নেক্সট ভেঞ্চারস কার্যালয়ে ‘ফিন’ এআই এজেন্ট নির্মাতা ইন্টারকমের প্রতিনিধিদল
Published: 11th, May 2025 GMT
ইন্টারকমের ‘ফিন’ এআই এজেন্টের বাস্তব প্রয়োগ ও কার্যকারিতা নিয়ে রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত নেক্সট ভেঞ্চারস বাংলাদেশ কার্যালয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার শুরু হওয়া দুই দিনের এ কর্মশালায় পরবর্তী প্রজন্মের ফিন এআই এজেন্টের রূপান্তরের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। নেক্সট ভেঞ্চারস বাংলাদেশ ও ইন্টারকম আয়োজিত এ কর্মশালায় যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড থেকে ইন্টারকমের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
কর্মশালার অন্যতম আলোচিত বিষয় ছিল মডেল কনটেক্সট প্রটোকল (এমসিপি), যা এআই দুনিয়ার নতুন মানদণ্ড। এর মাধ্যমে ভিন্ন ভিন্ন এআই এজেন্টগুলো একই তথ্যভান্ডার ও নিজস্ব স্মৃতির মাধ্যমে কাজ করে। এর ফলে মানুষের মতো পুরোনো আলোচনার তথ্য কাজে লাগিয়ে যোগাযোগ স্থাপন করতে পারে। ইন্টারকম ইতিমধ্যে এমসিপি সমর্থিত ক্লায়েন্ট সার্ভার চালু করেছে এবং নেক্সট ভেঞ্চারসও নিজস্ব এমসিপি সার্ভার তৈরি করছে। এই প্রটোকলের মাধ্যমে ভবিষ্যতের এআই সিস্টেমগুলো কেবল প্রতিক্রিয়া নয়; বরং নিজেই বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
কর্মশালায় জানানো হয়, ফিন এআই এজেন্ট তথ্য সরবরাহের পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সমস্যার সমাধান ও নিজের অভিজ্ঞতা থেকে শিখতে পারে। এই প্রযুক্তিকে বলা হয় ‘এজেন্টিক সাপোর্ট এআই’। এটি তথ্যভিত্তিক প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীর ধরন অনুযায়ী উত্তর দিতে পারে। শুধু তা–ই নয়, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জটিল সমস্যা সমাধানে নিজেই চিন্তা করতে পারে।
নেক্সট ভেঞ্চারস বাংলাদেশ ইন্টারকমের ৩০ হাজারের বেশি ব্যবহারকারীর মধ্যে অন্যতম এন্টারপ্রাইজ ব্যবহারকারী, যারা ইতিমধ্যে ১৭০টির বেশি দেশে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। ফিন এআই এজেন্টের পরীক্ষামূলক ক্লোজড বিটা অ্যাকসেস সংস্করণ বর্তমানে সীমিত সংখ্যক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ পেয়েছে, যাদের মধ্যে নেক্সট ভেঞ্চারস বাংলাদেশও রয়েছে। ইন্টারকমের ইকোসিস্টেমে সবচেয়ে বেশি সাপোর্ট ভলিউম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর একটি হচ্ছে নেক্সট ভেঞ্চারস বাংলাদেশ।
ইন্টারকমের জ্যেষ্ঠ পরিচালক কিয়ারান নোলান জানান, নেক্সট ভেঞ্চারস বাংলাদেশকে ফিন এআইয়ের ক্লোজড বিটা অ্যাকসেস সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত। শপিফাই ও স্ট্রাইপের মতো প্রতিষ্ঠানকেও আমরা একই ধরনের সুযোগ দিয়েছি।
নেক্সট ভেঞ্চারসের বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট (প্রযুক্তি) তানজিম হাসান জানান, ফিন একটি ইন্টেলিজেন্ট লেয়ার। যে কাজ আগে করতে সময় লাগত ১০ মিনিট, এখন সেটা ফিনের মাধ্যমে একমুহূর্তেই করা যাবে।
২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে ইন্টারনেট বিপর্যয়ের সময় বাংলাদেশ থেকে ৩২ কর্মীকে নেপালে নিয়ে গিয়ে নিজেদের গ্রাহকসেবা কার্যক্রম ফিন এআই এজেন্টের মাধ্যমে সচল রেখেছিল নেক্সট ভেঞ্চারস বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি মালয়েশিয়া, সাইপ্রাস, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় তাদের অপারেশনাল হাব রয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
কৃত্রিম হীরা তৈরি করেছেন বিজ্ঞানীরা
গবেষণাগারে কৃত্রিমভাবে হীরা তৈরি করেছেন চীনের সেন্টার ফর হাই-প্রেশার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সড রিসার্চের বিজ্ঞানীরা। উল্কাপিণ্ডে থাকা বিভিন্ন উপাদান সফলভাবে কাজে লাগিয়ে ষড়্ভুজাকার হীরা তৈরি করেছেন তাঁরা। তাঁদের দাবি, কৃত্রিমভাবে তৈরি হীরাটি প্রকৃতিতে পাওয়া যেকোনো বস্তুর চেয়ে শক্ত। বৈজ্ঞানিক সাময়িকী নেচারে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
গবেষণার তথ্যমতে, বিজ্ঞানীরা উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ ও আধা হাইড্রোস্ট্যাটিক পরিস্থিতিতে উল্কাপিণ্ডে থাকা গ্রাফাইটকে ষড়্ভুজাকার হীরাতে রূপান্তর করেছেন। এই স্ফটিক কাঠামো প্রচলিত প্রাকৃতিক হীরার চেয়ে শক্ত বলে মনে করা হচ্ছে। প্রাকৃতিক হীরা শক্ত হলেও কিছুটা দুর্বলতা থাকে। তবে ষড়্ভুজাকার হীরা বা লন্সডেলাইট আরও শক্তিশালী পারমাণবিক বিন্যাস নিয়ে গঠিত।
বিজ্ঞানী ইয়াং লিউশিয়াং বলেন, এই পদ্ধতির মাধ্যমে হীরা তৈরিতে দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জের সমাধান করা হয়েছে। ভবিষ্যতের উপাদান উদ্ভাবনের জন্য একটি পদ্ধতিগত ভিত্তি স্থাপন করেছি আমরা। অপর বিজ্ঞানী হো-কোয়াং মাও এই অর্জনকে পরবর্তী প্রজন্মের অতি কঠিন উপকরণ ও উন্নত ইলেকট্রনিক যন্ত্র বিকাশের জন্য একটি নতুন পথ বলে অভিহিত করেছেন। তিনি জানান, কাঁচামাল হিসেবে অতি বিশুদ্ধ, অপরিষ্কার–মুক্ত প্রাকৃতিক গ্রাফাইট ষড়্ভুজাকার হীরার নমুনা তৈরিতে সহায়তা করেছে। পুরো প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করা হয়েছে।
১০০ মাইক্রন স্কেলে পরীক্ষাগারে ষড়্ভুজাকার হীরা তৈরি করা হয়েছে। উল্কাপিণ্ডে প্রাকৃতিকভাবে পাওয়া এই বিরল হীরা তৈরির মাধ্যমে অতি কঠিন পদার্থের সন্ধানে এগিয়ে গেলেন চীনের বিজ্ঞানীরা। নতুন এই প্রক্রিয়া ভবিষ্যতে পরীক্ষাগারে নতুন পদার্থ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি