ভূমধ্যসাগরে নৌকাডুবি, লিবিয়া থেকে লাশ হয়ে ফিরলেন মাদারীপুরের তরুণ
Published: 10th, May 2025 GMT
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হন মাদারীপুরের শিবচরের তরুণ রিফাত তালুকদার (২৫)। গত বছরের ১৮ ডিসেম্বর নৌকাডুবির ঘটনার তিন মাস পর রিফাতের মরদেহের সন্ধান পান স্বজনেরা। মারা যাওয়ার প্রায় পাঁচ মাস পর আজ শনিবার বিকেলে তাঁর মরদেহ শিবচরে গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।
বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রিফাতকে দাফন করা হয়। নিহত রিফাত তালুকদার শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের তালুকদারকান্দি গ্রামের হুমায়ুন তালুকদারের ছেলে।
স্বজনেরা জানান, ইতালি যাওয়ার জন্য গত বছরের অক্টোবরে দেশ ছাড়েন রিফাত। স্থানীয় এক দালালের মাধ্যমে দুবাই হয়ে লিবিয়ায় যান। সেখানে দুই মাস অপেক্ষার পর ১৮ ডিসেম্বর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেন। কিন্তু ইঞ্জিন বিস্ফোরণে রিফাতদের নৌকাটি ডুবে যায়। এতে রিফাত গুরুতর আহত হলে লিবিয়ার কোস্টগার্ড তাঁকে উদ্ধার করে লিবিয়ার একটি হাসপাতালে ভর্তি করে। দুই দিন পর তাঁর মৃত্যু হয়।
এদিকে নৌকায় ওঠার পর রিফাতের সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। নানাভাবে খোঁজ নিয়েও স্বজনেরা তাঁর সন্ধান পাচ্ছিলেন না। চলতি বছরের ৫ জানুয়ারি রিফাতের সন্ধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে তাঁর পরিবার। বেঁচে আছেন নাকি মারা গেছেন, এমন আশা-নিরাশার মধ্যে গত ২৬ মার্চ লিবিয়ার একটি হাসপাতালের মর্গে রিফাতের মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে সরকারিভাবে মরদেহ লিবিয়া থেকে বাংলাদেশে আনা হয়।
রিফাত তালুকদার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
অজয় ও আমার মাথা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়: কাজল
বলিউড সিনেমার জনপ্রিয় তারকা অজয় দেবগন ও কাজল। তাদের রুপালি জগতের রসায়নও বাস্তব জীবনে গড়িয়েছে। ভালোবেসে ঘর বেঁধেছেন তারা। দাম্পত্য জীবনে ২৬ বছর পার করছেন এই যুগল। তাদের সংসার আলো করে জন্ম নিয়েছেন একটি কন্যা ও একটি পুত্রসন্তান।
দাম্পত্য জীবনের বয়সের সঙ্গে অজয়-কাজলের বয়সও বেড়েছে। ৫৬ বছরের অজয়ের চেয়ে ৬ বছরের ছোট কাজল। দীর্ঘ সময় এক ছাদের নিচে বসবাস করা মোটেও সহজ ব্যাপার নয়। অজয়ের সঙ্গে দাম্পত্য জীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, স্বামী হিসেবে অজয় কেমন? জবাবে কাজল বলেন, “স্বামী হিসেবে অজয়ের মেজাজ পঞ্চাশে পঞ্চাশ। আমাদের দু’জনের মাথাই খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়।”
আরো পড়ুন:
আমিরের বিয়ের আনন্দ নষ্ট করেন ক্রিকেটার জাভেদ
প্রেমের গুঞ্জন উসকে দিলেন কার্তিক-শ্রীলীলা
ঝগড়া হলে কে মিটমাট করেন? উত্তরে কাজল বলেন, “যদি ঝগড়া হয়, তাহলে কে মিটমাট করবে, তা নির্ভর করে শেষ পর্যন্ত তর্কে কে জিতেছে তার উপর। আমরা আমাদের ঝগড়ার রেকর্ড বজায় রাখারও চেষ্টা করি না। তাই, সবকিছু নির্ভর করে ঝগড়া শেষে পুরো বিষয়টা কে কতটা মনে রাখছে তার উপর।”
১৯৯২ সালে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী কাজলের। তখন তার বয়স মাত্র সতেরো। ১৯৯৯ সালে কাজল যখন অভিনয় ক্যারিয়ারের শীর্ষে তখন অজয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কাজলের বিয়ের সিদ্ধান্তে অনেকে তখন অবাক হয়েছিলেন। এমনকি অজয়-কাজলের বিয়ে হোক এটিও নাকি তখন কেউ চায়নি। ২০০৩ সালের ২০ এপ্রিল এই দম্পতির ঘর আলো করে আসে কন্যা নিসা। ২০১০ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম হয় পুত্র যুগের।
গুন্ডারাজ (১৯৯৫), ইশক (১৯৯৫), পেয়ার তো হোনা হি থা (১৯৯৮), দিল কিয়া কারে (১৯৯৯), রাজু চাচা (২০০০), ইউ মি অর হাম (২০০৮), তুনপুর কা সুপারহিরো (২০১০) ইত্যাদি সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন অজয়-কাজল।
কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মা’। মিথলজিক্যাল হরর ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া। গত ২৭ জুন ভারতের দেড় হাজার পর্দায় মুক্তি পেয়েছে এটি। সিনেমাটি প্রযোজনা করেছেন অজয়।
ঢাকা/শান্ত