্গে কাজ করছেন প্রার্থনা ফারদিন দীঘি। তাছাড়াও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদসহ একঝাঁক তারকা শিল্পী।
আরো পড়ুন:
সালমান শাহ হত্যা মামলায় স্ত্রী সামিরা-ডনসহ ১১ জন আসামি
অভিনেতা আসরানির মৃত্যুর খবর কেন গোপন রাখল পরিবার?
প্রযোজক শাহরিন আক্তার বলেন, “বরবাদ’-এর পর আমরা সিয়ামকে নিয়ে আরেকটি সিনেমার পরিকল্পনা করেছিলাম। তবে সেটি আপাতত স্থগিত করে এখন ‘বিদায়’-এর কাজে মনোযোগ দিচ্ছি। এতে বাপ্পারাজ ও দীঘি কেন্দ্রীয় চরিত্রে থাকছেন।”
শোনা যাচ্ছে, দীঘির বিপরীতে এই সিনেমায় সিয়াম আহমেদও থাকতে পারেন, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কিছুদিন আগে বাপ্পারাজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখান থেকে জানা যায়, সিনেমার নাম ‘বিদায়’। এতে অনেকে ধরে নিয়েছিলেন, হয়তো চলচ্চিত্রকে বিদায় জানাতে যাচ্ছেন বাপ্পারাজ। যদিও এ নিয়ে মুখ খোলেননি এই নায়ক।
গল্প সম্পর্কে জানতে চাইলে বাপ্পারাজ বলেন, “প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপাতত কথা বলা নিষেধ আছে। শুটিং শেষ হলে মাসের শেষে বিস্তারিত জানাব।”
জানা গেছে, ‘বিদায়’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশযাত্রা, পারিবারিক সম্পর্ক এবং বিচ্ছেদের আবেগঘন প্রেক্ষাপটে।
ঢাকা/রাহাত/শান্ত