নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের পর বহনকারী পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ছাড়াও মামলাটিতে আরও দেড়শ থেকে দুইশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

সোমবার (১২ মে) রাতে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রিপন মৃধা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ মামলার সত্যতা স্বীকার করে জানান, মামলায় বেশিরভাগই যুবলীগ ও ছাত্রলীগের কর্মী। এজাহারনামীয় তিনজন আসামিকে মামলার রাতেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। 

গ্রেপ্তারকৃতরা হলেন হানিফ (৫০), তার ছেলে জান্নাতুল ফেরদৌস জিসান (২১) ও চাচাতো ভাই শওকত মিথুন (৩৬)। তারা নগরীর ১৮ নাম্বার ওয়ার্ডের শহীদনগরের বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে গেলে তার সমর্থকরা বাধা প্রদান করে এবং ট্রাক দিয়ে বালি ফেলে এবং বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে রাতভর পুলিশকেও অবরুদ্ধ করে রাখা হয়। সকালে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশ সুপার কার্যালয়ের দিকে নেবার পথে কালিরবাজার মোড়ে আইভীর সমর্থক, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাধা সৃষ্টি করে। পরে তারা আইভীকে বহনকারী পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের তিনজন সদস্য আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, জান্নাতুল ফেরদৌস জিসান (২১) ‘প্রেস নারায়ণগঞ্জ’ নামে একটি স্থানীয় অনলাইন নিউজ পোর্টালের সংবাদদাতা। 

জিসানের চাচা হাবিবুর রহমান বলেন, ‘‘রাত ১টার দিকে বাসায় আসে সদর মডেল থানা পুলিশ। কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই তারা বাসায় ঢুকে তল্লাশি করতে শুরু করে। পরে জিসান ও তার বাবার নামে মামলা আছে জানিয়ে দুজনকে থানায় নিয়ে যায়। কিন্তু কী মামলা সেটা আমাদের বলে নাই। সকালে আমরা জানতে পারি আইভীকে গ্রেপ্তারে বাধার ঘটনায় মামলা।’’

অভিযানের রাতে জিসান বা তার বাবা ওই এলাকাতে (দেওভোগ) যাননি বলে দাবি করেন হাবিবুর রহমান। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসমিন আক্তার বলেন, ‘‘সাবেক মেয়রকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ বাধার সম্মুখীন হয়। কিন্তু রাতভর পুলিশ খুবই ধৈর্যের সঙ্গে সেখানে অবস্থান করে এবং সকালে তাকে (আইভী) গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তাকে গ্রেপ্তারের অভিযানে বাধা দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।’’

উল্লেখ্য, গত ৮ মে রাতে আইভীকে গ্রেপ্তার করতে নগরীর দেওভোগে তার পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ গেলে সমর্থক ও স্থানীয় এলাকাবাসী বাধা দেন। আইভীও ‘রাতের আঁধারে’ কোথাও যাবেন না বলে জানান। পরে সকালে গাড়িতে ওঠেন তিনি। তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় কালিরবাজার মোড়ে পুলিশের গাড়িবহরে হামলা হয়। 

অনিক//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর ন র য়ণগঞ জ আইভ ক

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্ক করা নাফ পরিবহনের একটি মিনিবাস আগুন লেগে পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

আজ শনিবার ভোর ছয়টার দিকে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অফিসের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সওজ অফিসের সামনে বাসটি রেখে যান চালক। শনিবার ভোরে স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের সিট, কাচসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে বাসে কেউ না থাকায় প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশে পার্ক করা একটি বাস আগুন লেগে পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • আ’লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শহরে মহানগর বিএনপির বিক্ষোভ
  • আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা
  • র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি 
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের সভাপতি 
  • লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি অভিবাসীবাহী নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
  • লিবিয়ায় নৌকাডুবি: ৪ বাংলাদেশির মৃত্যু
  • নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন