Samakal:
2025-10-03@02:41:23 GMT

জমজমাট গণিত উৎসব

Published: 11th, May 2025 GMT

জমজমাট গণিত উৎসব

সম্প্রতি নটর ডেম ম্যাথ ক্লাবের আয়োজনে নটর ডেম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে "Apex Presents 5th NDC National Math Festival powered by NRBC Bank"। গাণিতিক উদ্ভাবন ও প্রতিযোগিতার এই জমকালো আসর সফলভাবে সম্পন্ন করেছে নটর ডেম ম্যাথ ক্লাব, যেখানে গণিতপ্রেমীরা একসঙ্গে নানা বিষয় শিখতে পেরেছে। দুই দিনের এই গণিত মহারণে দেশের প্রতিভাবান গণিতপ্রেমীরা একত্রিত হয়ে মেধা, সৃজনশীলতা ও প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষতা প্রকাশ করেছে। প্রায় ৪০০০ এরও অধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে উৎসবটি অত্যন্ত প্রাণবন্ত এবং অনুপ্রেরণাদায়ক হয়ে উঠেছিল। এই বছরের উৎসবে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। তা ছিল চোখে পড়ার মতো। এই জাতীয় গণিত উৎসবে 
২৪টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ১৬টি ছিল একক প্রতিযোগিতা, ৩টি দলগত প্রতিযোগিতা, ২টি অনলাইন সাবমিশন বেসড প্রতিযোগিতা এবং ৩টি বিশেষ সেগমেন্ট। সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টগুলোর মধ্যে ছিল দলভিত্তিক প্রতিযোগিতা। যেমন– প্রজেক্ট ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন ও স্ক্র্যাপবুক, যা শিক্ষার্থীদের গণিত বিষয়ক ধারণা নিয়ে সৃজনশীলভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে। অনলাইন ভিত্তিক প্রতিযোগিতাগুলোর মধ্যে গণিত প্রবন্ধ লেখা ও গণিত মিম কনটেস্ট ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে প্রতিযোগীরা তাদের সৃজনশীল চিন্তাধারা তুলে ধরেছে। মূল আকর্ষণ হিসেবে যথারীতি ম্যাথ অলিম্পিয়াড (Find) ও ম্যাথ অলিম্পিয়াড (Proof) ছিল, যেখানে গণিতপ্রেমীরা তাদের দক্ষতা প্রমাণের জন্য অংশগ্রহণ করেছে। বিশেষ করে, Treasure Hunt ছিল দুই দিনের এই গণিত উৎসবের অন্যতম সিগনেচার ইভেন্ট, যেখানে ৬৪টি দল ১০,০০০ টাকার পুরস্কারের জন্য প্রতিযোগিতা করেছে। ইভেন্টের শেষ দিন, ১৫ ফেব্রুয়ারি, জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ২৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। সমাপনী পর্বে উপস্থিত ছিলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড.

ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি। প্রধান অতিথি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম. শমশের আলী, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. কুতুব উদ্দিন, অধ্যাপক সামীর কুমার ভৌমিক এবং প্রাক্তন অধ্যাপক ড .অমল কৃষ্ণ হালদার। প্রতিটি সেগমেন্টের বিজয়ীদের ক্রেস্ট, ম্যাগাজিন এবং সার্টিফিকেট প্রদান করা হয়। ‘এপেক্স প্রেজেন্টস ফিফথ এনডিসি ন্যাশনাল ম্যাথ পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক’ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল দৈনিক সমকাল। v 

উৎস: Samakal

কীওয়ার্ড: নটর ড ম

এছাড়াও পড়ুন:

ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন নিন্দনীয়: উপদেষ্টা 

ভারতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অসুর রূপে প্রতিমায় উপস্থাপন ‘অত্যন্ত নিন্দনীয়’ ও ‘অসম্মানজনক’ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।  

আজ বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাছাইট গ্রামে কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ‘দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

আরো পড়ুন:

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন

নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে: প্রধান উপদেষ্টা

শারদীয় দুর্গোৎসবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুরের একটি পূজামণ্ডপে অসুরের ভূমিকায় ড. মুহম্মদ  ইউনূস, একটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্য একটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে নির্মাণ করা হয়েছে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘‘মানুষের মধ্যে রাজনৈতিক পার্থক্য বা তর্ক-বিতর্ক থাকতেই পারে, তাই একটি দেশের সরকার প্রধানকে অন্য একটি দেশে অসুর অর্থাৎ শয়তান বানিয়ে উপস্থাপন করা অশোভন ও দুঃখজনক। যারা এই কাজ করেছেন, তারা ভালো করেননি। এতে মানুষের প্রতি মানুষের সম্মানবোধ বিনষ্ট হয়।’’ 

এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি-না তা জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘‘বর্তমানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরে এলে কারা এগুলো করেছেন, খোঁজ নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে যা করার করবেন।’’  

সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ‘‘বৃহৎ এই উৎসব ঘিরে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে। এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আসেনি।’’  

তিনি আরো বলেন, ‘‘দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীরা পূর্বের মতো আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ মাদ্রাসা শিক্ষার্থী অনেকে রয়েছেন প্রশাসন, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’’

কাছাইট জামে মসজিদ ঈদগাহ ময়দানে আয়োজিত  অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, কাছাইট জামে মসজিদ কমপ্লেক্সের আল্লামা শায়খ আব্দুল ওয়াহিদ ভূইয়া (বড় হুজুর), কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আমির হামজা ভূইয়া, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ। 
 

ঢাকা/পলাশ/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধিতে সাহায্য করে দুর্গোৎসব: আনিসুল ইসলাম মাহমুদ
  • দেবী দুর্গার বিদায়ের সুরে রাজশাহীতে প্রতিমা বিসর্জন
  • ঢাকঢোল বাজিয়ে চট্টগ্রামে প্রতিমা বিসর্জন, বৈরী আবহাওয়ায়ও মানুষের ঢল
  • অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয় হোক: হাওলাদার
  • দর্পণ বিসর্জন: মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর
  • উৎসবের আনন্দে ভরা পূজার মেলা
  • বৈরী আবহাওয়ার মধ্যেই পর্যটকের ঢল, বিকেলে প্রতিমা বিসর্জন উৎসব
  • বিজয়া দশমীতে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
  • নগরে জমজমাট যাত্রাপালা, ঢাকঢোল
  • ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন নিন্দনীয়: উপদেষ্টা