এবার নতুন করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৪৫০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ করা ২ দশমিক ২ বিলিয়ন ডলারের বেশি ফেডারেল তহবিল স্থগিত করেছিলেন ট্রাম্প। বিশ্ববিদ্যালয়টির করমুক্ত প্রতিষ্ঠানের মর্যাদা হারাতে চলেছে বলেও জানিয়েছিলেন ট্রাম্প।

গতকাল মঙ্গলবার নতুন করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুদান বাতিল করার কথা জানিয়েছে ট্রাম্পের প্রশাসন। কয়েক দিন ধরেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে চরম সংঘাতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আগের দিনেও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান মাইকেলহু গার্বার সেখানের প্রশাসনের দাবি মানতে অস্বীকার করেন। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনবিনা মূল্যে আইটি প্রশিক্ষণে করুন আবেদন, ২ লাখ টাকার কোর্স শেষে কর্মসংস্থানের সুযোগ৭ ঘণ্টা আগে

ফেডারেল সরকারের ৮টি সংস্থা হার্ভার্ডের প্রায় ৪৫০ মিলিয়ন ডলারের অনুদান বন্ধ করার ঘোষণা দিয়েছে, যা আগে বন্ধ করা ২ দশমিক ২ বিলিয়ন ডলারের অতিরিক্ত।

মার্কিন সরকারের শিক্ষা বিভাগ এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের আইনজীবীদের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হার্ভার্ডের ক্যাম্পাসে একটি সমস্যা বিরাজ করছে। আর জবাবদিহিতার চেয়ে শান্তিপূর্ণতা বজায় রাখার প্রচেষ্টাকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটির নেতারা করদাতাদের সহায়তা পাওয়ার দাবি হারিয়ে ফেলেছেন।’

হার্ভার্ড তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসের এ ঘোষণার প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুনউচ্চশিক্ষার সুযোগ সীমিত, বেতন কম, কারিগরিতে আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা১৩ মে ২০২৫

হার্ভার্ডের জন্য বরাদ্দ ২৩০ কোটি ডলারের ফেডারেল তহবিল রাতারাতি আটকে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছয় কোটি ডলারের একটি চুক্তিও স্থগিত রাখা হয়। এই নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দাবি, কোটি কোটি ডলারের ফেডারেল তহবিল স্থগিত করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছিল। এবার ৪৫০ মিলিয়ন ডলার অনুদান বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।

আরও পড়ুনসৌদি আরব সরকারের বৃত্তি, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদনের সুযোগ১২ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র অন দ ন ব ৪৫০ ম ল

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ