Samakal:
2025-05-12@13:04:35 GMT

জমজমাট গণিত উৎসব

Published: 11th, May 2025 GMT

জমজমাট গণিত উৎসব

সম্প্রতি নটর ডেম ম্যাথ ক্লাবের আয়োজনে নটর ডেম কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে "Apex Presents 5th NDC National Math Festival powered by NRBC Bank"। গাণিতিক উদ্ভাবন ও প্রতিযোগিতার এই জমকালো আসর সফলভাবে সম্পন্ন করেছে নটর ডেম ম্যাথ ক্লাব, যেখানে গণিতপ্রেমীরা একসঙ্গে নানা বিষয় শিখতে পেরেছে। দুই দিনের এই গণিত মহারণে দেশের প্রতিভাবান গণিতপ্রেমীরা একত্রিত হয়ে মেধা, সৃজনশীলতা ও প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষতা প্রকাশ করেছে। প্রায় ৪০০০ এরও অধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে উৎসবটি অত্যন্ত প্রাণবন্ত এবং অনুপ্রেরণাদায়ক হয়ে উঠেছিল। এই বছরের উৎসবে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। তা ছিল চোখে পড়ার মতো। এই জাতীয় গণিত উৎসবে 
২৪টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ১৬টি ছিল একক প্রতিযোগিতা, ৩টি দলগত প্রতিযোগিতা, ২টি অনলাইন সাবমিশন বেসড প্রতিযোগিতা এবং ৩টি বিশেষ সেগমেন্ট। সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টগুলোর মধ্যে ছিল দলভিত্তিক প্রতিযোগিতা। যেমন– প্রজেক্ট ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন ও স্ক্র্যাপবুক, যা শিক্ষার্থীদের গণিত বিষয়ক ধারণা নিয়ে সৃজনশীলভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে। অনলাইন ভিত্তিক প্রতিযোগিতাগুলোর মধ্যে গণিত প্রবন্ধ লেখা ও গণিত মিম কনটেস্ট ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে প্রতিযোগীরা তাদের সৃজনশীল চিন্তাধারা তুলে ধরেছে। মূল আকর্ষণ হিসেবে যথারীতি ম্যাথ অলিম্পিয়াড (Find) ও ম্যাথ অলিম্পিয়াড (Proof) ছিল, যেখানে গণিতপ্রেমীরা তাদের দক্ষতা প্রমাণের জন্য অংশগ্রহণ করেছে। বিশেষ করে, Treasure Hunt ছিল দুই দিনের এই গণিত উৎসবের অন্যতম সিগনেচার ইভেন্ট, যেখানে ৬৪টি দল ১০,০০০ টাকার পুরস্কারের জন্য প্রতিযোগিতা করেছে। ইভেন্টের শেষ দিন, ১৫ ফেব্রুয়ারি, জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ২৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। সমাপনী পর্বে উপস্থিত ছিলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড.

ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি। প্রধান অতিথি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম. শমশের আলী, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. কুতুব উদ্দিন, অধ্যাপক সামীর কুমার ভৌমিক এবং প্রাক্তন অধ্যাপক ড .অমল কৃষ্ণ হালদার। প্রতিটি সেগমেন্টের বিজয়ীদের ক্রেস্ট, ম্যাগাজিন এবং সার্টিফিকেট প্রদান করা হয়। ‘এপেক্স প্রেজেন্টস ফিফথ এনডিসি ন্যাশনাল ম্যাথ পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক’ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল দৈনিক সমকাল। v 

উৎস: Samakal

কীওয়ার্ড: নটর ড ম

এছাড়াও পড়ুন:

এল ক্লাসিকোতেই ফয়সালা, কার হাতে উঠবে লা লিগা?

সেদিন লামিনে ইয়ামালের কথাটি মনে আছে? ‘এই মৌসুমে আর যাই হোক রিয়াল মাদ্রিদ আমাদের হারাতে পারবে না। যত গোলই হোক না কেন, দিন শেষে বার্সেলোনায় জিতবে।’ মাত্র দুই সপ্তাহ আগে কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে পিছিয়ে থাকার পরেও ঘুরে দাঁড়িয়েছিল বার্সেলোনা। ৩-২ গোলে জিতে ইয়ামালের সেই হুঙ্কারে মিশেছিল বার্সেলোনার আত্মবিশ্বাস। আজ আবার দুই দল মুখোমুখি। 

এমনিতে এল ক্ল্যাসিকো মানেই স্পেনের দুই শতবর্ষী পুরোনো প্রতিদ্বন্দ্বীর স্নায়ুর লড়াই, যেখানে প্রজন্মের পর প্রজম্ম ধ্রুপদি ফুটবল উপভোগ করে এসেছে দর্শকরা। এই মৌসুমে তিন তিনটি এল ক্ল্যাসিকো স্বাদ নিয়েছেন ফুটবলপ্রেমীরা। আজকের এল ক্ল্যাসিকো যেন তার চেয়েও বেশি কিছু। জিতলেই অনেকটা নিশ্চিত হয়ে যাবে বার্সার লা লিগা চ্যাম্পিয়ন হওয়া। অন্যদিকে রিয়াল জিতলে তাদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা টিকে থাকবে। ঘরের উঠোন স্তাদিও অলিম্পিকে শিরোপা উৎসবের প্রস্তুতি নিয়ে মাঠে নামবেন লেভানডস্কিরা। তাদের সে উৎসব মাটি করে দিতে প্রস্তুত হয়ে আছেন এমবাপ্পেরাও।

এমনিতে চ্যাম্পিয়ন্স লিগের বিদায়ে দুই দলই আহত, ট্রেবলের স্বপ্নও ধূলিসাত দুই দলেরই। কোথায় গিয়ে তাই কাঁধে কাঁধ মিলিয়ে কষ্ট চাপা দিয়েছে দুই প্রতিপক্ষ। এই ম্যাচটির মধ্যে অনেক খণ্ড খণ্ড লড়াইও থাকবে। রিয়াল মাদ্রিদের হয়ে বার্সার বিপক্ষে শেষবারের মতো ডাগআউটে উপস্থিত থাকবেন কোচ কার্লো আনচেলেত্তি। অন্যদিকে বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের জন্য প্রথম লা লিগা জয়ের সুযোগও করে দিতে পারে এই ম্যাচটি। যে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে বলে এমবাপ্পে প্যারিস থেকে মাদ্রিদ এসেছেন, সেটি এই মৌসুমের জন্য শেষ হয়ে গেছে কিছুদিন আগে। এবার তাঁর সামনে প্রথমবারের মতো লা লিগা জেতার সুযোগ। বার্সার কিশোর ম্যাজিশিয়ান ইয়ামালের জন্যও প্রথমবারের মতো লা লিগা জয়ের সাক্ষী থাকার সুযোগ। পোলিশ স্ট্রাইকার লেভানডস্কির জন্য আবার এটিই হতে পারে বার্সার শেষ মৌসুম। তার জন্যও আজকের এল ক্ল্যাসিকো ‘সুপার ক্ল্যাসিকো’ বানানোর সুযোগ। 

গতকাল সংবাদ সম্মলেন ফ্লিক জানিয়ে দিয়েছেন শুরুর একাদশে থাকছেন না লেভানডস্কি, বালদে, কাসাদো। ‘সবাই জানে এল ক্ল্যাসিকোতে প্রতিটি মুহূর্ত সর্বোচ্চ দিয়ে খেলতে হয়। আমরা রিয়াল মাদ্রিদের শক্তি সম্পর্ক জানি, তবে এবার আমরা ঘরের মাঠে সমর্থকদের সঙ্গে নিয়ে নামছি। পয়েন্ট টেবিল কী বলছে তা নিয়ে ভাবছি না, আমরা শুধু জানি ম্যাচটি জিততে হবে।’
 
এ মৌসুমে যে তিন ম্যাচে রিয়ালের মুখোমুখি হয়েছিল বার্সা, তার সবক’টিতে জিতেছিলেন ফ্লিক। তবে সব ম্যাচেই কিছু ভিন্ন কৌশলে বাজিমাত করেছিলেন। অন্যদিকে রিয়াল মাদ্রিদ তাকিয়ে তাদের তারকা নামগুলোর ওপর। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে জুড বেলিংহাম। ৪-২-৩-১ ফরমেশনে আনচেলেত্তির একাদশে গোল পোস্টে কুতোর্সকে দেখা যেতে পারে। লিগের শুরুতে ভালো করলেও এ বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রচণ্ড ধাক্কা খায় এমবাপ্পেরা। সে সময়ে লা লিগায় ৫ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পায় রিয়াল, আর সে সময়েই ঘুরে দাঁড়ায় বার্সেলোনা।

সম্পর্কিত নিবন্ধ

  • বুদ্ধপূর্ণিমার ছুটিতেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম
  • মা তোমাকে খুব ভালোবাসি
  • হাতিরঝিলে হবে দৌড় উৎসব, অংশ নিতে করতে হবে নিবন্ধন
  • লা লিগার শিরোপা লড়াইয়ে ‘চাবি’ এল ক্লাসিকো
  • এল ক্লাসিকোতেই ফয়সালা, কার হাতে উঠবে লা লিগা?
  • গৌতম বুদ্ধের সৌন্দর্যমণ্ডিত উৎসব
  • কান চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন অধ্যাপক ড. শরীফুল ইসলাম
  • কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় ‘বাঙালি বিলাস’
  • নতুন বই উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা