গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে চারদিকে পানির বিপুল চাহিদা। এক ফোঁটা পানির জন্য হাহাকার করে মানুষ, পশুপাখি, প্রকৃতিসহ সকল জীব। এই পরিস্থিতিতেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রায় সবগুলো আবাসিক হলে দেখা মেলে পানি অপচয়ের এক করুন দৃশ্য। প্রায় সব সময়ই পূর্ণ হয়ে যাওয়া চৌবাচ্চা হতে অবিরাম ধারায় পানি উপচে পড়তে থাকে। বছরজুড়ে প্রতিটি হলের একটি সাধারণ চিত্র হয়ে উঠেছে এটি।
চৌবাচ্চা পূর্ণ হওয়ার কোনো সংকেত ব্যবস্থা নেই, হলের কর্মচারীদেরও নেই বিশেষ কোনো নজরদারি। এমন অবিরাম অপচয়ের প্রভাব পড়ছে প্রকৃতিতেও, দিন দিন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ফলে সাধারণ টিউবওয়েলে আর পানি পাওয়া যায় না, ব্যবহার করতে হয় ভূগর্ভস্থ গভীর নলকূপ।
পানির সংকটাবস্থা ভবিষ্যতে আরো তীব্র হতে পারে। ফলে শিক্ষার্থীদের জীবনধারণে চাহিদা অনুযায়ী পানি সরবরাহের অনিশ্চয়তা তৈরি করবে। এ ছাড়াও পানি তোলার জন্য ভূগর্ভস্থ গভীর নলকূপ ব্যবহার করতে হয় যা বিদ্যুতের খরচ বৃদ্ধি করে। তাছাড়া পানির এমন অবাধ অপচয়ে নিচ তালার আশপাশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা যায়। এসব জলাবদ্ধ স্থানে প্রাণঘাতী ডেঙ্গুসহ বিভিন্ন রোগবাহী মশার বংশ বিস্তারের আদর্শ জায়গা হয়ে উঠে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এই সমস্যার দ্রুত এবং কার্যকরী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নওফেল হাসান
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মেলে যে যে অনলাইন সেবা
প্রবেশপত্র, সনদ, নম্বরপত্র, ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন৵ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের সব শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড, সনদ, নম্বরপত্র ও ট্রান্সক্রিপ্ট উত্তোলনের আবেদন অনলাইনে (http://103.113.200.68/nu-app) গ্রহণ করা হয় অথবা ওয়েবসাইটে গিয়ে সার্ভিসেস (Services) মেনু থেকে Student Login লিংক ব্যবহার করেও আবেদন গ্রহণ করা হয়।
এ ছাড়া সনদ যাচাই, সত্যয়ন, WES/ICAS/IQAS/CES/CUNY/SPANTRAN/NASBA/IEE Request Form পূরণ, বিভিন্ন এজেন্সি অথবা বিদেশি বিশ্ববিদ্যালয়ের Request Form পূরণ করে Online/E–mail/Electronically/সিল খামের আবেদনের জন্য ওয়েবসাইটের Service মেনুর Verfication Service/Certificate/Marksheet/WES etc এ ক্লিক করে অথবা http://103.113.200.36/PAMS/ServiceLogin.asps লিংক থেকে অনলাইনে আবেদন করা যায়।
আরও পড়ুনআইইএলটিএস প্রস্তুতি, ইংরেজির স্পষ্ট উচ্চারণের জন্য প্রতিদিন করণীয়১৩ মার্চ ২০২৫অনলাইনে আবেদনের যে যে নির্দেশনা অনুসরণ করতে হবে—১.
আবেদন ফরমের কপি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রয়োজনীয় ডকুমেন্ট উত্তোলনের জন্য আবেদনের ম্যানুয়াল https://103.113.200.68/nu-app/studentlogin/manual লিংকে পাওয়া যাবে। ডাউনলোড করে ভালোভাবে বুঝে আবেদন ফরম পূরণ করতে হবে।
২.
মূল সনদের জন্য ২০০১ সালের আগে উত্তীর্ণ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র ও সাময়িক সনদের কালার স্ক্যান করা ফাইল (PDF) আবেদনের সঙ্গে যুক্ত (আপলোড) করতে হবে। তবে ২০০১ সাল বা এর পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদের জন্য শুধু সাময়িক সনদের কালার স্ক্যান করা ফাইল (PDF) যুক্ত (আপলোড) করলেই চলবে। আবেদনকারীকে তাঁর ছবি স্ক্যান করে যুক্ত করতে হবে।
৩.
আবেদনকারীর নিজের মুঠোফোন নম্বর ও ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে।
৪.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একাধিক ডিগ্রি সম্পন্ন করে থাকলে পৃথক পৃথক প্রোফাইল খুলে পৃথক পৃথক ইউজার ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে হবে।
৫.
আবেদন ফির পে–স্লিপ ডাউনলোড করে কাছের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফির টাকা জমা দেওয়া যাবে। এ ছাড়া সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট অপশন ব্যবহার করে ফি জমা দেওয়া যাবে। তবে যেভাবেই পেমেন্ট করুন না কেন, আবেদনের সময় সফটওয়্যারে উল্লিখিত ট্রানজেকশন আইডি অথবা পে-স্লিপ সংরক্ষণ করতে হবে। ডকুমেন্ট সংগ্রহের সময় আগে প্রদান করা অরিজিনাল ডকুমেন্টসহ ট্রানজেকশন আইডি ও জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
আরও পড়ুনইউনেসকোতে ১৪ ক্যাটাগরিতে ইন্টার্নশিপ, বয়স ২০ হলেই আবেদন ১৮ মার্চ ২০২৫৬.
আবেদন করার ১৫ দিনের মধ্যে ফি জমা দিতে হবে, তা নাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে।
৭.
ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি সক্রিয় হয়ে যাবে। ডকুমেন্ট প্রস্তুত হলে এসএমএস অথবা ই-মেইল অথবা উভয়ের মাধ্যমে জানানো হবে। আবেদনকারী চাইলে সফটওয়্যারে লগইনের মাধ্যমেও আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। আবেদনের হার্ডকপি জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে আসার কোনো প্রয়োজন নেই।
৮.
মূল সনদ সংগ্রহের সময় সাময়িক সনদের মূল কপি ও ফি জমা দেওয়ার রসিদ (মূল কপি) অবশ্যই জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র অবশ্যই প্রদর্শন করতে হবে। সাময়িক সনদের মূল কপি ফেরত না দিলে মূল সনদ দেওয়া হবে না।
৯.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়ান–স্টপ সার্ভিস সেন্টার থেকে প্রার্থীর ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। নিজের ডকুমেন্ট নিজে সংগ্রহ করতে হবে, একান্ত অপারগ হলে সম্মতিপত্রসহ (Authorization Letter) প্রতিনিধির মাধ্যমেও সংগ্রহ করা যাবে।
১০.
সব ডকুমেন্ট গ্রহণ করার সময় ম্যানুয়ালে উল্লিখিত বা আগে উল্লিখিত ডকুমেন্টের পাশাপাশি অবশ্যই জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
*বিস্তারিত তথ৵ জানতে ওয়েবসাইট:
আরও পড়ুনলিথুয়ানিয়ায় উচ্চশিক্ষা: ৩৫০টির বেশি প্রোগ্রামে পড়াশোনা, স্কলারশিপের সুবিধা, সপ্তাহে ২০ ঘণ্টা কাজ১৪ নভেম্বর ২০২৪