নতুন করে হার্ভার্ডের ৪৫০ মিলিয়ন ডলার অনুদান বাতিল করল ট্রাম্প প্রশাসন
Published: 14th, May 2025 GMT
এবার নতুন করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৪৫০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ করা ২ দশমিক ২ বিলিয়ন ডলারের বেশি ফেডারেল তহবিল স্থগিত করেছিলেন ট্রাম্প। বিশ্ববিদ্যালয়টির করমুক্ত প্রতিষ্ঠানের মর্যাদা হারাতে চলেছে বলেও জানিয়েছিলেন ট্রাম্প।
গতকাল মঙ্গলবার নতুন করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুদান বাতিল করার কথা জানিয়েছে ট্রাম্পের প্রশাসন। কয়েক দিন ধরেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে চরম সংঘাতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আগের দিনেও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান মাইকেলহু গার্বার সেখানের প্রশাসনের দাবি মানতে অস্বীকার করেন। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনবিনা মূল্যে আইটি প্রশিক্ষণে করুন আবেদন, ২ লাখ টাকার কোর্স শেষে কর্মসংস্থানের সুযোগ৭ ঘণ্টা আগেফেডারেল সরকারের ৮টি সংস্থা হার্ভার্ডের প্রায় ৪৫০ মিলিয়ন ডলারের অনুদান বন্ধ করার ঘোষণা দিয়েছে, যা আগে বন্ধ করা ২ দশমিক ২ বিলিয়ন ডলারের অতিরিক্ত।
মার্কিন সরকারের শিক্ষা বিভাগ এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের আইনজীবীদের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হার্ভার্ডের ক্যাম্পাসে একটি সমস্যা বিরাজ করছে। আর জবাবদিহিতার চেয়ে শান্তিপূর্ণতা বজায় রাখার প্রচেষ্টাকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটির নেতারা করদাতাদের সহায়তা পাওয়ার দাবি হারিয়ে ফেলেছেন।’
হার্ভার্ড তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউসের এ ঘোষণার প্রতিক্রিয়া জানায়নি।
আরও পড়ুনউচ্চশিক্ষার সুযোগ সীমিত, বেতন কম, কারিগরিতে আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা১৩ মে ২০২৫হার্ভার্ডের জন্য বরাদ্দ ২৩০ কোটি ডলারের ফেডারেল তহবিল রাতারাতি আটকে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছয় কোটি ডলারের একটি চুক্তিও স্থগিত রাখা হয়। এই নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দাবি, কোটি কোটি ডলারের ফেডারেল তহবিল স্থগিত করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছিল। এবার ৪৫০ মিলিয়ন ডলার অনুদান বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।
আরও পড়ুনসৌদি আরব সরকারের বৃত্তি, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদনের সুযোগ১২ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র অন দ ন ব ৪৫০ ম ল
এছাড়াও পড়ুন:
শেকৃবিতে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রের প্রদর্শনী
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ‘কৃষি যান্ত্রিকীকরণে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির অবদান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বারি উদ্ভাবিত বিভিন্ন কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী করা হয়েছে।
বুধবার (২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারের পাশাপাশি টিএসসি প্রাঙ্গণে বারি উদ্ভাবিত বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বীজ বপন, ফসল কর্তনসহ নানা ধরনের আধুনিক কৃষি যন্ত্রের কার্যকারিতা, সুবিধা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়।
আরো পড়ুন:
জবিতে রাত ১০টার পর অবস্থান নিষেধ
বাকৃবিতে ২০২৫-২০২৬ অর্থবছরে ৭.৭১ শতাংশ বাজেট বৃদ্ধি
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষি প্রকৌশলী মো. মেহেদী হাসান। তিনি তার উপস্থাপনায় বারি উদ্ভাবিত ৭১টি কৃষি যন্ত্রের বিস্তারিত তুলে ধরেন। এর মধ্যে, ৫৫টি যন্ত্রের উদ্ভাবন সম্পন্ন হয়েছে এবং ১৬টি যন্ত্র নিয়ে গবেষণা চলমান রয়েছে।
বারির ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট-হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের অর্থায়নে ‘কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা’ প্রকল্পের আওতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য বলেন, “বাংলাদেশের কৃষিতে ড্রোন প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এ ক্ষেত্রে দেশের কৃষি প্রকৌশলীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
তিনি বলেন, “খুব শিগগিরই শেকৃবিতে কৃষি প্রকৌশল অনুষদ চালু হতে যাচ্ছে, যা শিক্ষার্থীদের কৃষি যান্ত্রিকীকরণে যুগোপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী।
সেমিনারে সভাপতির দায়িত্ব পালন করেন বারির এফএমপিই বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরুল আমিন।
ঢাকা/মামুন/মেহেদী