দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
Published: 13th, May 2025 GMT
দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার। সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাপার নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব নিযুক্ত করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ দেন বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যান পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন। সেই শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিয়েছেন। এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/রফিক